বড় সংযুক্তিসমূহের জন্য ফাইললিংক

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59517
  • নির্মিত:
  • রচয়িতা: Sashoto Seeam
  • মন্তব্য: অনেক বড় আর্টিকেল, তবে পুরাই শেষ করলাম :)
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

অনেক ইমেইল সার্ভার বড় ফাইল সংযুক্তির সঙ্গে বার্তা গ্রহন করেনা। ফাইল সাইজের সীমাবদ্ধতা মেইল সার্ভার কনফিগারেশন উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আপনি একটি বড় সংযুক্তির সঙ্গে বার্তা পাঠাতে পারেন,কিন্তু যে মেইল সার্ভারে পাঠাচ্ছেন সেটি বড় সংযুক্তির বার্তা গ্রহণ করতে অক্ষম হতে পারে। এই সব থান্ডারবার্ড এর নিয়ন্ত্রণের বাইরে।

থান্ডারবার্ড ১৩ থেকে শুরু করে,অনলাইন স্টোরেজ সেবার সাথে যুক্ত হয়ে থান্ডারবার্ড ফাইললিঙ্ক এই সমস্যা দূর করেছে। এর মাধ্যমে আপনি আপনি প্রথমে আপনার সংযুক্তি প্রথমে কোন অনলাইন স্টোরেজে আপলোড করে তারপরে সেটাকে বার্তার সাথে একটি লিঙ্কের মাধ্যমে পরিবর্তন করতে পারেন। বার্তা প্রাপক ওই লিঙ্কে ক্লিক করে সংযুক্তি ডাউনলোড করতে পারবেন। বাড়তি সুবিধা হিসাবে, প্রেরক এবং গ্রাহক উভয়েরই বড় ফাইল দ্রুত স্থানান্তর এবং ডিস্কের জায়গা বাঁচাতে পারবেন।

লক্ষ্য করুন যে, আপনি এছাড়াও থান্ডারবার্ড ফাইললিঙ্ক ব্যবহার করতে পারেন conventional attachments।উদাহরণস্বরূপ,আপনি ছোট আকারের ফাইল সরাসরি বার্তার সাথে সংযুক্ত করতে পারেন এবং বড় সংযুক্তির জন্য একই বার্তায় ফাইলিঙ্ক ব্যবহার করতে পারেন।

নিচের নির্দেশাবলী কীভাবে ফাইললিঙ্ক কনফিগার এবং Ubuntu One অনলাইন স্টোরেজের সাথে ব্যবহার করবেন তা দেখান হল। অন্যান্য সেবাপ্রদানকারী (সেই সঙ্গে YouSendIt এবং Box) ও সমর্থিত।শুধু আপনার ব্যাবহারিত সেবার সাথে বদলে নিন।

ফাইললিঙ্ক কনফিগার করার পদ্ধতি

ফাইললিঙ্ক ব্যবহার করতে আপনাকে অবশ্যই কোন অনলাইন স্টোরেজ সেবার অ্যাকাউন্ট থাকতে হবে অথবা ।

মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। বাটনটিতে ক্লিক করুন Attachments তারপরে ক্লিক করুন Outgoing। তারপর আপনার সেবা প্রদানকারী সিলেক্ট করুন। বাটনটিতে ক্লিক করুন Add । তারপরে আপনার অনলাইন স্টোরেজের ইউজার নেম প্রদান করুন, অথবা ক্লিক করুন Need an account?

ubuntu-account

যদি আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে একটি ব্রাউজার উইন্ডো আসবে, যেখানে ওই পরিসেবা প্রদানকারীদের নিবন্ধনের পাতা থাকবে। নির্দেশ মেনে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। পরিসেবা দানকারীরা আপনাকে একটি নিশ্চিতকরন বার্তা পাঠাবে। নিশ্চিতকরন ইমেইল বার্তার সাথে পাঠানো লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সক্রিয় করুন। অনুরোধ করা হলে উপরে প্রদর্শিত ডায়লগে আপনার ইউজার নেম প্রদান করুন (আপনার ইমেইল অ্যাড্রেস) এবং আপনার পাসওয়ার্ড দিন।

