এড-অন্স নিষ্ক্রিয় করা অথবা মুছে ফেলা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 173220
  • নির্মিত:
  • রচয়িতা: Mim Ahmed
  • মন্তব্য: ৩২ লাইন থেকে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এক্সটেনশন, থিম, এবং প্লাগইন এই সবগুলো হচ্ছে Firefox এর বিভিন্ন ধরনের এড-অন্স। কিভাবে এড-অন্স নিষ্ক্রিয় বা অপসারণ করতে হয় তা এই নিবন্ধটিতে বর্ননা করা হয়েছে।


কিভাবে এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করতে হয়

এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করে দিলে তা অপসারণ ছাড়াই বন্ধ হয়ে যাবে:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions or AppearanceThemes প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে এড-অনটি নিষ্ক্রিয় করতে চান তা নির্বাচন করুন।
  4. Disable বাটনে ক্লিক করুন।
  5. যদি তা পপ আপ করে তাহলে Restart now এ ক্লিক করুন। এটি করলে আপনার ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু করার পর তা পুনরায় স্থাপন করা হবে।

এড-অনটি পুনরায় সক্রিয় করার জন্য, এড-অন্সটি লিস্ট থেকে এটিকে খুজে বের করুন এবং Enable ক্লিক করুন, এরপর যদি প্রয়োজন হয় তাহলে Firefox পুনরায় চালু করুন ।

কিভাবে এক্সটেনশন এবং থিম রিমুভ করতে হয়

শর্টকাট: যদি আপনার টুলবারে কোন অ্যাড-অন থাকে তবে এটির ডানে ক্লিক করুন এবং নির্বাচন করুন Manage Extension এটির সেটিং পরিবর্তন করতেRemove Extension অথবা মুছে ফেলতে ।
  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions or AppearanceThemes প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে এড-অন মুছে ফেলতে চান সেটি বাছাই করুন ।
  4. Remove বাটন ক্লিক করুন ।
  5. ক্লিক Restart now যদি তা পপ আপ করে । এটি করলে আপনার ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু করার পর তা পুনরায় স্থাপন করা হবে।

কিভাবে প্লাগইন নিষ্ক্রিয় করতে হয়

Support ended for all NPAPI plugins except for Flash in Firefox version 52, which was released March 7, 2017. See this compatibility document and this article for details.

Firefox version ৫২ ভার্সনের থেকে, Adobe Flash ব্যতীত সকল NPAPI plugins এর সাপোর্ট শেষ হয়েছে। বিস্তারিত জানার জন্য this compatibility document এবং this article দেখুন.

কোন প্লাগইন নিষ্ক্রিয় করলে তা মুছে না ফেলে বন্ধ করে দিবে ।

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে প্লাগইনটি মুছে ফেলতে চান সেটি বাছাই করুন ।
  4. নির্বাচন করুন Never Activateএটির ড্রপ-ডাউন মেনু থেকে ।


কিভাবে এক্সটেনশন এবং থিম মুছে ফেলতে হয়

এক্সটেনশন এবং থিম নিষ্ক্রিয় করে দিলে তা মুছে না যেয়ে বন্ধ হয়ে যাবে।:

  1. মেনু বাটনে Fx57menuNew Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions or Appearance প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে এড-অনটি মুছে ফেলতে চান তা নির্বাচন করুন।
  4. Remove বাটনে ক্লিক করুন।
  5. যদি তা পপ আপ করে তাহলে Restart now এ ক্লিক করুন। এটি করলে আপনার ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু করার পর তা পুনরায় স্থাপন করা হবে।

কিভাবে প্লাগইন মুছে ফেলবেন

বেশিরভাগ প্লাগইনই তাদের নিজস্ব মুছে ফেলার সুবিধা সঙ্গে নিয়ে আসে। কিছু জনপ্রিয় প্লাগইন মুছে ফেলার ক্ষেত্রে সহায়তার জন্য, নিবন্ধের তালিকা যান এবং আপনি যেই প্লাগইনটি মুছে ফেলতে চান তার জন্য নিবন্ধ নির্বাচন করুন।

সমস্যা সমাধান