প্রবেশযোগ্যতা, ব্রাউজিং, সিস্টেম ডিফল্টসমূহ, নেটওয়ার্ক, হালনাগাদসমূহ এবং এনক্রিপশন এর জন্য এডভান্স সেটিং
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 60630
- নির্মিত:
- রচয়িতা: Rabbi Hossain
- মন্তব্য: Completed the l10n
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
এই আর্টিকেলটি ফায়ারফক্সের উচ্চপর্যায় প্যানেলের অপশনপছন্দসমূহ উইন্ডোতে প্রাপ্ত সেটিংসমূহ ব্যাখ্যা করে। এসকল সেটিংসমূহ এমনই যা সাধারণত তেমন ব্যবহার করা হয় না, যেমন ফায়ারফক্স কি ডিফল্ট ব্রাউজার কিনা তা চেক করা অথবা বিভিন্ন উচ্চপর্যায়ের সেটিংসমূহ যা খুবই সামান্য লোকের প্রয়োজন হয়।
সূচীপত্র
সাধারণ ট্যাব
প্রবেশযোগ্যতা
- Always use the cursor keys to navigate within pages: যখন এই অপশনপছন্দ টি সক্রিয়, ফায়ারফক্স তখন আপনাকে একটি নড়ানো যায় এমন একটি কার্সর ওয়েব পেইজে দেখাবে, যা আপনাকে কিবোর্ড এর সাহায্যে লেখা নির্বাচন করতে সাহায্য করবে। আপনি উক্ত মোডে টুগল করতে পারেন F7 চেপে।
- Search for text when I start typing: যখন এই অপশনপছন্দ টি সক্রিয়, ফায়ারফক্স তখন আপনি যা টাইপ করছেন তা বর্তমান পেইজে অনুসন্ধান করা শুরু করে দিবে। যখন আপনি টাইপকৃত টেক্সট অনুসন্ধান করবেন পেইজে, তখন অনুসন্ধান টুলবার স্বয়ংক্রিয়ভাবে তা উইন্ডোর নিচের দিকে আপনি কি পেয়েছেন তার তথ্য দেখাবে।
- Warn me when websites try to redirect or reload the page: যখন এই অপশনপছন্দ টি সক্রিয়, ফায়ারফক্স আপনাকে অন্য পেইজে চলে যাওয়া থেকে প্রতিরোধ করবে, অথবা স্বয়ংক্রিয়ভাবে পুণরায় লোড করবে।
ব্রাউজিং
- Use autoscrolling: স্বয়ংক্রিয়স্ক্রলিং একটি দরকারী ফিচার যা আপনাকে মাউসের মধ্য বাটন (যাকে সাধারণত স্ক্রল চাকা বলা হয়) ক্লিকের মাধ্যমে একটি পেইজের মধ্যে উপরে অথবা নিচে চলাচলে সাহায্য করে। কিছু লোক এতে বিরক্তবোধ করেন, তাই স্বয়ংক্রিয়স্ক্রোলিং নিস্ক্রিয় করা যায় এভাবে অপশনপছন্দ।
- Use smooth scrolling: স্মুথস্ক্রলিং আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে যদি আপনি অনেক দীর্ঘ পেইজ পড়ে থাকেন। সাধারণত, যখন আপনি প্রেস Page Down করেন, ভিউটি সরাসরি এক পেইজ নিচে লাফ দেয়। স্মুথস্ক্রলিং এ এটি নিচের দিকে স্মুথভাবে নামে, এর সাহায্যে আপনি দেখতে পারেন কতটুকু এটি স্ক্রল করেছে। এটি আপনার পূর্বে কোথায় পড়া শেষ হয়েছিল তা বের করাটা অনেক সহজ করে দেয়।
- Use hardware acceleration when available: ফায়ারফক্স কিছু পেইজের ভিডিও ও এনিমেশন দেখানোর জন্য আপনার কম্পিউটারের গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করতে পারে। এটি ফায়ারফক্সকে দ্রুততর করে কারণ এধরনের জিনিস দেখানোর জন্য আপনার কম্পিউটারের গ্রাফিক্স প্রসেসর অনেক ভাল আপনার কম্পিউটারের প্রধান প্রসেসরের তুলনায়। এই বক্সটি প্রথম থেকেই টিক দেয়া থাকে কিন্তু এটি সব গ্রাফিক্স প্রসেসরের জন্য প্রাপ্য নয়। ফায়ারফক্স এটিকে সক্রিয় করে যখন তা সম্ভব হয়। বিস্তারিত পড়ুন হার্ডওয়ার এক্সিলারেশন সম্পর্কেযদি আপনি এই সেটিং পরিবর্তন করে থাকেন তবে আপনাকে ফায়ারফক্স পুণরায় চালু করতে হবে।ফায়ারফক্স পুণরায় চালু করতে:
