Android এর জন্য Firefox থেকে ভিডিও পাঠান Chromecast

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81357
  • নির্মিত:
  • রচয়িতা: Forhad Hossain
  • মন্তব্য: I have complet some major edit on this article.
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
সকল Android এর জন্য Firefox ব্যবহারকারীদের এই সুবিধাটি অতি শীঘ্রই উপলভ্য হবে। তত দিন Firefox Beta ব্যবহার করে দেখতে পারেন।

Android এর Firefox থেকে এখন ইন্টারনেটের ভিডিও দেখুন অাপনার টিভিতে। এ সব করার জন্য অাপনার প্রয়োজন হবে অাপনার Android ফোনে Firefox এবং একটি Chromecast ডিভাইস যেটি অাপনার টিভির সংঙ্গে যুক্ত থাকবে - অতিরিক্ত অ্যাপের প্রয়োজন নেই।

যেভাবে এটি করবেন:

  1. নিশ্চিত করুন যে Chromecast টি একই ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে যুক্ত আছে যে নেটওয়ার্কে অাপনার Android ডিভাইসটি যুক্ত অাছে।
  2. Firefox বেটা চালু করুন , তারপর একটি ওয়েব সাইটে যান video format supported by Chromecast এর সাথে। যদি অাপনার ডিভাইসে Adobe Flash Player সক্রিয় করা থাকে, তাহলে এটি নিষ্কিয় বা আন-ইন্সটল করুন Android সেটিংস মেন্যুর মাধ্যমে যাতে এটি এর সমর্থিত ফরমেটগুলো অগ্রাহ্য করে।
  3. কোন ভিডিও চালু করতে ভিডিওটিতে ট্যাপ করুন ।
  4. Send to আইকনে ট্যাগ করুন send to icon video যেটি এড্রেস বার অথবা ভিডিও প্লেয়ারে দৃশ্যমান থাকবে (after any ads have stopped playing):
    send to icon address
    send to icon player
  5. Chromecast নির্ধারণ করুন Cast to Device মেনু থেকে।Send to Device মেনু.
    cast to devicesend to chromecast
    • ভিডিওটি সংক্ষিপ্ত লোড টাইম এর পরে অাপনার টিভিতে চালু হবে।
  6. ভিডিও টি বন্ধ বা মধ্যবর্তী বিরতি দিতে পারেন সরাসরি Android ডিভাইস এর ডিসপ্লের নিচে থেকে।
    chromecast controls
    • যখন ভিডিওটি চালু করা থাকবে তখন ভিডিওটির কন্ট্রল পর্দার নিচে থাকবে , এমনকি এই সময় যদি আপনি অন্য সাইট ব্রাউজ করতে চান তারপরেও।
Video controls: অাপনার Android ডিভাইসটিই অাপনার রিমোট কন্ট্রোল এবং এর সাহায্যে চাইলে ভিডিওটিতে বিরতী দিতে অথবা বন্ধ করতে পারবেন। ভিডিওটি অাপনার টিভিতে চালু থাকা অবস্থায় যদি অাপনি অাপনার Android বন্ধ করেন, তবে অার অাপনি এটিতে বিরতী দিতে বা বন্ধ করতে পারবেন না।

এছাড়াও আপনি আপনার টিভিতে ওয়েব পেজ দেখতে পারেন ফায়ারফক্স এবং Chromecast এর সাহায্যে। অারো বিস্তারিত তথ্যর জন্য দেখুন Chromecast এর সাহায্যে অাপনার Android এর Firefox থেকে যেকোন ওয়েবপেজকে সরাসরি টিভিতে অাউটপুট হিসেবে দিন