ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 177031
  • নির্মিত:
  • রচয়িতা: Mahmudul Hasan
  • মন্তব্য: update done
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox আপনার সকল ব্যক্তিগত তথ্য, যেমন বুকমার্ক, পাসওয়ার্ড এবং এক্সটেনশন, একটি প্রোফাইল ফোল্ডার-এ জমা রাখে। যা আপনার কম্পিউটারে অবস্থিত ফায়ারফক্স প্রোগ্রাম ফোল্ডার থেকে আলাদা। এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে তথ্য ব্যাকআপ করতে হয়, পুনঃসংরক্ষন করতে হয়, অথবা আপনার প্রোফাইল কিভাবে কম্পিউটারের অন্য কোন স্থানে সংরক্ষণ করতে হয়।

Note: The Refresh Firefox feature আপনার ডেস্কটপে একটি Old Firefox Data ফোল্ডার তৈরি করে, যা আপনার পুরানো প্রোফাইল ফোল্ডার এবং এর সামগ্রীগুলির ব্যাকআপ ধারণ করে। যদি আপনি সম্প্রতি ফায়ারফক্স রিফ্রেশ এবং এখনও এই ফোল্ডার এ থাকেন,তাহলে আপনার ইতিমধ্যে একটি সম্পূর্ণ প্রোফাইল ব্যাকআপ আছে।

আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন

Fx57menuমেনু বাটনে ক্লিক করে Help হেল্প-এ ক্লিক করুন এবং Troubleshooting Information নির্বাচন করুন। মেনু Help হতে, Troubleshooting Information নির্বাচন করুন। ট্রাবলশুটিং ইনফরমেশন ট্যাব খুলবে।

  • Application Basics এর নিচে Open FolderShow in FinderOpen Directory এ ক্লিক করুন। আপনার প্রোফাইলসহ একটি উইন্ডো খুলবে।আপনার প্রোফাইল ফোল্ডারটি খুলবে।
দ্রষ্টব্যঃ আপনি যদি Firefox চালু বা ব্যবহার করতে না পারেন তবে Finding your profile without opening Firefox দেখুন।

আপনার প্রোফাইল ব্যাকআপ করা

আপনার প্রোফাইল ব্যাকআপ করতে, প্রথমে ফায়ারফক্স খোলা থাকলে বন্ধ করুন এবং প্রোফাইল ফোল্ডারটি অন্য কোন স্থানে কপি করে রাখুন।

  1. উপরে বর্ণিত উপায় অনুসরণ করে আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন।
  2. Firefox বন্ধ করুন (যদি খোলা থাকে):

    মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  3. আপনার প্রোফাইল ফোল্ডারের এক লেভেল উপরে যান, উদাঃ %APPDATA%\Mozilla\Firefox\Profiles\~/Library/Application Support/Firefox/Profiles/~/.mozilla/firefox/ এ যান।
  4. আপনার প্রোফাইল ফোল্ডারে ডান ক্লিক করুন (e.g. xxxxxxxx.default), এবং Copy বাছাই করুন । Ctrl চেপে রাখুন যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোফাইলে ক্লিক করেন (e.g. xxxxxxxx.default), এবং Copy বাছাই করুন ।
  5. ব্যাকআপ এর অবস্থান (যেমন- USB-stick বা খালি CD-RW ডিস্ক) বাছাই করে তাতে ডান ক্লিক করুন , এবং এরপর Paste বাছাই করুন Ctrl চেপে রাখুন যখন আপনি ব্যাকআপ এর অবস্থান (যেমন USB-stick বা খালি CD-RW ডিস্ক) বাছাই করছেন, এবং এরপর Paste item বাছাই করুন

একটি প্রোফাইল ব্যাকআপ পুনঃস্থাপন করুন

  1. মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. যদি আপনার বর্তমান প্রোফাইল ফোল্ডার এবং ব্যাকআপ ফোল্ডারের নাম একই হয়ে থাকে, তাহলে শুধুমাত্র প্রোফাইল ফোল্ডারটি আপনার প্রোফাইল ব্যাকআপ দিয়ে স্থানান্তর করুন, এরপর ফায়ারফক্স চালু করুন।
    জরুরী: প্রোফাইল ফোল্ডারের নাম হুবহু মিলে যেতে হবে এই কাজের জন্য, এমনকি ৮ অক্ষরের স্ট্রিং বা শব্দটি সহ। যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের নির্দেশনাগুলো লক্ষ্য করুন।

ভিন্ন কোন স্থানে পুনঃস্থাপন করতে চাইলে

যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের কাজগুলো করুন:

  1. ফায়ারফক্স সম্পুর্নরুপে বন্ধ করুন:

    মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. আপনার পছন্দের স্থানে নতুন প্রোফাইল তৈরি করতে প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন, এরপর প্রোফাইল ম্যানেজার বন্ধ করুন।
    দ্রষ্টব্যঃ আপনি যদি নতুন কম্পিউটারে ফায়ারফক্স ইনস্টল করে থাকেন, তাহলে আপনি নতুন প্রোফাইল খোলার পরিবর্তে, ডিফল্ট প্রোফাইলটি ব্যবহার করতে পারেন যা স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে থাকে।
  3. আপনার হার্ড ড্রাইভে বা পেনড্রাইভে থাকা ব্যাকআপ করা প্রোফাইলটি সনাক্ত করুন। (যেমন-, আপনার USB-stick) ।
  4. প্রোফাইল ফোল্ডার ব্যাকআপটি খুলুন (e.g., the xxxxxxxx.default backup)।
  5. প্রোফাইল ফোল্ডার ব্যাকআপের সব ফাইল কপি করুন, যেমন mimeTypes.rdf ফাইল, prefs.jshandlers.json ফাইল, bookmarkbackups ফোল্ডার, ইত্যাদী।
  6. উপরে বর্নিত নিয়ম অনুযায়ী নতুন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স বন্ধ করুন (যদি খোলা থাকে)।
  7. একই নামের নামের ফাইলগুলোকে ওভাররাইট করেই, প্রোফাইল ফোল্ডারের ব্যাকএন্ডের সকল তথ্য নতুন ফোল্ডারে কপি করুন।
  8. ফায়ারফক্স চালু করুন।