মেনু
বাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuit
এ ক্লিক করুন।
Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Firefox মেনুতে
ক্লিক করুন, তারপর ক্লিক করুন। এ ক্লিক করুন।
- সাধারণত আপনি যেভাবে ফায়ারফক্স চালু করে থাকেন সেভাবেই চালু করুন।
- Check my spelling as I type: যখন এই অপশনটি সক্রিয় থাকবে, তখন ওয়েব ফর্মসমূহে আপনি যা টাইপ করবেন ফায়ারফক্স আপনার বানান পরীক্ষণ করবে এবং আপনাকে সম্ভাব্য সংশোধন অফার করে। নোট করে রাখুন আপনার একাজের জন্য ডিকশনারী ডাউনলোড করা প্রয়োজন হবে; তা করতে হলে, রাইট-ক্লিকপ্রেস Ctrl এবং ক্লিক করুন যে কোনও টেক্সটফিল্ডে, সক্রিয় করুন বানান পরীক্ষণ যদি প্রয়োজন হয়, এবং তখন ডিকশোনারী ডাউনলোড করতে সরবোরাহকৃত মেনু ব্যবহার করুন।
সিস্টেম ডিফল্টসমূহ
- Always check to see if Firefox is the default browser on startup: এই সেটিংটি নির্বাচন করুন যদি আরম্ভে আপনার ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স কিনা তা আপনি পরীক্ষা করা তে চান ফায়ারফক্স দ্বারা। এটি নিশ্চিত করে যখনই কোনও এপ্লিকেশন একটি ওয়েব পেইজ দেখানোর চেষ্টা করবে তখন ফায়ারফক্স ব্যবহার করা হবে। আপনি এখনই পরীক্ষা করার জন্য বাটনে ক্লিক করতে পারেন ।
- Always check to see if Firefox is the default browser on startup: এই সেটিংটি নির্বাচন করুন যদি আরম্ভে আপনার ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স কিনা তা আপনি পরীক্ষা করা তে চান ফায়ারফক্স দ্বারা। এটি নিশ্চিত করে যখনই কোনও এপ্লিকেশন একটি ওয়েব পেইজ দেখানোর চেষ্টা করবে তখন ফায়ারফক্স ব্যবহার করা হবে।
- যদি বর্তমানে ফায়ারফক্স আপনার ডিফল্ট ব্রাউজার না হয়ে থাকে , ক্লিক করুন বাটনে যা এটিকে এখনই আপনার ডিফল্ট ব্রাউজার বানিয়ে দিবে।
- Submit crash reports: যদি ফায়ারফক্স ক্রাশ করে, তাহলে Mozilla Crash Reporter উইন্ডো আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি মোজিলাকে এই ক্রাশ সংক্রান্ত প্রতিবেদন দিতে চান নাকি। ক্রাশ রিপোর্টার উইন্ডোতে Tell Mozilla about this crash so they can fix it অপশনটিতে পুর্বনির্ধারিতভাবে টিক চিহ্ন দেয়া থাকবে।
- Submit performance data: এই অপশনটি চালু করলে ফায়ারফক্স আপনার ব্রাউজারের কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য মজিলাকে জানাবে। এই সম্পর্কে আরও learn more বিস্তারিত জানুন। আমরা ফায়ারফক্স এর উন্নতির জন্যে এই তথ্যগুলো ব্যাবহার করে থাকি।
