বুকমার্ক ট্যাগ - সহজে খুঁজে বের করতে বুকমার্ক ভাগ করুন
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 79123
- নির্মিত:
- রচয়িতা: prome
- মন্তব্য: ১০০% শেষ
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
কোন একটি পেজ বুকমার্ক করার পর সেই বুকমার্কে "ট্যাগ" যুক্ত করার একটি অপশন থাকে। ট্যাগ হল এক ধরণের লেভেল যা আপানকে আপনার বুকমার্ক শনাক্ত করতে সাহায্য করে। অপেক্ষাকৃত ভালভাবে বিভিন্ন বুকমার্ক সাজাতে এই ট্যাগ ব্যবহৃত হয়, যাতে করে আপনি সেগুলো আপনার মেনু এবং সার্চ করার সময় উভয় ক্ষেত্রেই খুঁজে পান।
সূচীপত্র
একটি নতুন বুকমার্ককে ট্যাগ করা
কোন পেজে বুকমার্ক করার পর, স্টার চিহ্ণতে দ্বিতীয়বার ক্লিক করলে Edit This Bookmark উইন্ডো ওপেন হবে। কীভাবে একটি নতুন বুকমার্ক দিতে হয় তা জানতে দেখুন How do I create a bookmark?।
আপনি নতুন যেই বুকমার্কে যুক্ত হতে চান Tags ফিল্ডের মাধ্যমে আপনি ট্যাগের সেই তালিকায় প্রবেশ করতে পারেন। একাধিক ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে, তাদের আলাদা করার জন্য একটি কমা ব্যবহার করুন।
যেমন ধরুন, আপনার বুকমার্ক করা পেজটি হল http://www.amazon.com। আপনি এই বুকমার্কটিতে দিতে পারেন shopping, books, এবং gifts ট্যাগ।
ট্যাগ ফিল্ডের পার্শ্ববর্তী নিম্নমুখী তীর চিহ্ণটি ব্যবহার করে আপনার পূর্বে ব্যবহারকৃত ট্যাগও আপনি ব্যবহার করতে পারেন। যেসব বুকমার্কে ট্যাগ দিতে চান তাদের প্রত্যেকটির পাশে একটি চেকমার্ক দিয়ে রাখুন।
বুকমার্কের জন্য ট্যাগ এডিট করা
আপনি যদি আগে থেকে দিয়ে রাখা বুকমার্কে ট্যাগ দিতে চান, আপনি তা দু'ভাবে করতে পারেন।
বুকমার্ক স্টার ব্যবহার করে
বুকমার্ক স্টার ব্যবহার করে ট্যাগ পরিবর্তন করাঃ
- যে বুকমার্ক করা পেজটি আপনি এডিট করতে চান তা ওপেন করুন।
- লোকেশন বারের ফিল্ডের স্টারে ক্লিক করুন। Edit Bookmark বক্স দেখা যাবে।
- Tags ফিল্ড এডিট করার মাধ্যমে ট্যাগ দিন অথবা সরিয়ে ফেলুন অথবা আগে থেকে দিয়ে রাখা ট্যাগ সরিয়ে ফেলতে নিম্নমুখী তীরচিহ্ন ব্যবহার করে।
লাইব্রেরী উইন্ডো ব্যবহার করা
লাইব্রেরী উইন্ডো ব্যবহার করা ট্যাগ পরিবর্তন করাঃ
-
এখানে লাইব্রেরি বাটনে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন
এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরী উইন্ডোতে, যে ফোল্ডারে আপনি বুকমার্ক সেভ করে রেখেছেন সেটি ওপেন করুন (বিঃদ্রঃ বুকমার্ক মেনু অথবা যে সাব-ফোল্ডার আপনি তৈরি করেছেন)।
- যে বুকমার্কটি আপনি এডিট করতে চান সেটি সিলেক্ট করুন। লাইব্রেরী উইন্ডোর নিচের অংশটি বুকমার্ক সংক্রান্ত তথ্য দেখাবে।
- Tags ফিল্ড এডিটের মাধ্যমে ট্যাগ দিন অথবা সরিয়ে ফেলুন অথবা নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার ব্যবহার করুন আগে থেকে দিয়ে রাখা ট্যাগে চেক মার্ক দিতে অথবা সরিয়ে ফেলতে।
ট্যাগ ব্যবহার করা
Awesome বার
ট্যাগ ব্যবহার সর্বচ্চ ফলপ্রসূ হয়, যদি তা Awesome Bar ফিচারের সাথে ব্যবহার করা হয়। আপনি যখন লোকেশন বারে কোন কিছু টাইপ করেন, তখন তা যে ট্যাগের সাথে মিলে যায় তা অটোকমপ্লিট রেসাল্ট আওতাভুক্ত করে নেয়। যেমন, আপনি যদি shopping; books; এবং giftsদিয়ে http://www.amazon.com ট্যাগ দিয়ে থাকেন,আপনি ট্যাগ দেওয়া নাম সম্পূর্ণ অথবা এর কিছু অংশ টাইপ করতে পারেন। অটোকমপ্লিট রেসাল্টে ট্যাগ দেওয়া বুকমার্ক লোকেশন বারে দেখা যাবে।
আরো জানতে এই নিবন্ধটি দেখুন Awesome Bar - এড্রেস বারে কোন কিছু লেখার সময় বুকমার্ক, ইতিহাস এবং ট্যাব থেকে এড্রেস খুজে দিবে।
লাইব্রেরী
একটি ট্যাগকে আপনি একটি "virtual" বুকমার্ক ফোল্ডার হিসাবে বিবেচনা করতে পারেন। সচরাচর থেকে ভিন্নতর bookmark folders, একটি বুকমার্ক একাধিক ভার্চুয়াল ফোল্ডারে থাকতে পারে।লাইব্রেরীতে থাকা আপনার ট্যাগসমূহে প্রবেশ করতেঃ
-
এখানে লাইব্রেরি বাটনে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন
এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্ররী উইন্ডোর বাঁদিকে, + Tags আইটেমের পার্শ্ববর্তী তীর চিহ্নে ক্লিক করুন। ট্যাগের তালিকাটি expand করবে।
- কোন কোন বুকমার্ক associated করা আছে তা দেখানোর জন্য কোন একটি ট্যাগে ক্লিক করুন।
- ফায়ারফক্সে তালিকা থেকে কোন বুকমার্ক ওপেন করতে ডাবল ক্লিক করুন।
স্মার্ট ফোল্ডার
আপনি বুকমার্কে ট্যাগ যুক্ত করতে পারেন, যাতে করে সেগুলো সার্চ রেসাল্টে দেখা যায় যা আপনি স্মার্ট ফোল্ডার হিসাবে সেভ করে রাখেন। যেমন ধ্রুন, আপনি যদি বিভিন্ন "shopping" সাইটের জন্য স্মার্ট ফোল্ডার তৈরি করতে চান, আপনি shopping দিয়ে বুকমার্ক এবং ট্যাগ দিতে পারেনhttp://marketplace.mozilla.org/ যাতে এটি স্মার্ট ফোল্ডার সার্চ রেসাল্টে দেখা যায় যদিওবা Mozilla Marketplace এর ওয়েব অ্যাড্রেসে অথবা পেজ টাইটেলে "shopping" নেই। আরো জানতে এই নিবন্ধটি দেখুন Smart Bookmarks Folders।