ডেস্কটপে একটি ওয়েবসাইটের শর্টকার্ট তৈরি করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60592
  • নির্মিত:
  • রচয়িতা: Tapu Afrad
  • মন্তব্য: পর্যালোচনা প্রয়োজন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আপনি ফায়ারফক্স ব্যবহার করে আপনার পরিদর্শন করা পাতার জন্য কম্পিউটারের ডেস্কটপে একটি শর্টকার্ট তৈরি করতে পারবেন:

  1. ফায়ারফক্স উইন্ডোর আকার পরিবর্তন করুন যাতে একই স্ক্রীনে আপনার ডেস্কটপ এবং ফায়ারফক্স উইন্ডো দেখা যায়।
  2. এড্রেস বারের বামপাশের আইকনে ক্লিক করুন (যেখানে URLটি দেখাচ্ছে)।
  3. মাউসের বাটনটি চেপে ধরা অবস্থায় পয়েন্টারটি ডেস্কটপে নিয়ে আসুন, এবার মাউসের বাটন ছেড়ে দিন। শর্টকার্ট তৈরি হয়ে যাবে।
    Website ShortcutShortcut 29 - WinShortcut 29 - MacShortcut 29 - Lin

আপনি বুর্কমার্ক মেনু এবং লাইব্রেরি উইন্ডো থেকেও বিষয়বস্তু ডেস্কটপে টেনে ছেড়ে দিয়ে শর্টকার্ট তৈরি করতে পারবেন।

যদি আপনার তৈরি করা শর্টকার্টে ক্লিক করেন তাহলে তা আপনার পূর্বনির্ধারিত ব্রাউজারে খুলবে এবং শর্টকার্টের জন্য তৈরি করা পাতাটি দেখাবে। যদি ফায়ারফক্সকে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার হিসেবে সেট করতে চান, তাহলে দেখুন Firefox কে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার বানান

কিছু তৃতীয় পক্ষ ফায়ারফক্স এক্সটেনসন থাকতে পারে যা আপনার উপকার করবে। এগুলো অনুসন্ধান এবং ইনস্টল সম্পর্কৃত আরো তথ্য জানতে ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন দেখুন।