ডাটা পছন্দসমূহ ট্যাব
টেলিমেট্রি
- Enable Telemetry: এই অপশনটি চালু করলে ফায়ারফক্স আপনার ব্রাউজারের কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য মজিলাকে জানাবে। এই সম্পর্কে আরও learn more বিস্তারিত জানুন। আমরা ফায়ারফক্স এর উন্নতির জন্যে এই তথ্যগুলো ব্যাবহার করে থাকি।
ক্রাশ প্রতিবেদন
- Enable Crash Reporter: যদি ফায়ারফক্স ক্রাশ করে, তাহলে Mozilla Crash Reporter উইন্ডো আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি মোজিলাকে এই ক্রাশ সংক্রান্ত প্রতিবেদন দিতে চান নাকি। ক্রাশ রিপোর্টার উইন্ডোতে Tell Mozilla about this crash so they can fix it অপশনটিতে পুর্বনির্ধারিতভাবে টিক চিহ্ন দেয়া থাকবে।
ডাটা পছন্দ ট্যাব
টেলিমেট্রি
- Enable Telemetry: এই অপশনটি চালু করলে ফায়ারফক্স আপনার ব্রাউজারের কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য মজিলাকে জানাবে। এই সম্পর্কে আরও learn more বিস্তারিত জানুন। আমরা ফায়ারফক্স এর উন্নতির জন্যে এই তথ্যগুলো ব্যাবহার করে থাকি।
ফায়ারফক্সের কর্মদক্ষতার প্রতিবেদন
- Enable Firefox Health Report: ফায়ারফক্সের কর্মদক্ষতার প্রতিবেদন আপনার ব্রাউজার এর কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য ফায়ারফক্সকে জানায় (বিস্তারিত জানুন) । মজিলা এই তথ্যগুলো ব্যবহার করে আপনাকে অনেক অর্থপূর্ন বিবরন এবং টিপস জানায়। আমরা বিভিন্ন ব্যবহারকারীর এসকল শেয়ার করা তথ্য ব্যবহার করে আপনার জন্যে ফায়ারফক্সকে আরও উন্নত করে তুলি।
ক্রাশ রিপোর্ট
- Enable Crash Reporter: যদি ফায়ারফক্স ক্রাশ করে, তাহলে Mozilla Crash Reporter উইন্ডো আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি মোজিলাকে এই ক্রাশ সংক্রান্ত প্রতিবেদন দিতে চান নাকি। ক্রাশ রিপোর্টার উইন্ডোতে Tell Mozilla about this crash so they can fix it অপশনটিতে পুর্বনির্ধারিতভাবে টিক চিহ্ন দেয়া থাকবে।
নেটওয়ার্ক ট্যাব
সংযোগ
আপনার প্রতিষ্ঠান বা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আপনাকে একটি প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতে বাধ্য করতে পারে। প্রক্সি নেটওয়ার্ক আপনার কম্পিউটার ও ইন্টারনেট এর মধ্যবর্তী মাধ্যম হিসেবে কাজ করে। এটি ইন্টারনেট এর সকল রিকোয়েস্ট পরীক্ষা করে দেখে যে সিস্টেম এর ক্যাশ থেকে তা পূরন করা শম্ভব কি না। আপনার ইন্টারনেট এর কর্মক্ষমতার উন্নতি, নিরাপত্তা প্রদান এবং রিকোয়েস্ট গুলো ফিল্টার করতে প্রক্সি ব্যবহৃত হয়। প্রক্সিগুলো কর্পোরেট ফায়ারওয়াল গুলোর একটি অংশ।
সংযোগ সেটিংসমূহের ডায়ালগ
- No proxy: এই অপশনটি নির্বাচন করুন যদি আপনি প্রক্সি ব্যবহার না করেন।
