বুকমার্ক যোগ, পরিবর্তন ও সংরক্ষণ করা যাচ্ছে না - কি করব?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 106406
  • নির্মিত:
  • রচয়িতা: Karimun Nahar Nourin
  • মন্তব্য: আপডেট করা হল।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নতুন বুকমার্ক যোগ করতে না পারলে কিংবা বুকমার্ক সম্পর্কিত অন্য যেকোন সমস্যায় পড়লে সমাধানের উপায় এই নিবন্ধটি দেখুন।

দ্রষ্টব্য: বুকমার্ক আগে ঠিকই সংরক্ষণ করেছেন কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না — এমন হলে হারিয়ে যাওয়া অথবা খুজে পাচ্ছেন না , এমন বুকমার্ক পুনরুদ্ধার করুন দেখুন।

বুকমার্ক যোগ কিংবা পরিবর্তন করা যাচ্ছে না

যদি এমন হয় যে নতুন কোন বুকমার্ক যোগ করা যাচ্ছে না কিংবা toolbar-এ করা কোন পরিবর্তন Firefox আবার চালু করার পড়ার পর আর থাকছে না তবে টুলবার ও উইন্ডোর মাপ পরিবর্তন সংরক্ষন করা হয়নি দেখুন।

বুকমার্ক নতুন করে যোগ করা যাচ্ছে না কিংবা বুকমার্ক-এ কোন পরিবর্তন করা যাচ্ছে না, আর Firefox এক্সটেনশন যা বুকমার্ক এর সাথে সম্পৃক্ত ইন্সটল করা আছে (যেমন, বুকমার্কের সিঙ্ক্রোনাইজেশনের কাজ করে এমন কোন এক্সটেনশন) এমন অবস্থায় এক্সটেনশনটি সমস্যার কারণ কি না তা জানতে এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান-এ উল্লেখিত নির্দেশ অনুসরণ করুন।

বুকমার্ক যোগ করা কিংবা পরিবর্তন করা যাচ্ছে কিন্তু Firefox আবার চালু করার পর সেগুলো থাকছে না

বুকমার্ক যোগ করা, মুছে ফেলা, পুনর্বিন্যাস করা আর অন্যান্য পরিবর্তন করা যাচ্ছে অথচ Firefox আবার চালু করার পর সেগুলো আর থাকছে না — এমন যদি হয় তবে নিচের উপায়গুলো দেখতে পারেন।

নোট: নিচের পদ্ধতিগুলোর যেকোনটি চেষ্টা করার আগে এখানকার নির্দেশনা অনুযায়ী বুকমার্ক সম্পর্কিত সব এক্সটেনশন অনুগ্রহ করে নিষ্ক্রিয় করে রাখুন।

বুকমার্ক ফাইল মেরামত

বুকমার্ক-এ করা পরিবর্তন যদি Firefox আবার চালু করার পর দেখা না যায় তবে আপনার বুকমার্কের ফাইলটি রাইট প্রটেক্টেড হবার সম্ভাবনা আছে। রাইট প্রটেক্টেড ফাইল কখনও পরিবর্তন করা যায় না, তাই আপনার করা পরিবর্তন সংরক্ষণ করাও Firefox এর পক্ষে সম্ভব হয় না।

Firefox-এ বুকমার্কের পরিবর্তন সংরক্ষণের ব্যবস্থা করতে:

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    "Fx57menu" ছবি বিদ্যমান নয়।মেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. places.sqlite-এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Properties নির্বাচন করে Properties windowটি খুলুন।
  4. এই উইন্ডোতে তে General ট্যাবটি নির্বাচন করুন। উইন্ডোটির নিচের দিকে দেখুন যেন Read-only নির্বাচন না করা থাকে।

    bookmarksnotsaved-readonly.png

বুকমার্কের ফাইল রাইট করার ব্যাবস্থা চালু করতে:

  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    "Fx57menu" ছবি বিদ্যমান নয়।মেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. places.sqlite ফাইলটি নির্বাচন করুন।
  4. মেনু বার থেকে File নির্বাচন করে আবার Get Info নির্বাচন করুন। places.sqlite-এর info উইন্ডোতে খুলবে।
  5. places.sqlite-এর info windowতে Locked-এর বাক্স থেকে চিহ্ন তুলে দিন।

নতুন বুকমার্ক ফাইল তৈরি

Firefox profile folder-এর places.sqlite ফাইলে বুকমার্ক আর ব্রাউজিংয়ের ইতিহাস জমা থাকে। এই ফাইলটিতে যদি সমস্যা থাকে তবে Firefox আবার চালু করার পর বুকমার্কের পরিবর্তন হারিয়ে যাবার সম্ভাবনা থাকে। বিদ্যমান places.sqlite ফাইলটি মুছে ফেলতে (বা পুনঃনামকরনের জন্য) আপনি নতুন করে আরেকটি ফাইল তৈরির ব্যবস্থা করতে পারেন।

এই নির্দেশনাগুলো প্রিন্ট করে নিলে বা কোথাও টুকে নিলে সুবিধা হবে, কারণ Firefox এরপর বন্ধ করে দেবার দরকার হবে।

সতর্কবাণী: places.sqlite ফাইলটি মুছে ফেললে কিন্তু ব্রাউজিংয়ের পুরো history আপনি হারাবেন। ফায়ারফক্স শুধুমাত্র ব্রাউজিং ইতিহাস জন্য এই ফাইলের একটি কপি রাখে।
  1. আপনার প্রোফাইল ফোল্ডার খুলুন:

    "Fx57menu" ছবি বিদ্যমান নয়।মেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

    • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
    দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

  2. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. profile ফোল্ডারের places.sqlite ফাইলটি খুজে পেতে; আর {places.sqlite-journal} (যদি উপস্থিত থাকে) এবং (একটি ব্যাকআপ হিসেবে পুরোনো ফাইল রাখা, বা places.sqliteOLD, উদাহরণস্বরূপ নামান্তর) তাদের মুছে দিন।
  1. (ঐচ্ছিক) সেইসাথে localstore.rdf ফাইলটিও মুছে দিন। এতে আপনার করা সব [Customize Firefox controls, buttons and toolbars|toolbar customizations]] ও মুছে যাবে।

toolbar customizations যা আপনি করেছেন।

  • (ঐচ্ছিক) এছাড়াও xulstore.json ফাইলটি মুছে ফেলতে পারে। আপনার তৈরি যেকোনো ফাইল toolbar customizations এটি রিসেট করবে।

Firefox নতুন করে একটি places.sqlite ফাইল তৈরি করবে, আর একদম সাম্প্রতিক সময়কার বুকমার্কের backup ফাইলটি import করে নেবে। আপনার বুকমার্ক ঠিকই সংরক্ষিত থাকবে, কিন্তু ব্রাউজিংয়ের ইতিহাস হারাবেন। উল্লেখ্য ব্রাউজিং ইতিহাস address bar autocomplete বৈশিষ্ট্যের জন্য ব্যবহৃত হয়।



Bookmarks not saved (mozillaZine KB)-এর তথ্যের ভিত্তিতে