প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত ওয়েবসাইট ব্লক এবং আনব্লক

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60661
  • নির্মিত:
  • রচয়িতা: Rabbi Hossain
  • মন্তব্য: Initial review process done.
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি শিশুদের জন্য আপত্তিকর বা অনুপযুক্ত হতে পারে এমন ওয়েব সাইট ব্লক বা ওয়েব সাইট কন্টেন্ট ফিল্টার কিভাবে করতে হয় সেটি ব্যাখ্যা করে।

এই নিবন্ধটি শিশুদের জন্য আপত্তিকর বা অনুপযুক্ত হতে পারে এমন ওয়েব সাইট ব্লক বা ওয়েব সাইট কন্টেন্ট ফিল্টার কিভাবে করতে হয় সেটি ব্যাখ্যা করে।

প্যারেন্টাল কন্ট্রোল এবং ওয়েব ফিল্টারিং সফটওয়্যার

বিল্ট-ইন প্যারেন্টাল কন্ট্রোল শিশুদের বিভিন্ন প্রোগ্রাম যেমন ব্রাউজার ব্যবহার থেকে প্রতিরোধ করে।

উইন্ডোজ এক্সপি তে বিল্ট-ইন প্যারেন্টাল কন্ট্রোল নেই। এ ধরনের ফিচারের জন্য, আপনি microsoft.com থেকে Windows XP এর জন্যে Windows Live Essentials ডাউনলোড করতে পারেন। এর মধ্যে উইন্ডোজ লাইভ ফ্যামিলি সেফটি নামক একটি ওয়েব ফিল্টারিং সফটওয়্যার থাকে।

বিল্ট-ইন প্যারেন্টাল কন্ট্রোল আপনাকে ফায়ারফক্স অথবা অন্য কোন ব্রাউজার এ ওয়েবসাইট ব্লক বা ওয়েবসাইট কন্টেন্ট ফিল্টার করতে সাহায্য করে।

ওয়েব ফিল্টারিং সফ্টওয়্যার এর একটি তালিকার জন্য, দেখুন List of content-control software wikipedia.org তে।

ফায়ারফক্সের জন্য ওয়েব ফিল্টারিং এক্সটেনশন

কন্টেন্ট ব্লক প্রদান করতে পারেন বেশ কিছু এক্সটেনশন এর তালিকা দেখতে, addons.mozilla.org search for parental control এ লিংকটি দেখুন।

দ্রষ্টব্যঃ এক্সটেনশনগুলো সহজেই একটি দক্ষ ব্যবহারকারী দ্বারা নিষ্ক্রিয় করা যাবে এবং অন্যান্য ব্রাউজারে এটি কাজ করবে না।




নিবন্ধটি Parental controls (mozillaZine KB) থেকে পাওয়া তথ্য উপর ভিত্তি করে লেখা হয়েছে।