iOS এর জন্য Firefox এর ব্রাউজিং ইতিহাস মুছে ফেলুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 110017
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: need to work
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নিবন্ধটি iOS এর জন্য Firefox এর একটি আসন্ন সংস্করণ দেখায়, তাই আপনারটি ভিন্নরকম দেখাতে পারে। সুবিধাগুলি পাওয়ার জন্য অনুগ্রহপূর্বক কয়েক সপ্তাহের মধ্যে হালনাগাদ করুন।

আপনি যে ওয়েব সাইট গুলো পরিদর্শন করেন Firefoxতার ইতিহাস জমা করে রাখে । ইতিহাস মুছে ফেলতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন।

  1. পর্দার নিচের অংশে ট্যাব আইকন এ ক্লিক করুন

    new tab ios 10
  2. মেনু প্যানেলে Settings এ ক্লিক করুন।
  3. Firefox এর Settings মেনুতে Privacy অংশে থাকা Clear Private Data ট্যাপ করুন।
  4. আপনি যে তথ্য মুছতে চান তার পাশে থাকা বাটনে switchonios ট্যাপ করুন,
  5. Clear Everything ডায়লগে, আপনার সকল তথ্য মুছতে Clear ট্যাপ করুন।
সতর্কতা : যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলেন তখন চলমান থাকা সব টেব গুলো বন্ধ হয়ে যাবে ।