- Auto-detect proxy settings for this network: আপনি যদি চান যে, ফায়ারফক্স আপনার প্রক্সি সেটিংস স্বয়ংক্রিয়ভাবে নির্ধারন করুক তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
- Use system proxy settings: আপনি যদি আপনার অপারেটিং সিস্টেম এর প্রক্সি সেটিংস ব্যবহার করতে চান তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
- এটি একটি পূর্বনির্ধারিত সেটিংস।
- Manual proxy configuration: আপনার যদি একাধিক প্রক্সি সেটিংস থাকে তাহলে এই অপশন নির্বাচন করুন। আপনার সিস্টেম এডমিনিস্ট্রেটরকে এই তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। প্রতিটা প্রক্সি সেটিংস এর একটি হোস্টনেম এবং পোর্ট নাম্বার থাকে।
- যদি প্রতিটা প্রোটকল এর প্রক্সি সেটিংস একই হয় তবে, Use this proxy server for all protocols অপশনটিতে টিক চিহ্ন দিন।
- No Proxy For: হোস্টনেম বা আইপি এড্রেস এর লিস্ট থাকবে যেগুলো প্রক্সি ব্যবহার করবে না।
- Automatic proxy configuration URL: এই অপশনটি নির্বাচন করুন যদি আপনার কাছে কোন প্রক্সি কনফিগারেশন করার (.pac) ফাইল থাকে। URL প্রদান করুন এবং Save Changes এ ক্লিক কর প্রক্সি কনফিগারেশন সম্পন্ন করুন।
- : রিলোড বাটনটি আপনার জন্যে বিদ্যমান প্রক্সি কনফিগারেশনগুলো লোড করবে।
অফলাইন স্টোরেজ
আপনি যেসকল পেজ ব্রাউজ করেন সেগুলো একটি বিশেষ ক্যাশ ফোল্ডারে জমা থাকে, যাতে আপনি পুনরায় একই পেজটি দ্রুত দেখতে পারেন। আপনি ক্যাশ ফোল্ডারের জায়গা নির্ধারন করতে পারবেন। আপনি ক্যাশে থাকা ফাইলগুলো মুছে ফেলতে পারবেন।
- : এই বাটনটি আপনার ফায়ারফক্স এর ক্যাশ ফোল্ডারে থাকা সকল ফাইল মুছে ফেলে এবং ডিস্ক স্পেস খালি করে।
- Override automatic cache management: এই অপশনটি ব্যবহারের মাধ্যমে আপনি মেগাবাইট হিসেবে আপনার কম্পিউটার এর ক্যাশ এর জায়গা নির্ধারন করতে পারবেন।
- Tell me when a website asks to store data for offline use: এই অপশনটি ইন্টারনেট সংযোগ না থাকলেও অফলাইন ডাটা ব্যবহার করার অনুমতি দেয়। আপনি যদি আগে কোন ওয়েবসাইটকে অফলাইন স্টোরেজ ব্যবহারের অনুমতি না দিয়ে থাকেন এবং আপনি যদি এখন আপনার মন পরিবর্তন করে থাকেন তাহলে বাটনে ক্লিক করুন। যেই ওয়েবসাইটকে ব্লক করা থেকে বাদ দিবেন সেটি নির্বাচন করুন, বাটনে ক্লিক করুন। লিস্টের সকল ওয়েবসাইট মুছে ফেলতে, বাটনে ক্লিক করুন।
- The following websites have stored data for offline use: কোন ওয়েবসাইট অফলাইন ডাটা সংরক্ষন করার পর, আপনি চাইলে লিস্ট থেকে ওয়েবসাইটটি নির্বাচন করতে পারেন, বাটনে ক্লিক করে ডাটা মুছে ফেলতে পারবেন।
ক্যাশকৃত ওয়েব বিষয়বস্তু
আপনি যেসকল পেজ ব্রাউজ করেন সেগুলো একটি বিশেষ ক্যাশ ফোল্ডারে জমা থাকে, যাতে আপনি পুনরায় একই পেজটি দ্রুত দেখতে পারেন। আপনি ক্যাশ ফোল্ডারের জায়গা নির্ধারন করতে পারবেন। আপনি ক্যাশে থাকা ফাইলগুলো মুছে ফেলতে পারবেন।
