ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59260
  • নির্মিত:
  • রচয়িতা: Raiyad Raad
  • মন্তব্য: অনুবাদ করা হয়েছে। রিভিউ প্রয়োজন।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

মজিলা ফায়ারফক্স আপনার সকল ব্যক্তিগত সেটিংস সংরক্ষন করে রাখে, যেমন বুকমার্ক, পাসওয়ার্ড এবং এক্সটেনশন, একটিprofile folderআপনার কম্পিউটারের একটি ফোল্ডারে, এমন একটি স্থানে অবস্থিত যা ফায়ারফক্স প্রোগ্রাম থেকে বিচ্ছিন্ন। এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে তথ্য ব্যাকআপ করতে হয়, পুনঃসংরক্ষন করতে হয়, অথবা আপনার প্রোফাইল কিভাবে কম্পিউটারের অন্য কোন স্থানে সংরক্ষন করতে হয়।

আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন

ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারটির ডিফল্ট স্থান হলো %APPDATA%\Mozilla\Firefox\Profiles\xxxxxxxx.default\.

  • %APPDATA% এটি এর জন্য ক্ষুদ্র রুপ C:\Users\<username>\AppData\Roaming\C:\Documents and Settings\<username>\Application Data\ ফোল্ডার, যা আপনার উইন্ডোজ একাউন্ট নামের উপর নির্ভর করে।

ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারটির ডিফল্ট স্থান হলো ~/Library/Application Support/Firefox/Profiles/xxxxxxxx.default/.

ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারটির ডিফল্ট স্থান হলো ~/.mozilla/firefox/xxxxxxxx.default/.

  • xxxxxxxx যা ৮ সদস্যের একটি বাক্য প্রদর্শন করে।

ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারটি আপনি নিচের তথ্য অনুযায়ী সনাক্ত করতে পারেন:

  1. Start উইন্ডোজ বাটোনে ক্লিক করুন, এবং সার্চ বক্সের একদম উপরে টাইপ করুন %APPDATA%\Mozilla\Firefox\Profiles\ এন্টার দেওয়া ছাড়াই।
  2. স্টার্ট মেনুর একদম উপরে কয়েকটি প্রোফাইলের লিস্ট দেখতে পাবেন। আপনি যেকোন প্রোফাইলে ক্লিক করতে পারেন (উদাঃ xxxxxxxx.default) তা উইন্ডোজ দিয়ে খোলার জন্য।


98ed7b83d09ef2c94285fcf99165ff31-1258904886-852-1.png

  1. উইন্ডোজ বাটোনেStart ক্লিক করুন, এবং বাছাই করুন Run….

    win-run.png
  2. টাইপ করুন %APPDATA%\Mozilla\Firefox\Profiles\ এবং ক্লিক করুন OK.

    win-rundialog.png

উইন্ডোজ এক্সপ্লোরার এখন Profiles ফোল্ডারটি খুলবে, যা প্রতিটি প্রোফাইলের জন্য একটি করে ফোল্ডার সংরক্ষন করে।

  1. চার্ম খুলুন এবং বাছাই করুন Search.
  2. Run সার্চ করুন Apps এর মাঝে।
  3. অনুসন্ধান ফলাফলে রান বাছাই করুন এবং আপনাকে ডেস্কটপে থাকা একটি এপে নিয়ে যাওয়া হবে।
  4. রান এপে, টাইপ করুন %APPDATA%\Mozilla\Firefox\Profiles\ এবং Enter চাপুন। উইন্ডজ এক্সপ্লোরার এখন Profiles ফোল্ডারটি খুলবে, যা প্রতিটি প্রোফাইলের জন্য একটি করে ফোল্ডার সংরক্ষন করে।
  1. ডকের উপর থাকা Finder আইকনে ক্লিক করুন।
  2. মেনু বার থেকে, Go তে ক্লিক করুন এবং বাছাই করুন Go to Folder….
  3. Go to Folder উইন্ডতে, এই বাক্যগুলো লিখুন ~/Library/Application Support/Firefox/Profiles এবং Goক্লিক করুন।
  4. প্রোফাইল ফোল্ডার সম্বলিত একটি উইন্ডো খুলবে।
  5. “default” যুক্ত ফোল্ডারটির নামে দু’বার ক্লিক করুন খোলার জন্য।
  1. (Ubuntu) Places মেনুতে ক্লিক করুন পর্দার একদম উপরে ডান পাশে Home Folder বাছাই করুন। একটি ফাইল ব্রাউজার আসবে।
  2. View তে ক্লিক করুন এবং বাছাই করুন Show Hidden Files যদি না এটা এখন পর্যন্ত যাচাই করা না হয়ে থাকে।
  3. দু’বার ক্লিক করুন .mozilla ফোল্ডারে।
  4. দু’বার ক্লিক করুন firefox ফোল্ডারে। আপনার প্রোফাইল ফোল্ডারটি এই ফোল্ডারের সাথেই আছে।

