বড় সংযুক্তিসমূহের জন্য ফাইললিংক
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 80323
- নির্মিত:
- রচয়িতা: n_rahman
- মন্তব্য: (প্রবন্ধের নাম 'বড় সংযুক্তির জন্য ফাইললিঙ্ক' করলে সম্ভবত বেশি ভাল শোনায়...)
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
বার্তার সংযুক্তির আকার বেশি বড় হলে অনেক ইমেইল সার্ভার তা গ্রহণ করে না। ফাইলের আকারের সীমাবদ্ধতা মেইল সার্ভার কনফিগারেশন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। বার্তার সাথে বড় আকারের সংযুক্তি আপনি পাঠাতে সফল হতে পারেন কিন্তু যে মেইল সার্ভারে পাঠাচ্ছেন সেটি বড় সংযুক্তির বার্তা গ্রহণ করতে অক্ষম হতে পারে। এগুলো থান্ডারবার্ডের নিয়ন্ত্রণের বাইরে।
অনলাইন স্টোরেজ সেবার সাথে যুক্ত হয়ে 'থান্ডারবার্ড ফাইললিঙ্ক' এই সমস্যা দূর করেছে। এটি ব্যবহারের ক্ষেত্রে আপনার সংযুক্তি আপনি প্রথমে একটি অনলাইন স্টোরেজে আপলোড করবেন, তাহলে বার্তা পাঠাবার সময় বার্তার সাথে সংযুক্তিটির পরিবর্তে একটি লিঙ্ক যাবে। বার্তার প্রাপক ওই লিঙ্কে ক্লিক করে সংযুক্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে বাড়তি সুবিধা হচ্ছে, প্রেরক এবং প্রাপক দু’পক্ষই বড় ফাইল দ্রুত স্থানান্তর করতে পারছেন এবং তাদের ডিস্কের জায়গাও বেঁচে যাচ্ছে।
লক্ষ্য করুন যে থান্ডারবার্ড ফাইললিঙ্ক সেবাটি আপনি সাধারণ সংযুক্তির পাশাপাশি ব্যবহার করতে পারছেন। যেমন, কোন বার্তায় ছোট আকারের ফাইল আপনি সরাসরি সংযুক্ত করতে পারছেন আর বড় সংযুক্তির জন্য সেই একই বার্তায় ফাইললিঙ্কও ব্যবহার করতে পারছেন।
কীভাবে ফাইললিঙ্ক কনফিগার করবেন এবং Hightail (আগে যেটি YouSendIt নামে পরিচিত ছিল) অনলাইন স্টোরেজের সাথে ব্যবহার করবেন তা জানতে নিচের নির্দেশাবলী দেখুন। আগে থেকেই সমর্থিত এরকম আরেকটি সেবা হচ্ছে Box, কিন্তু কমিউনিটি add-ons-এর মাধ্যমে অন্যান্য সেবা প্রদানকারীকে সংযুক্ত করে যাচ্ছে এবং hubiC, AjaXplorer, FileSwap.com, এবং ~okeanos-এর বর্তমানে add-on আছে।
সূচীপত্র
- 1 ফাইললিঙ্ক কনফিগার করার পদ্ধতি
- 2 ফাইললিঙ্ক ব্যবহার
- 3 ফাইললিঙ্ক নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
- 3.1 প্রশ্ন: ব্যবহারকারী কোন্ সেবা প্রদানকারীকে নির্বাচন করেছে তা কি Mozilla জানে?
- 3.2 প্রশ্ন: কোন্ কোন্ অনলাইন স্টোরেজের সেবা বর্তমানে সমর্থিত?
- 3.3 প্রশ্ন: স্টোরেজ সেবাদানকারী কি আমার সংযুক্তি দেখতে পারবে?
- 3.4 প্রশ্ন: আমার ফাইলটি কতক্ষণ স্টোরেজে সংরক্ষিত থাকবে?
- 3.5 প্রশ্ন: 'ক' সেবাদানকারী বা 'খ' প্রোটোকলকে কি আপনারা সমর্থন করবেন?
- 3.6 প্রশ্ন: তৃতীয় পক্ষের কাছে নিজের ফাইল সংরক্ষণ আমার পছন্দ নয়। নিয়মিত সংযুক্তি দিয়েই কি কাজ করা যাবে না?
