Awesome Bar - এড্রেস বারে কোন কিছু লেখার সময় বুকমার্ক, ইতিহাস এবং ট্যাব থেকে এড্রেস খুজে দিবে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 106403
  • নির্মিত:
  • রচয়িতা: Karimun Nahar Nourin
  • মন্তব্য: আপডেট করা হল।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox লোকেশন বার, একে URL বার অথবা এড্রেস বার নামেও ডাকা হয়, যা সাইটের ওয়েব এড্রেস (URL) দেখায়। আমরা একে চমৎকার বার বলি কারন আপনি যেসকল সাইট একবার ব্রাউজ করেছেন তা এটি মনে রাখে, ধারনা করে নেয় আপনি কোথায় যেতে চাচ্ছেন এবং কিছু সাইটের পরামর্শ দেয় যেখান থেকে আপনি নির্বাচন করতে পারেন। এটি যত ব্যবহার করবেন এটি তত উন্নত হবে। এই নিবন্ধে বর্ণনা করা হবে কিভাবে লোকেশন বারের স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবার সুবিধা কাজ করে এবং কিছু সময়ের মধ্যেই আপনি একজন অভিজ্ঞ ব্যবহারকারী হয়ে উঠবেন।

লোকেশন বার অন্য রকম অনুসন্ধানের জন্যও ব্যবহার হতে পারে। আরও তথ্যের জন্য, আপনি দেখতে পারেন:

স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হওয়া তালিকা কিভাবে ব্যবহার করব

লোকেশন বারে লেখা শুরু করেন এবং আপনার ব্রাউজিং ইতিহাস, বুকমার্ক এবং ট্যাগ করা সাইটের একটি ড্রাপ-ডাউন তালিকা দেখাবে। সহজে খুজে পাওয়ার জন্য, যে অংশটি মিলবে তা নির্দিষ্ট হয়ে থাকবে। আপনি যে সাইটটি চাচ্ছেন তা দেখতে পেলে, ক্লিক করুন অথবা কী-বোর্ডের উপর এবং নিচ কী ব্যবহার করে আপনার পছন্দের সাইট নির্বাচন করুন এবং EnterReturn চাপুন।

Awesome 29 - WinAwesome 29 - MacAwesome 29 - Lin

আপন যা লিখেছেন তা মিল থাকলে গাঢ় করে দেখাবে। লোকেশন বার ফলাফল দেখাবে:

  • আপনি যা লিখেছেন তা যদি কোন আপনার ব্রাউজকৃত ইতিহাসের কোন পেজের ওয়েব এড্রেসের সাথে মিলে যায়
  • আপনি যা লিখেছেন তা যদি কোন আপনার ব্রাউজকৃত পেজের শিরোনামের সাথে মিলে যায়
  • আপনি যা লিখেছেন তা যদি কোন আপনার বুকমার্কের সাথে মিলে যায়
  • আপনি যা লিখেছেন তা যদি কোন ট্যাগ নামের সাথে মিলে যায়

লোকেশন বার আপনার ব্রাউজিং এর ধরন অনুযায়ি আপনাকে এড্রেস পরামর্শ দিতে পারে। আপনি একটি সাইট যতবার ব্রাউজ করেছেন, সম্প্রতি কখন তা ব্রাউজ করেছেন এবং এই জাতীয় কিছু লিখে আপনি কোন এড্রেসে ব্রাউজ করেছেন অথবা ক্লিক করেছেন, তার উপর ভিত্তি করে এটি ফলাফল প্রদর্শন করে‌। এইভাবে, আপনি যেসকল সাইট সব সময় ব্রাউজ করেন তা তালিকার প্রথমে থাকবে, যদিও আপনি শুধুই একটি বর্ণই টাইপ করেন।

URL স্বয়ংক্রিয়ভাবে পূরণ

সাইটের জন্য স্বয়ংসম্পূর্ণ ড্রপ-ডাউন তালিকা যা আপনি আগে করেছিলেন সেটা ছাড়াও,ফায়ারফক্স লোকেশান বারের URL সম্পন্ন করে। উদাহরণস্বরূপ, যদি আপনি "aw" টাইপ করেন ফায়ারফক্স পূরণ হতে পারে "esomefoundation.org/" দ্বারা, অ্যাড্রেসটি সম্পন্ন করতে "awesomefoundation.org" যদি আপনি সাইটি আগে ভিসিট করে থাকেন। EnterReturn প্রেস করলে আপনাকে উক্ত ঠিকানায় সরাসরি গ্রহন করা হবে।

