Android এর জন্য Firefox এ একটি সংরক্ষিত পাসওয়ার্ড কপি করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 108732
  • নির্মিত:
  • রচয়িতা: প্রাঞ্জল
  • মন্তব্য: Typo fixed
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: pranjalcborty
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই নিবন্ধটি Firefox for Android এর সর্বশেষ সংস্করণের জন্য প্রযোজ্য। এই সুবিধাগুলো উপভোগ করার জন্য অনুগ্রহ করে Firefox for Android এর সর্বশেষ সংস্করণে হালনাগাদ করুন

যদি আপনার একটি ওয়েবসাইটের জন্য একাধিক লগইন আইডি থাকে এবং Firefox লগইনের পাসওয়ার্ড সংরক্ষিত করে রাখে, তাহলে Android এর Firefox আপনাকে একটি সংরক্ষিত পাসওয়ার্ড ক্লিপবোর্ডে কপি করতে দেয় যাতে আপনি অন্য কোথাও এটি পেস্ট করতে পারেন।

এখানে দেখুন কিভাবে এটি করেঃ

  1. এড্রেস বারে একটি উইণ্ডো আপনার সাইটের তথ্য সহ আনাতে লক আইকনটি ট্যাপ করুন lock icon on android
    lock icon address bar android
  2. উইন্ডোর উপরে, যে ইউজার নেইম দেখাচ্ছে তার পাসওয়ার্ড কপি করতে Copy ট্যাপ করুন।
  3. যদি আপনার একটি ওয়েবসাইটের জন্য একাধিক লগইন তথ্য সংরক্ষিত থাকে, তবে অন্য পাসওয়ার্ড কপি করতে Select another login ট্যাপ করুন।
    select another login android
  4. লিস্ট থেকে ইউজার নেইম নির্বাচন করুন। আপনার পাসওয়ার্ড কপি হয়ে গেলে একটি নিশ্চিতকরণ বার্তা আসবে।