ফাইললিঙ্ক কনফিগার করার পদ্ধতি
ফাইললিঙ্ক ব্যবহার করতে আপনার অবশ্যই কোন অনলাইন স্টোরেজ সেবার অ্যাকাউন্ট থাকতে হবে।
- "optionspreferences tb" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।।
- প্যানেলে ক্লিক করে ট্যাব নির্বাচন করুন।
- বাটনটিতে ক্লিক করুন।
- তারপর ড্রপ-ডাউন তালিকা থেকে কাঙ্ক্ষিত সেবা প্রদানকারী নির্বাচন করুন।
- যদি Box নির্বাচন করে থাকেন তাহলে -এ ক্লিক করুন, কিংবা নতুন অ্যাকাউন্ট খুলতে Get a Box account লিঙ্কে ক্লিক করুন।
- আর যদি Hightail নির্বাচন করে থাকেন তাহলে ইউজারনেম লিখুন, কিংবা নতুন অ্যাকাউন্ট খুলতে Need an account লিঙ্কে ক্লিক করুন।
- এখানকার কাজ শেষ করতে -এ ক্লিক করুন।
যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে একটি ব্রাউজার উইন্ডো আসবে যেখানে সেই পরিসেবা প্রদানকারীর নিবন্ধনের পাতা থাকবে। নির্দেশ মেনে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। পরিসেবা প্রদানকারীর থেকে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। নিশ্চিতকরণ ইমেইল বার্তার সাথে পাঠানো লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সক্রিয় করুন। উপরে প্রদর্শিত ডায়লগে আপনার ইউজারনেম (আপনার ইমেইল অ্যাড্রেস) প্রদান করুন এবং অনুরোধ করা হলে আপনার পাসওয়ার্ড দিন।
যদি আপনি চান যে যতবার আপনার সংযুক্তি নির্দিষ্ট কোন আকার অতিক্রম করবে প্রতিবার থান্ডারবার্ড আপনাকে ফাইললিঙ্ক ব্যবহার করতে অনুরোধ করুক তাহলে প্রধান কনফিগারেশন ডায়লগে
অপশন নির্বাচন করুন এবং ফাইলের সেই নির্দিষ্ট আকার (মেগাবাইটে) নির্ধারণ করুন।ফাইললিঙ্ক ব্যবহার
উপরে দেওয়া সীমাকে অতিক্রম করে এমন আকারের কোন ফাইল যখন বার্তার সাথে যুক্ত করবেন থান্ডারবার্ড তখন আপনাকে ফাইললিঙ্ক ব্যবহারের জন্য অনুরোধ করবে:
কোন ফাইলকে যেকোন ক্ষেত্রে ফাইললিঙ্ক দ্বারা সংযুক্ত করতে (ফাইলটি নির্দিষ্ট করা আকার পেরিয়ে গেছে কি না তা হিসাব না করেই) ফাইললিঙ্কের মেনু অপশনে যেতে হবে; তার জন্য মেসেজ টুলবারের
বাটনের পরের নিম্নমুখী তীর চিহ্নে ক্লিক করুন।ফাইলটি অনলাইন স্টোরেজে আপলোড করতে সাধারন সংযুক্তি হিসেবে পাঠাতে বাটনে ক্লিক করুন।)
বাটনে ক্লিক করুন। (তেমনি আবার ফাইলকে
নির্বাচন করলে দেখাবে:
যখন লিঙ্ক করা শেষ হলে — অর্থাৎ আপনার পরিসেবা প্রদানকারীর কাছে সংযুক্তিটি আপলোড হয়ে গেলে — আপনার ই-মেইলে কিছু বাড়তি লেখা ও একটি লিঙ্ক যুক্ত হয়ে যাবে। তা তখন নিচের ছবির মত দেখাবে:
বার্তাটি পাবার পর প্রাপক এটিই দেখতে পাবে, আর বার্তার লিঙ্কটিতে ক্লিক করলে সেটি প্রাপককে সংযুক্তিটি ডাউনলোড করার জন্য একটি ডাউনলোড পাতায় নিয়ে যাবে।
ফাইললিঙ্ক নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
ফাইললিঙ্ক ব্যবহার করে পাঠানো ফাইল Mozilla-র সার্ভারে সংরক্ষিত হয় না। প্রতিটি ফাইল স্টোরেজ সেবা প্রদানকারীর নিজস্ব গোপনীয়তার নীতি এবং সেবা প্রদানের শর্ত আছে। ফাইললিঙ্ক তাদের শর্তাদির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত করতে ফাইল স্টোরেজ সেবা প্রদানকারীরা ফাইললিঙ্কের সুবিধাদি নিরীক্ষা করে দেখেছে।
প্রশ্ন: ব্যবহারকারী কোন্ সেবা প্রদানকারীকে নির্বাচন করেছে তা কি Mozilla জানে?
উত্তর: না, Mozilla সেবা প্রদানকারীদের সম্পর্কে এই তথ্য জানে না। সেবা প্রদানকারীদের তথ্য লোকাল মেশিনে থাকে।
প্রশ্ন: কোন্ কোন্ অনলাইন স্টোরেজের সেবা বর্তমানে সমর্থিত?
