IOS এর জন্য Firefox আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিনটি পরিবর্তন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 109927
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: ঠিক করা হল
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নিবন্ধটি iOS এর জন্য Firefox এর একটি আসন্ন সংস্করণ দেখায়, তাই আপনারটি ভিন্নরকম দেখাতে পারে। সুবিধাগুলি পাওয়ার জন্য অনুগ্রহপূর্বক কয়েক সপ্তাহের মধ্যে হালনাগাদ করুন।

iOS এর জন্য Firefox আপনাকে পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিনটি পরিবর্তন করার সুবিধা দেয়। এখানে এটা কিভাবে করবেন তা বর্ণনা করা আছে:

  1. পর্দার নিচের অংশে ট্যাব আইকন এ ক্লিক করুন

    new tab ios 10
  2. মেনু প্যানেলে Settings এ ক্লিক করুন।
  3. Search ট্যাপ করুন
  4. বর্তমান পূর্বনির্ধারিত সার্চ ইঞ্জিনটি পরিবর্তন করতে ট্যাপ করুন।
    default search ios
  5. পরবর্তী পর্দার তালিকা থেকে অন্য সার্চ ইঞ্জিনটি পছন্দ করুন। আপনার নির্বাচনে চেক চিহ্ন দেখাবে।
    search list ios
  6. আপনি একটি নতুন ডিফল্ট সার্চ ইঞ্জিন নির্বাচন করার পর, Firefox আপনারকে Search পর্দা নিবে। মেনু তে ফিরে যেগে Settings ট্যাপ করুন , এবং বন্ধ করার জন্য Done ট্যাপ করুন,
Show search suggestions এড্রেস বারে কোন কিছু লিখলে যেন অনুসন্ধান পরামর্শ দেয় তা চালু করতে এটি চালু করুন।