প্রধান কনফিগারেশন ডায়লগে, চেক করুন Offer to share for files larger than... এবং ফাইল সাইজ নির্ধারণ করুন (মেগাবাইট হিসাবে) যদি আপনি চান যে প্রতিবার থান্ডারবার্ড ফাইললিঙ্ক আপনাকে ব্যবহার করতে অনুরোধ করুক যখন আপনার সংযুক্তির নির্দিষ্ট আকার অতিক্রম করে।

ফাইললিঙ্ক ব্যবহার

যখন আপনি কোন বার্তার সাথে ফাইল যুক্ত করেন, যার আকার আপনার উপরে প্রদত্ত সীমাকে অতিক্রম করে, থান্ডারবার্ড তখন আপনাকে ফাইললিঙ্ক ব্যবহারের জন্য অনুরোধ করবে।

filelink-prompt-ubuntu-one

কোন ফাইলকে ইচ্ছাকৃত ভাবে ফাইললিঙ্ক দ্বারা যুক্ত করতে (থান্ডারবার্ড কে নির্দিষ্ট করা ফাইল সাইজের উপর নির্ভর না করে), আপনি মেসেজ টুলবারের পরের নিচের তীরের বাটনে ক্লিক করতে পারেন Attach ফাইললিঙ্ক মেনু অপশনে যেতে।

ক্লিক করুন Link বাটনটিতে এবং আপনার অনলাইন পরিসেবাকারী স্টোরেজে আপলোড করুন। (অন্যথায় ক্লিক করুন Ignore ফাইলকে সংযুক্তি রুপে পাঠাতে conventional attachment.)

filelink attachment-ubuntu-one

যখন প্রাপক বার্তা পাবেন, তখন তাদের জানানো হবে যে একটি ফাইল বার্তার সাথে লিঙ্ক করা আছেঃ

recipient filelink-ubuntu-one

যখন প্রাপক মেসেজের লিঙ্কে ক্লিক করবেন, কিছু সেবা যেমন YouSendIt ফাইল ডাউনলোড করার অপশনসহ একটি মধ্যবর্তী ওয়েব পেজ দেখাবে।

filelink link

অন্যান্য সেবা(যেমন, Ubuntu One) আপনাকে সরাসরি কোন মধ্যবর্তী ওয়েব পেজ ছাড়াই ডাউনলোড করার সুযোগ দেয়।


ফাইললিঙ্ক নিয়ে সচারাচর জিজ্ঞাসিত প্রশ্ন

আপনি যেসকল ফাইল ফাইললিঙ্ক দ্বারা পাঠানো হয় তা মোজিলার সার্ভারে সংরক্ষণ হয়না।প্রতিটি ফাইল স্টোরেজ সেবা প্রদানকারী নিজের গোপনীয়তা নীতি এবং সেবা প্রদানের শর্তসমূহ আছে। ফাইল স্টোরেজ সেবা প্রদানকারীরা তাদের নীতিমালা পরিবর্তন করেছে যাতে তা ফাইললিঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

প্রশ্ন: মোজিলা কি জানে বাবহারকারি কোন সেবা প্রদানকারীকে গ্রহন করেছে?

উত্তর: না, মোজিলা সেবা প্রদানকারীদের সম্পর্কে জানেনা। সেবা প্রদানকারীদের তথ্য লোকাল মেশিনে থাকে।

প্রশ্নঃ কোন কোন অনলাইন স্টোরেজের সেবা এখন সমর্থিত?