উত্তর: Box এবং Hightail সরাসরি থান্ডারবার্ডে তাদের সেবার সুযোগ দিতে রাজি হয়েছে। add-on ইনস্টল করে আপনি আরও কিছু সেবা প্রদানকারীর দেওয়া সুবিধা পেতে পারেন, যাদের মধ্যে আছে:
- Dropbox
- FileSwap.com
- hubiC
- AjaXplorer
- ~okeanos
- Firedrive
- তৃতীয় কোন পক্ষের ওপর নির্ভর না করে যদি নিজস্ব সার্ভার ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য সম্ভবত সবচেয়ে ভাল হবে DL for Thunderbird।
- WebDAV for Filelink add-onটির মাধ্যমে আপনি এমনকি WebDAV সার্ভারের সাথেও ফাইললিঙ্ক ব্যবহার করতে পারবেন।
প্রশ্ন: স্টোরেজ সেবাদানকারী কি আমার সংযুক্তি দেখতে পারবে?
উত্তর: ফাইল আপলোড করার আগে যদি তা encrypt না করে থাকেন তাহলে তাহলে স্টোরেজ সেবাদানকারী তা দেখতে পারবে, ঠিক যেমন পারবে বার্তাটির প্রাপক আর উক্ত লিঙ্কটি পেয়েছে এমন যেকোন কেউ। ব্যবহারকারী কোন্ সেবাদানকারীকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত তাই তাঁকে নিজেকেই নিতে হবে। (সেবা প্রদানকারীরা সাধারণত আপনার গোপনীয়তার বিষয়গুলো তাদের পরিষেবার শর্তাবলিতে জানিয়ে দেয়।) খেয়াল করবেন, সাধারণ সংযুক্তি encrypt করা হয় না। কোন সংযুক্তি যখন আপনি "সাধারণভাবে" পাঠান তখন আপনার সিস্টেম আর প্রাপকের সিস্টেমের মাঝখানের পথে বার্তাটি দেখতে পারে এমন যে কেউই (যেমন, আপনার ইমেইল সেবা প্রদানকারী) সেই সংযুক্তিটিও দেখতে পারে। তবে ফাইললিঙ্ক আপনাকে আরও কিছু বাড়তি নিরাপত্তা দেয় — স্টোরেজে আপলোড হবে এমন ফাইলকে একটি নিরাপদ প্রোটোকল HTTP-র মাধ্যমে পাঠিয়ে।
প্রশ্ন: আমার ফাইলটি কতক্ষণ স্টোরেজে সংরক্ষিত থাকবে?
উত্তর: যতক্ষণ না আপনি নিজে ফাইলটি মুছে দিচ্ছেন ততক্ষণই সেটি আপনার সেবা প্রদানকারীর স্টোরেজে থাকবে। ফাইল দেখতে কিংবা মুছে দিতে সেবা প্রদানকারীর ওয়েবসাইটে লগইন করুন।
প্রশ্ন: 'ক' সেবাদানকারী বা 'খ' প্রোটোকলকে কি আপনারা সমর্থন করবেন?
উত্তর: SpiderOakকে সমর্থন করার পরিকল্পনা আমাদের রয়েছে। তাছাড়া আমাদের "Up-for-grabs" নামের একটি প্রকল্প আছে, যদি কেউ আরও সেবা বা প্রোটোকলের জন্য সমর্থন যোগ করতে চায় তার জন্য। ফাইললিঙ্কের ডেভেলপার ডকুমেন্টেশন পাবেন এখানে: https://developer.mozilla.org/en/Thun.../Filelink_Providers
প্রশ্ন: তৃতীয় পক্ষের কাছে নিজের ফাইল সংরক্ষণ আমার পছন্দ নয়। নিয়মিত সংযুক্তি দিয়েই কি কাজ করা যাবে না?
উত্তর: নিয়মিত ইমেইল সংযুক্তি এখনও বরাবরের মতই কাজ করে। আমরা শুধু বাড়তি সুযোগ দিচ্ছি বড় আকারের ফাইল অন্য কোথাও আপলোড করার — যদি আপনি চান। থান্ডারবার্ডে এমনিতে ১ মেগবাইট আকারের ফাইলকে বড় ধরা হয়, তবে থান্ডারবার্ডের preferences থেকে তা বদলে নেওয়া যায়:
- "optionspreferences tb" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।।
- প্যানেলে ক্লিক করে ট্যাব নির্বাচন করুন।
- ফাইললিঙ্কের সতর্কবাণীর ক্ষেত্রে ফাইলের আকার নির্বাচন করে নিন।
Offer to share for files larger than অপশনটি অনির্বাচিত করে দিলে ফাইল আপলোড করার অনুরোধটি আর আসবেই না।