- : এই বাটনটি আপনার ফায়ারফক্স এর ক্যাশ ফোল্ডারে থাকা সকল ফাইল মুছে ফেলে এবং ডিস্ক স্পেস খালি করে।
- Override automatic cache management: এই অপশনটি ব্যবহারের মাধ্যমে আপনি মেগাবাইট হিসেবে আপনার কম্পিউটার এর ক্যাশ এর জায়গা নির্ধারন করতে পারবেন।
অফলাইন ওয়েব বিষয়বস্তু এবং ব্যবহারকারী ডাটা
- : এই বাটনটি আপনার ফায়ারফক্স এর ক্যাশ ফোল্ডারে থাকা সকল ফাইল মুছে ফেলে এবং ডিস্ক স্পেস খালি করে।
- Tell me when a website asks to store data for offline use: এই অপশনটি ইন্টারনেট সংযোগ না থাকলেও অফলাইন ডাটা ব্যবহার করার অনুমতি দেয়। আপনি যদি আগে কোন ওয়েবসাইটকে অফলাইন স্টোরেজ ব্যবহারের অনুমতি না দিয়ে থাকেন এবং আপনি যদি এখন আপনার মন পরিবর্তন করে থাকেন তাহলে বাটনে ক্লিক করুন। যেই ওয়েবসাইটকে ব্লক করা থেকে বাদ দিবেন সেটি নির্বাচন করুন, বাটনে ক্লিক করুন। লিস্টের সকল ওয়েবসাইট মুছে ফেলতে, বাটনে ক্লিক করুন।
হালনাগাদ ট্যাব
ফায়ারফক্স নিজে থেকেই ফায়ারফক্স এর বা এড-অন এর আপডেট আছে কিনা তা পরীক্ষা করে থাকে।
- Automatically check for updates to: ফায়ারফক্স কিসের জন্যে আপডেট পরীক্ষা করবে তা নির্বাচন করুন। এটি ফায়ারফক্স বা এড-অন এর আপডেট পরীক্ষা করবে (প্লাগিন বা সার্চ ইঞ্জিন বাদে)। Plugin Check ব্যবহার করে প্লাগিনের আপডেট পরীক্ষা করুন।
- When updates to Firefox are found,
- Ask me what I want to do: ফায়ারফক্স এর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়। optionpreference থেকে নিজে নিজেই আপডেটগুলো নিয়ন্ত্রন করতে পারবেন।
- Automatically download and install the update: যখন এই optionpreference টি নির্বাচন করা হয়, তখন ফায়ারফক্স নিজে থেকে আপডেট ডাউনলোড হবে এবং পুনরায় ফায়ারফক্স চালু করলে তা ইন্সটল হবে। Warn me if this will disable any of my add-ons optionpreference টি আপনার আপডেট এর কারনে প্লাগিন যদি কাজ না করে তাহলে তা নির্ধারন করে আপনাকে জানাবে। এর বার্তাটি আপনাকে আপডেট ইন্সটল করা থেকে বিরত রাখবে। যদিও এটি আপনার ব্রাউজারের কর্মক্ষমতা কমাবে।
যদি সকল থিম এবং এড-অন কাজ করে থাকে তাহলে ফায়ারফক্স নিজে থেকে আপডেট ইন্সটল করবে। এবং আপনি পূনরায় ফায়ারফক্স চালু করলে আপনাকে জানাবে যদি কোন এড-অন এর আপডেট ইন্সটল করার প্রয়োজন হয়।
- দ্রষ্টব্যঃ আপনাকে অবশ্যই administratorroot হিসেবে বা যেই ব্যবহারকারী ব্রাউজারটি ইন্সটল করেছে তার ব্যবহারকারী একাউন্ট থেকে ফায়ারফক্স চালু করতে হবে। : ফায়ারফক্স সকল আপডেট এর তথ্য জমা করে রাখে। আপনি এই বাটনটির সাহায্যে তা দেখতে পারবেন।
ফায়ারফক্স হালনাগাদসমূহ
- Automatically install updates (recommended: improved security): ফায়্রফক্স নিজে থেকেই ফায়ারফক্স এর আপডেট আছে কিনা তা পরীক্ষা করে থাকে এবং ইন্সটল করে।
