এড-অন্স নিষ্ক্রিয় করা অথবা মুছে ফেলা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 58777
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: typo fixed, update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এক্সটেনশন, থিম, এবং প্লাগইন এই সবগুলো হচ্ছে ফায়ারফক্স এর বিভিন্ন ধরনের এড-অন্স। কিভাবে এড-অন্স নিষ্ক্রিয় বা অপসারণ করতে হয় তা এই নিবন্ধটিতে বর্ননা করা হয়েছে।

কিভাবে এক্সটেনশন, থিম, এবং প্লাগিন নিষ্ক্রিয় করতে হয়

এড-অন্স নিষ্ক্রিয় করে দিলে এড-অন্সটি অপসারণ ছাড়াই বন্ধ হয়ে যাবে।:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions or Appearance or Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে এড-অনটি নিষ্ক্রিয় করতে চান তা নির্বাচন করুন।
  4. Disable বাটনে ক্লিক করুন।
  5. যদি তা পপ আপ করে তাহলে Restart now এ ক্লিক করুন। এটি করলে আপনার ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু করার পর তা পুনরায় স্থাপন করা হবে।

এড-অনটি পুনরায় সক্রিয় করার জন্য, এড-অন্সটি লিস্ট থেকে এটিকে খুজে বের করুন এবং Enable ক্লিক করুন, এরপর যদি প্রয়োজন হয় তাহলে ফায়ারফক্স পুনরায় চালু করুন ।

কিভাবে এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করতে হয়

এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করে দিলে তা অপসারণ ছাড়াই বন্ধ হয়ে যাবে:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions or Appearance প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে এড-অনটি নিষ্ক্রিয় করতে চান তা নির্বাচন করুন।
  4. Disable বাটনে ক্লিক করুন।
  5. যদি তা পপ আপ করে তাহলে Restart now এ ক্লিক করুন। এটি করলে আপনার ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু করার পর তা পুনরায় স্থাপন করা হবে।

এড-অনটি পুনরায় সক্রিয় করার জন্য, এড-অন্সটি লিস্ট থেকে এটিকে খুজে বের করুন এবং Enable ক্লিক করুন, এরপর যদি প্রয়োজন হয় তাহলে ফায়ারফক্স পুনরায় চালু করুন ।

কিভাবে প্লাগইন নিষ্ক্রিয় করতে হয়

  1. প্লাগইন নিষ্ক্রিয় করে দিলে তা অপসারণ ছাড়াই বন্ধ হয়ে যাবে:
  2. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  3. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  4. আপনি যে প্লাগইনটি নিষ্ক্রিয় করতে চান তা নির্বাচন করুন।
  5. এটির নিচের দিকের মেনুতে থাকা Never Activate নির্বাচন করুন।

প্লাগইনটি পুনরায় সক্রিয় করার জন্য, প্লাগইনের লিস্ট থেকে এটিকে খুজে বের করুন এবং নিচের দিকে থাকা Always Activate এ ক্লিক করুন।

কিভাবে এক্সটেনশন এবং থিম মুছে ফেলতে হয়

এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করে দিলে তা মুছে না যেয়ে বন্ধ হয়ে যাবে।:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions or Appearance প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে এড-অনটি মুছে ফেলতে চান তা নির্বাচন করুন।
  4. Remove বাটনে ক্লিক করুন।
  5. যদি তা পপ আপ করে তাহলে Restart now এ ক্লিক করুন। এটি করলে আপনার ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু করার পর তা পুনরায় স্থাপন করা হবে।

কিভাবে প্লাগইন মুছে ফেলবেন

বেশিরভাগ প্লাগইনই তাদের নিজস্ব মুছে ফেলার সুবিধা সঙ্গে নিয়ে আসে। একটি নির্দিষ্ট প্লাগইন মুছে ফেলার ক্ষেত্রে সহায়তার জন্য, প্লাগইন এর নিবন্ধের তালিকায় যান এবং আপনি যেই প্লাগইনটি মুছে ফেলতে চান তার জন্য নিবন্ধ নির্বাচন করুন।

সমস্যা সমাধান