ব্যাটারি লেভেল পরীক্ষা করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 95475
- নির্মিত:
- রচয়িতা: Md Shahadat Hosain Riyad
- মন্তব্য: হালনাগাদ করা হয়েছে।
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? হ্যাঁ
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ব্যাটারি লেভেল দেখতে:
-
আইকনে ট্যাপ করে সেটিংস অ্যাপ চালু করুন।
- নিচের দিকে স্ক্রল করে ডিভাইস বিভাগে আসুন এবং বাটনে ট্যাপ করুন।
- এই মুহূর্তের ব্যাটারি লেভেল শতকরা হারে দেখতে পাবেন।
বর্তমান ব্যাটারি লেভেলের নিচে, Power save mode নামের একটি অপশন দেখতে পারবেন। ব্যাটারি পাওয়ার সংরক্ষন সম্পর্কে আরও জানতে এই নিবন্ধটি দেখুন।
পরামর্শ: প্রতিটি স্ক্রিনের উপরে থাকা নোটিফিকেশন বারেও ব্যাটারি লেভেল প্রদর্শিত হয়।
- সেটিংস অ্যাপ্লিকেশন খুলুন
।
- আপনি না দেখা পর্যন্ত নিচের দিকে স্ক্রল করতে থাকুন । এই দৃশ্যটি আপনাকে বাম দিকে অবশিষ্ঠ ব্যাটারি লাইফ দেখা
ব্যাটারি পাওয়ার সংরক্ষণ করা সম্পর্কে আরো জানতে অনুগ্রহ করে এই নিবন্ধটি দেখুন।
পরামর্শঃ ব্যাটারি লেভেলটি নোটিফিকেশান বারেও দেখা যাবে.