উত্তরঃ থান্ডারবার্ড ১৬ পর্যন্ত, আমরা এখনও পর্যন্ত যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিঃ Box, Ubuntu One এবং YouSendIt সরাসরি থান্ডারবার্ড মধ্যে তাদের সেবা গ্রহন করতে ও আপনি অ্যাডঅন্স ইনস্টল করে আরো বেশি সেবা প্রদানকারীর সহায়তা পেতে পারেন ,যেমনঃ

  • Dropbox
  • FileSwap.com
  • DL for Thunderbird সবথেকে ভালো হবে যদি আপনি থার্ড পার্টি সার্ভারের পরিবর্তে নিজের সার্ভার ব্যবহার করেন।
  • শেষ কিন্তু সর্বশেষ নয়, আপনি ফাইলিঙ্ক ব্যবহার করতে WebDAV সার্ভার ব্যবহার করতে পারবেন এই অ্যাড-অন্সটির সাহায্যে WebDAV for Filelink

প্রশ্ন: স্টোরেজ সেবাদানকারীরা কি আমার সংযুক্তিগুলো দেখতে পারবে ?

উত্তরঃ যদি আপনি ফাইল প্রেরন করার আগে এনক্রিপ্ট না করের, তাহলে স্টোরেজ সেবাদানকারীরা এবং যাদের কাছেই উক্ত লিঙ্কটি থাকবে তারা আপনার ফাইল দেখতে পারবে। ব্যবহারকারীদের তাই নিজেকেই সিধান্ত নিতে হবে, তারা কোন সেবাদানকারীকে বিশ্বাস করবে। (সেবা প্রদানকারীরা সাধারণত আপনার গোপনীয়তার বিষয়গুলো তাদের পরিষেবার শর্তাবলীতে জানিয়ে দেয়) লক্ষ্য করুন যে প্রমিত সংযুক্তিগুলোর বৈশিষ্ট্য এনক্রিপ্ট করা নয়। যখন আপনি একটি সংযুক্তি "সাধারন" ভাবে প্রেরন করেন, তাহলে ফাইলটি আপনার সিস্টেম বা প্রাপকের সিস্টেমের যে কেউ পেতে পারে (যেমন, আপনার ইমেইল সেবা প্রদানকারী)। তবে ফাইললিঙ্ক আপনাকে আরও কিছু বাড়তি নিরাপত্তা যোগ করে স্টোরেজে ফাইলগুলোকে HTTP নামক একটি নিরাপদ প্রোটোকলের মাধ্যমে পাঠিয়ে।

প্রশ্ন: আমার ফাইলটি কতক্ষণ স্টোরেজে সংরক্ষিত থাকবে ?

উত্তর: ফাইলটি আপনার সেবা প্রদানকারীর স্টোরেজে ততক্ষণ থাকবে, যতক্ষণনা আপনি নিজে সেটা ডিলেট করে দেন। আপনার ফাইলগুলো দেখতে ও মুছে দিতে সেবা প্রদানকারীর ওয়েবসাইটে লগিন করুন।

প্রশ্নঃ আপনারা কি "ক" অথবা "খ" এর সেবা সমর্থন করবেন?

উত্তরঃ আমরা SpiderOak সমর্থন করতে ইচ্ছুক। তাছাড়াও আমাদের আছে "Up-for-grabs" প্রোজেক্ট যদি কেউ অধিক সেবা বা প্রোটোকলের জন্য সমর্থন যোগ করতে চান। ডেভেলপার ডকুমেন্টেশনের জন্য FileLink এর বৈশিষ্ট্য এখানে পাওয়া যাবে: https://developer.mozilla.org/en/Thun.../Filelink_Providers

প্রশ্নঃ আমার স্বতন্ত্র পক্ষের সাথে ফাইল সংরক্ষণের ধারণা পছন্দ করি না।নিয়মিত সংযুক্তি তারপরেও কাজ করবে কি?

উত্তরঃ নিয়মিত ইমেইল সংযুক্তি এখনো অনুরূপ কাজ করে।আমরা শুধুমাত্র আপনাদের বড় ফাইল আপলোড করার সক্ষমতা প্রদান করেছি, যদি আপনি চান। থান্ডারবার্ডে ডিফল্ট ভাবে ১ এমবি ফাইল কে বড় ধরা হয় ,তবে এটা থান্ডারবার্ড এর প্রিফারেন্সসমুহের মধ্যে কাস্টমাইজ করা যায় (মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। )। এছাড়াও আপলোড করার অফার সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা যাবে.