অ্যাড-অন বারটির মাধ্যমে অ্যাড-অনের নানা ধরনের ফিচার সহজেই ব্যবহার করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 63339
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: doing it
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নতুন ফায়াফক্স অ্যাড-অন বারটি সরিয়ে তার বদলে প্রধান টুলবারে একটি অ্যাড-অন বাটন রেখেছে।

Add-ons in the toolbar - Win8
  • আপনি শিখতে পারেন কি করে ডিসপ্লে পরিবর্তন করা যায় কিংবা নিজ ইচ্ছায় অ্যাড-অন বারটি সংরক্ষন করা যায়। এই নিবন্ধনটি দেখুন অ্যাড-অন বারের কী হয়েছে ?

অ্যাড-অন বার হল একটি টুলবার যেটিতে অ্যাড-অনের শর্টকাট থাকে। এই শর্টকার্টগুলো ব্যাবহারের মাধ্যমে আপনি সেই অ্যাড-অন এর ফিচারগুলোতে অতি দ্রুত ও সহজে প্রবেশ করতে পারেন।এই নিবন্ধন হতে শিখতে পারেন কিভাবে অ্যাড-অন বারটি ব্যবহার করতে হয় বা কিভাবে অ্যাড-অন বারটি আপনার ইচ্ছা মত পরিবর্তন করা যায় ।

অ্যাড-অন বারটি কি করে?

অ্যাড-অন বারটি ফায়ারফক্স উইন্ডোর সবচেয়ে নিচে অবস্থান করে সেই সাথে অ্যাড-অনের শর্টকাট ও অন্যন্য উইজেট রাখার জায়গা দেয়।
Add-on Bar

কি করে আপনি অ্যাড-অন বারটি প্রদর্শন করবেন অথবা লুকিয়ে রাখবেন?

অ্যাড-অন বারটি ব্যবহার করার জন্য যদি আপনার কোন অ্যাড-অন না থেকে থাকে তবে ফায়ারফক্স পূর্বনির্ধারিত ভাবে অ্যাড-অন বারটি প্রদর্শন করবে না। কিন্তু আপনি ইচ্ছে করলেই এটিকে যেকোন স্থানে প্রদর্শন করতে কিংবা লুকিয়ে রাখতে পারবেন।

  • অ্যাড-অন বারটি কে প্রদর্শন করতে কিংবা লুকিয়ে রাখতে ট্যাব স্ক্রিপ্ট এর যে কোন ফাঁকা জায়গায় রাইট - ক্লিককন্ট্রোল - ক্লিক করুন এবং সেই সাথে পপ - আপ মেন্যুতে চেক অথবা আনচেক করুন।
    • যদি ইতিমধ্যে অ্যাড-অন বারটি খোলা হয়ে থাকে তবে বারটির ক্লোজ আইকনে ক্লিক করে আপনি এইটাকে বন্ধ করতে পারেন।
    • আপনি কি-বোর্ড শর্টকাট ও ব্যবহার করতে পারেন Ctrl + /Command + /.

আপনি কি করে অ্যাড-অন বারটি কাস্টোমাইজ করবেন?

আপনি যে ভাবে ফায়ারফক্সের অন্যান্য টুলবার কাস্টোমাইজ করেছেন ঠিক সেই ভাবে অ্যাড-অন বারটিকেও কাস্টোমাইজ করতে পারবেন:

  1. ট্যাব স্ক্রিপ্টের ফাঁকা জায়গায় রাইট-ক্লিককন্ট্রোল-ক্লিক করুন তারপর নির্বাচিত করুন Customize...। কাস্টোমাইজ টুলবার উইন্ডোটি খুলে যাবে।
  2. আপনি যে আইটিমটি কে চান সেটিকে টেনে নিয়ে এসে অ্যাড-অন বারে রেখে দিন।
    • একটি আইটেম কে যোগ করার জন্য, কাস্টোমাইজ টুলবার থেকে এটিকে টেনে অ্যাড-অন বারে নিয়ে আসুন এবং আপনার ইচ্ছে মতন স্থানে রাখুন।
    • অ্যাড-অন বার থেকে একটি আইটেম কে সরিয়ে দিতে এটিকে টেনে কাস্টোমাইজ টুলবার উইন্ডোতে নিয়ে আসুন।
    • আইটেম গুলিকে সাজানোর জন্য আপনার ইচ্ছে মতন টেনে বসিয়ে দিন।
  3. আপনার পরিবর্তন শেষ হওয়ার পর Done বাটনটি ক্লিক করুন। কাস্টোমাইজ টুলবার বন্ধ হয়ে যাবে এবং আপনার পরিবর্তন সমূহ সংরক্ষন হবে।
এই ধাপগুলো অনুসরণ করে অন্য টুলবার ইচ্ছেমতন পরিবর্তন করা সম্ভব। বিস্তারিত ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন এই নিবন্ধনে দেখুন।

How can I rock my Firefox?

One of the best things about Firefox is that you can completely customize it to fit how you work. Rock Your Firefox is a great place to learn about add-ons and you can search through thousands of add-ons over at addons.mozilla.org. To learn more about add-ons, see ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন.

Try it out: If you're not already using add-ons, download a few that look interesting and try them out for a while. If your not happy with them, এড-অন্স নিষ্ক্রিয় করা অথবা মুছে ফেলা will show you how to get rid of them.

What happened to the Status Bar?

Although the Add-on Bar looks similar to the old status bar, it doesn't have any of its features. The status bar at the bottom of the Firefox window has changed in Firefox 4 and some of its features have been moved to other places. See স্ট্যাটাস বারে কি ঘটেছে? for more details.