Autocomplete 29 - WinAutocomplete 29 - MacAutocomplete 29 - Lin

URL স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা বন্ধ করা

যদি আপনি আপনার লোকেশান বারের স্বয়ংক্রিয়ভাবে পূরণকৃত URL গুলির সুবিধাসমূহ বন্ধ করতে চান, তখন আপনি প্রিফেরেন্স সেটিং পরিবর্তন করতে পারেন Firefox Configuration Editor (about:config পেজে)। এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. about:config পেজের শীর্ষেে, টাইপ করুনঅটোফিল অনুসন্ধান ক্ষেত্রে (অথবা প্রিফারেন্স খুজে পেতে লিস্টের উপর স্ক্রোল করুন browser.urlbar.autoFill উপর স্ক্রোল করুন)।
  3. ডাবল ক্লিক করুন browser.urlbar.autoFill পছন্দমত তার মূল্য নির্ধারণ করতে false। (তারপর আপনি about:config পেজটি বন্ধ করে দিতে পারেন।)
নোট: এই সেটিং শুধুমাত্র URLs দ্বারা পূরণকৃত লোকেশান বারের মধ্যে স্বয়ংসম্পূর্ণ বৈশিষ্ট্য প্রভাবিত করে। এছাড়াও লোকেশান বারের নিচে ড্রপ-ডাউন তালিকায় প্রদর্শিত স্বয়ংসম্পূর্ণ ফলাফলগুলি বন্ধ অথবা সীমাবদ্ধ করতে, দেখুন How can I control what results the location bar shows me? (নিচে)।

ট্যাব এ যাওয়া

লোকেশন বার আপনার খোলা ট্যাবেও অনুসন্ধান করে, ফলাফলে একটি ট্যাব আইকন এবং "Switch to tab" লেখা দেখানো হবে। এই ফলাফল নির্বাচন করলে নতুন কোন ট্যাব খোলার বদলে বর্তমান ট্যাবেই খুলবে।

Switch tab 29 - WinSwitch tab 29 - MacSwitch tab 29 - Lin
"Switch to tab" সাময়িক ভাবে বন্ধ করার জন্য, আপনার এড্রেস বারের নীচে যে স্বয়ংসম্পূর্ণ সাইটের তালিকা প্রদর্শিত হবে তাতে ক্লিক করার সময় ALT চাবিটি চাপুন। এটি বর্তমান ট্যাব ছাড়াও আপনার পেজকে নতুন একটি ট্যাবে খুলবে।

ওয়েবে অনুসন্ধান করুন

আপনি যে ফলাফলটি চাচ্ছেন (বা যেকোনো ফলাফল) তার সাথে যদি লোকেশান বার না আসে,তাহলে,এর মানে হল এটা আপনার ইতিহাস, বুকমার্ক বা ট্যাগ নেই। ভাল খবর হল যে আপনি ভাগ্যের বাইরে নন কারন আপনি সঠিক লোকেশান বার থেকে ওয়েব অনুসন্ধান করতে পারেন। শুধুমাত্র প্রেস করুন EnterReturnএবং যে শব্দটি আপনি লোকেশান বারের মধ্যে প্রবেশ করিয়েছেন আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিন উপর ভিত্তি করে একটি সার্চ হয়ে যাবে। বিস্তারিত জানতে, দেখুন Search the web from the Address Bar

আমি কিভাবে ভালো ফলাফল পাবো?

  • আপনি যখন আপনার পূর্বের ব্রাউজকৃত কোন ওয়েব সাইটে যেতে চাইবেন, এটির ওয়েব এড্রেস অথবা শিরোনামের কয়েকটি অক্ষর লিখেন। তালিকার স্ক্রল করে দেখেন এবং তালিকা থেকে আপনার পেজ অনুসন্ধান করে নিন (তালিকার না পেলে অন্য কোন কিছু লিখুন)। নির্বাচিত ওয়েব সাইটে যেতে EnterReturn চাপুন। Firefox ভবিষ্যতে এই ফলাফল কে প্রথম দিকে রাখবে।
  • ব্রাউজিং ইতিহাস খালি করবেন না - সাধারণত স্বয়ংক্রিয় তালিকা তৈরীর সবচেয়ে ভালো উপায় হল ওয়েব পেজের নাম অথবা তার এড্রেস। ব্রাউজিং ইতিহাস মুছে ফেললে ফলাফলের তালিকা থেকে তা মুছে যাবে।
  • ঘনঘন-ব্যবহৃত বুকমার্ক এবং ট্যাগ করা পেজ। লোকেশন বার বুকমার্ক এবং বুকমার্কের সাথে সম্পৃক্ত ট্যাগের সাথেও নাম মিলিয়ে দেখবে। ফায়ারফক্সের কিভাবে বুকমার্ক ব্যবহার করতে হয় তা জানার জন্য Create bookmarks to save your favorite webpages দেখুন। আপনি সহজ ট্যাগ ব্যবহার করে আপনার স্বয়ংক্রিয় ফলাফল উন্নত করতে পারেন।

লোকেশন বারে আমাকে কী ফলাফল দেখাবে তা আমি কিভাবে নিয়ন্ত্রণ করব?