- Warn me if this will disable any of my add-ons: যদি আপনি চান যে ফায়ারফক্স আপনাকে বার্তা দেখাক যদি কোন এড-অন কাজ না করে, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
- Check for updates, but let me choose whether to install them: আপনি আপডেট ডাউনলোড বা ইন্সটল করবেন কিনা তা বাছাই করতে পারবেন। আপনি যদি আপডেট না করেন, তাহলে আপনি তা পরে করতে পারবেন।
- Never check for updates (not recommended: security risk): ফায়ারফক্স আপডেট এর জন্যে পরীক্ষা করবে না। সতর্কতাঃ আপনি যদি এই সেটিংসটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ফায়ারফক্স এর নিরাপত্তা সংক্রান্ত আপডেট পাবেন না। এটি আপনাকে ততক্ষন নিরাপদ রাখবে যতক্ষন আপনি নিজে থেকে আপডেট পরীক্ষা করবেন।
- আপডেট ইন্সটল বা ডাউনলোড এর তথ্য পর্যালোচনা করতে, বাটনে ক্লিক করুন।
স্বয়ংক্রিয় হালনাগাদ
- Add-ons: এড-অন স্বয়ংক্রিয়ভাবে আপডেট (প্লাগিন বাদে) করতে এই অপশন বাছাই করুন। Plugin Check ব্যবহার করে প্লাগিনের আপডেট পরীক্ষা করুন।
- Search Engines: এটি নির্বাচন করে সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারবেন।
ফায়ারফক্স হালনাগাদসমূহ
- Automatically install updates (recommended: improved security): ফায়্রফক্স নিজে থেকেই ফায়ারফক্স এর আপডেট আছে কিনা তা পরীক্ষা করে থাকে এবং ইন্সটল করে।
- Warn me if this will disable any of my add-ons: যদি আপনি চান যে ফায়ারফক্স আপনাকে বার্তা দেখাক যদি কোন এড-অন কাজ না করে, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
- Check for updates, but let me choose whether to install them: আপনি আপডেট ডাউনলোড বা ইন্সটল করবেন কিনা তা বাছাই করতে পারবেন। আপনি যদি আপডেট না করেন, তাহলে আপনি তা পরে করতে পারবেন।
- Never check for updates (not recommended: security risk): ফায়ারফক্স আপডেট এর জন্যে পরীক্ষা করবে না। সতর্কতাঃ আপনি যদি এই সেটিংসটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ফায়ারফক্স এর নিরাপত্তা সংক্রান্ত আপডেট পাবেন না। এটি আপনাকে ততক্ষন নিরাপদ রাখবে যতক্ষন আপনি নিজে থেকে আপডেট পরীক্ষা করবেন।
- আপডেট ইন্সটল বা ডাউনলোড এর তথ্য পর্যালোচনা করতে, বাটনে ক্লিক করুন।
স্বয়ংক্রিয় হালনাগাদ
- Add-ons: এড-অন স্বয়ংক্রিয়ভাবে আপডেট (প্লাগিন বাদে) করতে এই অপশন বাছাই করুন। Plugin Check ব্যবহার করে প্লাগিনের আপডেট পরীক্ষা করুন।
- Search Engines: এটি নির্বাচন করে সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারবেন।
ফায়ারফক্স হালনাগাদসমূহ
- Automatically install updates (recommended: improved security): ফায়্রফক্স নিজে থেকেই ফায়ারফক্স এর আপডেট আছে কিনা তা পরীক্ষা করে থাকে এবং ইন্সটল করে।