আপনার প্রোফাইল ব্যাকআপ করা

আপনার প্রোফাইল ব্যাকআপ করতে, প্রথমে ফায়ারফক্স বন্ধ করুন যদি এটা খোলা থাকে এবং প্রোফাইল ফোল্ডারটি অন্য কোন স্থানে কপি করে রাখুন।

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. উপরে বর্নিত উপায় অনুসরণ করে আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন।
  3. আপনার প্রোফাইল ফোল্ডারের এক লেভেল উপরে যান, উদাঃ to %APPDATA%\Mozilla\Firefox\Profiles\~/Library/Application Support/Firefox/Profiles/~/.mozilla/firefox/
  4. Right-click Ctrl চেপে রাখুন যতক্ষন না পর্যন্ত আপনার প্রোফাইলে ক্লিক করেন (e.g. xxxxxxxx.default), এবং বাছাই করুন Copy
  5. Right-clickHold down the Ctrl key while you click the backup location (e.g. a USB-stick or a blank CD-RW disc), and select Paste item.

একটি প্রোফাইল ব্যাকআপ পুনঃসংরক্ষন করুন

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. যদি আপনার বর্তমান প্রোফাইন ফোল্ডার এবং ব্যাকআপ ফোল্ডারের নাম একই হয়ে থাকে, তাহলে শুধুমাত্র প্রোফাইল ফোল্ডারটি আপনার প্রোফাইল ব্যাকআপ দিয়ে স্থানান্তর করুন, এরপর ফায়ারফক্স চালু করুন।
    জরুরী: প্রোফাইল ফোল্ডারের নাম পুংখানুপুংখুভাবে মিলে যেতে হবে এই কাজের জন্য, এমনকি ৮ অক্ষরের ব্বাক্যটি সহ। যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের নির্দেশনাগুলো লক্ষ্য করুন।

ভিন্ন কোন স্থানে পুনঃসংরক্ষন করতে চাইলে

যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের কাজগুলো করুন:

  1. আগের নির্দেশনা অনুযায়ী ফায়ারফক্স সম্পুর্নরুপে বন্ধ করুন।
  2. Use the Firefox Profile Manager to create a new profile আপনার পছন্দের স্থানে, এরপর প্রোফাইল ম্যানেজার বন্ধ করুন।
    Note: আপনি যদি নতুন কম্পিউটারে ফায়ারফক্স ইন্সটল করে থাকেন, তাহলে আপনি ডিফল্ট প্রোফাইলটি ব্যবহার করতে পারেন যা স্বয়ংক্রীয়ভাবে প্রস্তুত হয়ে থাকে, নতুন প্রোফাইল খোলার পরিবর্তে।
  3. আপনার হার্ড ড্রাইভে বা পেনড্রাইভে থাকা ব্যাকআপ করা প্রোফাইলট সনাক্ত করুন। (e.g., your USB-stick).
  4. প্রোফাইল ফোল্ডার ব্যাকআপটি খুলুন (e.g., the xxxxxxxx.default backup)।
  5. সব কপি করুন contents প্রোফাইল ফোল্ডার ব্যাকআপের, যেমন mimeTypes.rdf ফাইল, prefs.js ফাইল, bookmarkbackups ফোল্ডার, ইত্যাদী।
  6. উপরে বর্নিত নিয়ম অনুযায়ো নতুন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স বন্ধ করুন (যদি খোলা থাকে)।
  7. প্রোফাইল ফোল্ডারের ব্যাকএন্ডের সকল তথ্য কপি করুন নতুন ফোল্ডারে,একই নামের দুটি ফাইলের উপর স্থান করুন।
  8. ফায়ারফক্স চালু করুন।