লোকেশন বারের সেটিং পরিবর্তন করে

আপনি লোকেশন বারের স্বয়ংক্রিয় সম্পূর্ণ সুবিধা বন্ধ করে দিতে পারেন অথবা শুধুমাত্র খোলা ট্যাব, বুকমার্ক অথবা ইতিহাস দেখানো বন্ধ করে দিতে পারেন।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy প্যানেল নির্বাচন করুন।
    Awesome Privacy WinAwesome Privacy Mac
  3. When using the location bar, suggest: এর পাশে যে কোন একটি নির্বাচন করুন।
    • History and Bookmarks: তালিকায় ইতিহাস এবং বুকমার্ক উভয়ই দেখাবে।
    • History: তালিকায় ব্রাউজিং ইতিহাস দেখাবে কিন্তু বুকমার্ক দেখাবে না।
    • Bookmarks: তালিকায় বুকমার্ক দেখাবে কিন্তু ব্রাউজিং ইতিহাস দেখাবে না।
    • Nothing: কোন কিছুই দেখাবে না।
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।

  1. Privacy প্যানেল নির্বাচন করুন।
  2. "Location Bar" এর নিচে যেকোনো একটি নির্বাচন করুন।
    • History: পূর্বে প্রদর্শিত সাইট উত্থাপন করবে।
    • Bookmarks: বুকমার্ক করা সাইট উত্থাপন করবে।
    • Open Tabs:অন্য ট্যাব এ খোলা সাইট উত্থাপন করে।
      location bar
  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

স্বয়ংক্রিয় ফলাফল মুছে ফেলা

আপনি যদি স্বয়ংক্রিয় তালিকা থেকে কোন কিছু মুছতে চান:

  1. লোকেশন বারে, সেটি নির্বাচন করুন।
  2. তালিকা থেকে মুছে ফেলতে DeleteShift+Delete চাপুন।

আপনি যদি তালিকা থেকে সকল ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে চান, তাহলে ফায়ারফক্স ব্রাউজিং ইতিহাস মুছে ফেলুন। বিস্তারিত তথ্যের জন্য সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোডের ইতিহাস মুছে ফেলুন নিবন্ধ দেখুন।

দ্রষ্টব্য: স্বয়ংক্রিয় তালিকা থেকে মুছে ফেললে অথবা ব্রাউজিং ইতিহাস মুছে ফেললেও বুকমার্ক থেকে কোন কিছু মুছে যাবে না। এগুলো মুছে ফেলতে, বুকমার্ক মুছে ফেলুন, অথবা লোকেশন বারে বুকমার্ক প্রদর্শন বন্ধ করুন দেখুন।

লেখার সময় ফলাফল পরিবর্তন করা

আপনি যদি একটি নির্দিষ্ট ফলাফল চান, যেমন বুকমার্ক অথবা ট্যাগ, লোকেশন বারের যে কোন জায়গায় স্পেস এর মাধ্যমে আলাদা করে বিশেষ কিছু বর্ণ লিখে আপনি আপনার ফলাফল অনুসন্ধান দ্রুত করতে পারেন:

  • ব্রাউজিং ইতিহাস থেকে কিছু অনুসন্ধানের জন্য ^ যুক্ত করুন।
  • বুকমার্ক থেকে কিছু অনুসন্ধানের জন্য * যুক্ত করুন।
  • ট্যাগ করা পেজ থেকে কিছু অনুসন্ধানের জন্য + যুক্ত করুন।
  • বর্তমানে খোলা আছে এমন ট্যাব থেকে কিছু অনুসন্ধানের জন্য % যুক্ত করুন।
  • পেজ থেকে কিছু অনুসন্ধানের জন্য ~ যুক্ত করুন।
  • পেজের নাম দিয়ে কিছু অনুসন্ধানের জন্য # যুক্ত করুন।
  • ওয়েব এড্রেস থেকে থেকে কিছু অনুসন্ধানের জন্য @ অনুসন্ধান করুন।

যেমন, আপনি Mozilla Firefox Support নাম দিয়ে বুকমার্ক করা কোন পেজ অনুসন্ধান করেন, আপনি mozilla লিখতে পারেন। স্বয়ংক্রিয় অনুসন্ধান দেখাবে, কিন্তু আপনি যে পেজ চাচ্ছেন তা নাও দেখাতে পারে।

আপনি mozilla * লিখে অনুসন্ধান ফলাফল ছোট করতে পারেন।

এখনও যদি আপনাকে অনেক ফলাফল দেখায়, আপনি mozilla * support # লিখে ফলাফল আরও ছোট করতে পারেন। এখন অনুসন্ধান ফলাফল শুধু মাত্রে যে পেজের নাম mozilla and support আছে তা দেখাবে।