অ্যাড-অন বারটির মাধ্যমে অ্যাড-অনের নানা ধরনের ফিচার সহজেই ব্যবহার করা
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 63339
- নির্মিত:
- রচয়িতা: Ashiqur Rahman Amit
- মন্তব্য: doing it
- পর্যালোচনা অবস্থা: না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
নতুন ফায়াফক্স অ্যাড-অন বারটি সরিয়ে তার বদলে প্রধান টুলবারে একটি অ্যাড-অন বাটন রেখেছে।
- আপনি শিখতে পারেন কি করে ডিসপ্লে পরিবর্তন করা যায় কিংবা নিজ ইচ্ছায় অ্যাড-অন বারটি সংরক্ষন করা যায়। এই নিবন্ধনটি দেখুন অ্যাড-অন বারের কী হয়েছে ?
অ্যাড-অন বার হল একটি টুলবার যেটিতে অ্যাড-অনের শর্টকাট থাকে। এই শর্টকার্টগুলো ব্যাবহারের মাধ্যমে আপনি সেই অ্যাড-অন এর ফিচারগুলোতে অতি দ্রুত ও সহজে প্রবেশ করতে পারেন।এই নিবন্ধন হতে শিখতে পারেন কিভাবে অ্যাড-অন বারটি ব্যবহার করতে হয় বা কিভাবে অ্যাড-অন বারটি আপনার ইচ্ছা মত পরিবর্তন করা যায় ।
সূচীপত্র
অ্যাড-অন বারটি কি করে?
অ্যাড-অন বারটি ফায়ারফক্স উইন্ডোর সবচেয়ে নিচে অবস্থান করে সেই সাথে অ্যাড-অনের শর্টকাট ও অন্যন্য উইজেট রাখার জায়গা দেয়।
কি করে আপনি অ্যাড-অন বারটি প্রদর্শন করবেন অথবা লুকিয়ে রাখবেন?
অ্যাড-অন বারটি ব্যবহার করার জন্য যদি আপনার কোন অ্যাড-অন না থেকে থাকে তবে ফায়ারফক্স পূর্বনির্ধারিত ভাবে অ্যাড-অন বারটি প্রদর্শন করবে না। কিন্তু আপনি ইচ্ছে করলেই এটিকে যেকোন স্থানে প্রদর্শন করতে কিংবা লুকিয়ে রাখতে পারবেন।
- অ্যাড-অন বারটি কে প্রদর্শন করতে কিংবা লুকিয়ে রাখতে ট্যাব স্ক্রিপ্ট এর যে কোন ফাঁকা জায়গায় রাইট - ক্লিককন্ট্রোল - ক্লিক করুন এবং সেই সাথে পপ - আপ মেন্যুতে চেক অথবা আনচেক করুন।
- যদি ইতিমধ্যে অ্যাড-অন বারটি খোলা হয়ে থাকে তবে বারটির ক্লোজ আইকনে ক্লিক করে আপনি এইটাকে বন্ধ করতে পারেন।
- আপনি কি-বোর্ড শর্টকাট ও ব্যবহার করতে পারেন Ctrl + /Command + /.
আপনি কি করে অ্যাড-অন বারটি কাস্টোমাইজ করবেন?
আপনি যে ভাবে ফায়ারফক্সের অন্যান্য টুলবার কাস্টোমাইজ করেছেন ঠিক সেই ভাবে অ্যাড-অন বারটিকেও কাস্টোমাইজ করতে পারবেন:
- ট্যাব স্ক্রিপ্টের ফাঁকা জায়গায় রাইট-ক্লিককন্ট্রোল-ক্লিক করুন তারপর নির্বাচিত করুন । কাস্টোমাইজ টুলবার উইন্ডোটি খুলে যাবে।
- আপনি যে আইটিমটি কে চান সেটিকে টেনে নিয়ে এসে অ্যাড-অন বারে রেখে দিন।
- একটি আইটেম কে যোগ করার জন্য, কাস্টোমাইজ টুলবার থেকে এটিকে টেনে অ্যাড-অন বারে নিয়ে আসুন এবং আপনার ইচ্ছে মতন স্থানে রাখুন।
- অ্যাড-অন বার থেকে একটি আইটেম কে সরিয়ে দিতে এটিকে টেনে কাস্টোমাইজ টুলবার উইন্ডোতে নিয়ে আসুন।
- আইটেম গুলিকে সাজানোর জন্য আপনার ইচ্ছে মতন টেনে বসিয়ে দিন।
- আপনার পরিবর্তন শেষ হওয়ার পর বাটনটি ক্লিক করুন। কাস্টোমাইজ টুলবার বন্ধ হয়ে যাবে এবং আপনার পরিবর্তন সমূহ সংরক্ষন হবে।
How can I rock my Firefox?
One of the best things about Firefox is that you can completely customize it to fit how you work. Rock Your Firefox is a great place to learn about add-ons and you can search through thousands of add-ons over at addons.mozilla.org. To learn more about add-ons, see ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন.
Try it out: If you're not already using add-ons, download a few that look interesting and try them out for a while. If your not happy with them, এড-অন্স নিষ্ক্রিয় করা অথবা মুছে ফেলা will show you how to get rid of them.
What happened to the Status Bar?
Although the Add-on Bar looks similar to the old status bar, it doesn't have any of its features. The status bar at the bottom of the Firefox window has changed in Firefox 4 and some of its features have been moved to other places. See স্ট্যাটাস বারে কি ঘটেছে? for more details.