বড় সংযুক্তিসমূহের জন্য ফাইললিংক

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59082
  • নির্মিত:
  • রচয়িতা: Md. Sajib
  • মন্তব্য: Work In Progress
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

অনেক ইমেইল সার্ভারই বড় ফাইল সংযুক্তিবিশিষ্ট বার্তা অনুমোদন করে না। মেইল সার্ভার কনফিগারেশনের উপর ভিত্তি করে ফাইলের আকারের সীমাবদ্ধতা পরিবর্তিত হয়। আপনি হয়তো বড় সংযুক্তিসহ একটি বার্তা পাঠাতে সমর্থ হয়েছেন, গ্রহণকারি মেইল সার্ভার বড় সংযুক্তিসহ একটি বার্তা গ্রহণ করতে অস্বীকার করতে পারে। এই সবই থান্ডারবার্ডের নিয়ন্ত্রণের বাইরে।

থান্ডারবার্ড ১৩ থেকে, থান্ডারবার্ড ফাইললিংক অনলাইন সংরক্ষণ সেবার জন্য সাপোর্ট যোগ করার মাধ্যমে এই সমস্যা দূর করে। এটা আপনাকে একটি অনলাইন সংরক্ষণ সেবাতে সংযুক্তিসমূহ আপলোড করতে দেয় এবং তারপর বার্তায় সংযুক্তিটিকে একটি লিংকের মাধ্যমে প্রতিস্থাপিত করে। বার্তা গ্রহণকারী সংযুক্তিটি ডাউনলোড করার জন্য লিংকে ক্লিক করে। অতিরিক্ত সুবিধা হিসেবে, বড় ফাইল পাঠানো এবং গ্রহণ করা দ্রুততর হয় এবং আপনি এবং গ্রহণকারী উভয়ই ডিস্কের জায়গা বাঁচাতে পারবেন।

লক্ষ্য করুন, conventional attachments এর সাথেই আপনি থান্ডারবার্ড ফাইললিংক ব্যবহার করবে পারেন। উদাহরণস্বরুপ, আপনি ছোট ফাইল সরাসরি একটি বার্তায় যুক্ত করতে পারেন এবং একই বার্তায় বড় সংযুক্তির জন্য ফাইললিংক ব্যবহার করতে পারেন।


নিচের নির্দেশনাগুলো দেখাচ্ছে ফাইললিংককে কিভাবে Ubuntu One অনলাইন সংরক্ষণ সেবার সাথে কনফিগার এবং ব্যবহার করা যায়। অন্যান্য সেবা প্রদানকারী (including YouSendIt এবং Box) ও সাপোর্ট করে. কেবল প্রয়োজনমত আপনার ব্যবহার অনুযায়ী সেবাটি পরিবর্তন করুন.

ফাইললিংক কনফিগার করা

ফাইললিংক ব্যবহার করার জন্য, একটি অনলাইন সংরক্ষণ সেবায় একটি নতুন অ্যাকাউন্ট খুলুন(অথবা বিদ্যমান একটি অ্যাকাউন্ট কনফিগার করুন )।

মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। Attachments বাটনে ক্লিক করুন , তারপর Outgoing এ ক্লিক করুন। ড্রপডাউন লিস্ট থেকে ইচ্ছানুযায়ী সেবা প্রদানকারী বাছাই করুন। Add বাটনে ক্লিক করুন। অনলাইন সংরক্ষণ অ্যাকাউন্ট এর ইউজারনেম দিন, অথবা Need an account? এ ক্লিক করুন ।

ubuntu-account

যদি আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তবে একটি ব্রাউজার উইন্ডো খুলবে যা সেবা প্রদানকারীর নিবন্ধন পৃষ্ঠাটি দেখাবে। নির্দেশনা অনুযায়ী একটি অ্যাকাউন্ট তৈরী করুন। সেবা প্রদানকারী বৈধতা বিষয়ক একটি ইমেইল বার্তা পাঠাবে। আপনার একাউন্টটি কার্যকর করার জন্য বার্তার বৈধতা লিংকটিতে ক্লিক করুন। উপরে দেখানো ডায়ালগে আপনার ইউজারনেম দিন এবং অনুরোধ করা হলে পাসওয়ার্ড দিন।

In the main configuration dialog, check Offer to share for files larger than... and specify a file size (in megabytes) if you want Thunderbird to prompt you to use Filelink when a message attachment exceeds the specified size.

Using Filelink

When you attach a file to a message, if the file size exceeds the amount specified above, Thunderbird will offer to let you use Filelink:

filelink-prompt-ubuntu-one

To force a file to be attached using Filelink (rather than relying on Thunderbird to determine if the attached file exceeds the specified size), you can click the down arrow next to the Attach button on the message toolbar to access the Filelink menu option.

Click the Link button to upload the file to the online storage service provider. (Alternatively click Ignore to attach the file as a conventional attachment.)

filelink attachment-ubuntu-one

When the recipient receives the message, they will be informed that a file is linked to the message:

recipient filelink-ubuntu-one

When the recipient clicks on the link in the message, some services like YouSendIt display an intermediary web page with an option to download the file.

filelink link

Other services (like Ubuntu One) allow you to download the file immediately without an intermediate web page.


Filelink FAQ

Attachments that you send via Filelink are not stored on Mozilla servers. Each file storage service provider has its own privacy policy and terms of service. The file storage service provider has reviewed the Filelink feature to ensure that it is consistent with their policies.

Q: Does Mozilla know which provider the user has picked?

A: No. Mozilla is unaware of which provider has been selected by a user. Provider configuration is stored on the local machine.

Q: What storage services are currently supported?

A: As of Thunderbird 16, we have reached agreement with Box, Ubuntu One and YouSendIt to integrate their services directly into Thunderbird. You can install support for more providers with add-ons, like:

Q: Can the storage service view my attachments?

A: Unless you encrypt the file before uploading, the storage services will be able to view the file, as will anyone who obtains the link to the attachment. Users must decide on their own which service provider they trust with that responsibility. (Service providers generally explain your privacy rights in their terms of service.) Note that standard attachment functionality is also not encrypted. When you send an attachment the "normal" way, the file can be accessed by anyone that can access the message between your system and the recipients system (such as your email service provider). Filelink adds some security as file uploads to the storage service provider are sent via HTTPS, a secure protocol.

Q: How long will my file be available on the storage service provider's site?

A: The file will remain available on the storage service provider's site until you specifically delete it. Log in to the provider's website to view and delete the files in your storage space.

Q: Can you support service provider X or protocol Y?

A: We plan to support SpiderOak. We also have an "Up-for-grabs" project available if anybody would like to add support for more services or protocols. Developer documentation for the Filelink feature can be found here: https://developer.mozilla.org/en/Thun.../Filelink_Providers

Q: I don't like the idea of storing my files with third-parties like this. Do regular attachments still work?

A: Regular email attachments still work the same as they always have. We've just given you the ability to choose to upload large attachments somewhere else, if you wish. Thunderbird's notion of a large file defaults to 1 MB, but can be customized in Thunderbird's Preferences. (মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন। ) The offer to upload can also be disabled entirely.