- Warn me if this will disable any of my add-ons: যদি আপনি চান যে ফায়ারফক্স আপনাকে বার্তা দেখাক যদি কোন এড-অন কাজ না করে, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
- Check for updates, but let me choose whether to install them: আপনি আপডেট ডাউনলোড বা ইন্সটল করবেন কিনা তা বাছাই করতে পারবেন। আপনি যদি আপডেট না করেন, তাহলে আপনি তা পরে করতে পারবেন।
- Never check for updates (not recommended: security risk): ফায়ারফক্স আপডেট এর জন্যে পরীক্ষা করবে না। সতর্কতাঃ আপনি যদি এই সেটিংসটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ফায়ারফক্স এর নিরাপত্তা সংক্রান্ত আপডেট পাবেন না। এটি আপনাকে ততক্ষন নিরাপদ রাখবে যতক্ষন আপনি নিজে থেকে আপডেট পরীক্ষা করবেন।
- Use a background service to install updates: ফায়ারফক্স আপডেট হবার সময় Mozilla Maintenance Service ব্যবহার করে থাকবে। এটি উইন্ডোজ সেভেন বা ভিসতা এর ইউজার একাউন্ট কন্ট্রোল ব্যবহারের প্রয়োজনীতা বন্ধ করে।
স্বয়ংক্রিয় হালনাগাদ
- Search Engines: এটি নির্বাচন করে সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারবেন।
ফায়ারফক্স হালনাগাদসমূহ
- Automatically install updates (recommended: improved security): ফায়্রফক্স নিজে থেকেই ফায়ারফক্স এর আপডেট আছে কিনা তা পরীক্ষা করে থাকে এবং ইন্সটল করে।
- Warn me if this will disable any of my add-ons: যদি আপনি চান যে ফায়ারফক্স আপনাকে বার্তা দেখাক যদি কোন এড-অন কাজ না করে, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
- Check for updates, but let me choose whether to install them: আপনি আপডেট ডাউনলোড বা ইন্সটল করবেন কিনা তা বাছাই করতে পারবেন। আপনি যদি আপডেট না করেন, তাহলে আপনি তা পরে করতে পারবেন।
- Never check for updates (not recommended: security risk): ফায়ারফক্স আপডেট এর জন্যে পরীক্ষা করবে না। সতর্কতাঃ আপনি যদি এই সেটিংসটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ফায়ারফক্স এর নিরাপত্তা সংক্রান্ত আপডেট পাবেন না। এটি আপনাকে ততক্ষন নিরাপদ রাখবে যতক্ষন আপনি নিজে থেকে আপডেট পরীক্ষা করবেন।
- আপডেট ইন্সটল বা ডাউনলোড এর তথ্য পর্যালোচনা করতে, বাটনে ক্লিক করুন।
স্বয়ংক্রিয় হালনাগাদ
- Add-ons: এড-অন স্বয়ংক্রিয়ভাবে আপডেট (প্লাগিন বাদে) করতে এই অপশন বাছাই করুন। Plugin Check ব্যবহার করে প্লাগিনের আপডেট পরীক্ষা করুন।
- Search Engines: এটি নির্বাচন করে সার্চ ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারবেন।
এনক্রিপশন ট্যাব
প্রোটকল
- Use SSL 3.0: এটি আপনি নিরাপত্তা সংক্রান্ত তথ্যগুলো SSL3 (Secure Sockets Layer, Level 3) ব্যবহার করে আদান প্রদান করবেন কিনা তা নির্ধারন করে।, এটি ওয়েবসাইটে সংযোগ করার একটি স্ট্যান্ডার্ড প্রোটকল। এটি বন্ধ রাখলে অনেক সাইটে প্রবেশ করতে পারবেন না।
