iOS এর জন্য Firefox এ সার্চ ইঞ্জিন যোগ অথবা অপসারন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 109923
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: গুগল ট্রান্সলেট থেকে ঠিক করা হল।
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox আপনাকে একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন সেট করতে দেয়, এর দ্রুত অনুসন্ধান সুবিধা আপনার পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিন পরিবর্তন করার সুবিধা দেয়।

আপনার কোন সার্চ ইঞ্জিন না লাগলে তা বন্ধ করে দিন, অথবা লাগলে আবার চালু করুন। কিভাবে করবেন তা নিচে বর্ণনা করা হল:

  1. পর্দার নিচের অংশে ট্যাব আইকন এ ক্লিক করুন

    new tab ios 10
  2. মেনু প্যানেলে Settings এ ক্লিক করুন।
  3. Firefox SettingsSearch ট্যাপ করুন।
  4. সার্চ ইঞ্জিন বন্ধ করতে switchoffios অথবা চালু করতে switchonios সার্চ ইঞ্জিনের পাশে থাকা সুইচ ট্যাপ করুন।

আপনি যখন অনুসন্ধান করবেন তখন সার্চ ইঞ্জিন পর্দার নীচের অংশে প্রদর্শিত হবে।

quick search ios l10n
আপনি কোন সার্চ ইঞ্জিন পছন্দ না করলে, Firefox পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনুসন্ধান করবে।