- Use TLS 1.0: এটি আপনি নিরাপত্তা সংক্রান্ত তথ্যগুলো TLS (Transport Layer Security ব্যবহার করে আদান প্রদান করবেন কিনা তা নির্ধারন করে।, এটি SSL3 (Secure Sockets Layer) এর মত ওয়েবসাইটে সংযোগ করার একটি স্ট্যান্ডার্ড প্রোটকল। এটি বন্ধ রাখলে অনেক সাইটে প্রবেশ করতে পারবেন না।
সার্টিফিকেটসমূহ
সার্টিফিকেটসমূহের ট্যাব
সার্টিফিকেটগুলো ওয়েবসাইটের সংযোগ এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করতে সাহায্য করবে।
- When a server requests my personal certificate: কিছু সার্ভার আপনাকে নিজস্ব সার্টিফিকেট ব্যবহার করতে বলে। এটি করার জন্য, আপনি ফায়ারফক্সকে আপনার জন্যে একটি তৈরি করতে বলতে পারেন। আপনি পরবর্তীতে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে, ফায়ারফক্স আপনাকে জিজ্ঞেস করবে কোন সার্টিফিকেট ব্যবহার করবেন। আপনি যদি চান ফায়ারফক্স আপনার জন্যে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি বাছাই করুক, তাহলে Select one automatically নামক optionpreference টি বাছাই করুন। দ্রষ্টব্যঃ নিজস্ব সার্টিফিকেট এ আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা ইত্যাদি থাকে। যদি আপনি Select one automatically নামক optionpreference অপশন ব্যবহার করে থাকেন তাহলে আপনার গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আপনি এটি করে থাকেন, তাহলে কোন ওয়েবসাইট পার্সোনাল সার্টিফিকেট ব্যবহার করে থাকলে আপনি বার্তা পাবেন না। এর ফলে আপনি জানতেও পারবেন না কে আপনার তথ্য ব্যবহার করছে।
- : এই বাটনে ক্লিক করে আপনি সংরক্ষিত সার্টিফিকেট দেখতে, নতু তৈরি করতে, ব্যাকআপ বা ইমপোর্ট করতে পারবেন।
- : ফায়ারফক্স Certificate Revocation Lists (CRL নামে পরিচিত) ব্যবহার করে থাকে যাতে আপনার সার্টিফিকেট বৈধ থাকে। বাটনে ক্লিক করে কম্পিউটারে ইন্সটলকৃত CRL ব্যবস্থাপনা করতে পারবেন।
- optionspreferences গুলো ব্যবহার করতে বাটনে ক্লিক করুন। আপনার ইন্টারনেট এর ব্যবহারের উপর ভিত্তি করে এগুলো পরিবর্তন করতে হতে পারে। : ফায়ারফক্স সার্টয়িফিকেট বৈধ কিনা তা যাচাই করতে কোন OCSP (Online Certificate Status Protocol) সার্ভারে সংযোগ করে থাকে। পূর্বনির্ধারিতভাবে, ফায়ারফক্স যেসকল সার্টিফিকেটে OCSP সার্ভারের তথ্য থাকে সেগুলোর বৈধতাই যাচাই করে থাকে। আপনি চাইলে সার্টফিকেটগুলোকে অন্য কোন OCSP সার্ভারের সাহায্যে এগুলোর বৈধতা যাচাই করতে পারেন। এই
- : Security devices আপনার সংযোগ এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করে এবং সার্টিফিকেট বা পাসওয়ার্ড সংরক্ষন করে। ফায়ারফক্সের Security Device ছাড়া অন্য কোনটি যুক্ত করতে, বাটনে ক্লিক করুন।