Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়
সংস্করণের তথ্য
- সংস্করণ id: 75165
- নির্মিত:
- রচয়িতা: Safwan Rahman
- মন্তব্য: full
- পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
- পর্যালোচনা অবস্থা:
- পর্যালোচনা করেছেন: ashickurnoor
- Is approved? হ্যাঁ
- বর্তমান সংস্করণ? না
- অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স ওএস এর Contacts অ্যাপটির import ও export সেবাদুটি ব্যাবহারের মাধ্যমে আপনি অতি সহজেই আপনার বন্ধুদের সাথে যোগাযোগের তথ্য যোগ করতে পারেন বা যোগাযোগের তথ্য অন্যের সাথে ভাগাভাগি করতে পারেন। এমনকি আপনি ফেসবুক বা বিখ্যাত ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানে থাকা আপনার ইমেইল থেকেও কন্টাক্ট যোগ করতে পারেন। এর ফলে আপনি অতি সহজেই আপনার পছন্দের ব্যাক্তিদের ফোন বা মেসেজ করতে পারবেন। দেখা যাক কিভাবে তা করা যায়!
সূচীপত্র
কিভাবে Contacts অ্যাপটি কাজ করে?
Contacts অ্যাপটি ব্যাবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন। এই অ্যাপটিতে নিচের অপশনগুলো রয়েছে:
- Phone
- Message
যদি ফেসবুকের সাথে পরিচিতি সংযোগ করা হয়ে থাকে তাহলে আপনার কাছে যেসকল অতিরিক্ত সেবা থাকবে:
- Facebook বার্তা
- Facebook Wall পোস্ট
- Facebook প্রোফাইল দেখা
পরিচিতি যুক্ত করুন
পরিচিত ছাড়া একটি স্মার্ট ফোন কেমন লাগে? বিভিন্নভাবে আপনার ফোনে পরিচিতি যুক্ত করা যায়। আপনি নিচের যেকোন উপায়ে পরিচিত যুক্ত করতে পারেন:
পরিচিতি নিয়ে আসুন
SIM কার্ড, মেমোরি কার্ড, ইমেইল অথবা Facebook থেকে পরিচিতি যুক্ত করা সহজ।
- SIM কার্ড, SD কার্ড, Gmail এবং Outlook (Hotmail), Facebook থেকে পরিচিতি নিয়ে আসা সম্ভব। SIM কার্ড, SD কার্ড, Gmail এবং Outlook (Hotmail), Facebook থেকে পরিচিতি নিয়ে আসা সম্ভব। আপনি যদি ডুয়েল সিমের ফোন ব্যবহার করেন তাহলে উভয় সিম থেকেও পরিচিত নিয়ে আসা সম্ভব।
আসুন শুরু করি:
Sim Card অথবা Memory Card থেকে নিয়ে আসা
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকনে
ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে
- এটি পরিচিতি অনুসন্ধান করা শুরু করবে।
অথবা এ ট্যাপ করুন।
- বাটন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
- উপরে ডান দিকে থাকা ট্যাপ করুন।
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
Gmail, Outlook অথবা Facebook থেকে পরিচিতি নিয়ে আসুন
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকন
ট্যাপ করুন।
- নিয়ে আসতে
- You will be asked for your login information.
অথবা অথবা ট্যাপ করুন।
- আপনার লগিন তথ্য সম্পর্কে আপনার থেকে জানতে চাইবে।
- আপনার Username এবং Password দিন তারপর বাটনে ট্যাপ করুন।
-
- এখান থেকে পরিচিত অনুসন্ধান করা হবে।
বাটন ট্যাপ করুন।
- বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- উপরের ডান দিকে থাকা
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
Sim Card অথবা Memory Card থেকে নিয়ে আসা
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকনে
ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে
- এটি পরিচিতি অনুসন্ধান করা শুরু করবে।
অথবা এ ট্যাপ করুন।
- বাটন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
- উপরে ডান দিকে থাকা ট্যাপ করুন।
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
Import from Gmail or Outlook
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকনে
ট্যাপ করুন।
- এ ট্যাপ করুন।
- পরিচিতি নিয়ে আসতে
- আপনার লগিন তথ্য সম্পর্কে আপনার থেকে জানতে চাইবে।
অথবা ট্যাপ করুন।
- আপনার Username এবং Password দিন তারপর বাটনে ট্যাপ করুন।
-
- এখান থেকে পরিচিত অনুসন্ধান করা হবে।
বাটন ট্যাপ করুন।
- বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- উপরের ডান দিকে থাকা
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
Facebook থেকে পরিচিতি নিয়ে আসুন
- Contacts
অ্যাপ্লিকেশন খুলুন।
- গিয়ার আইকনে ট্যাপ করুন
।
- Sync friends এর পাশে থাকা বাটনে ট্যাপ করুন।
- আপনার লগিন তথ্য সম্পর্কে আপনার থেকে জানতে চাইবে।
- আপনার Username এবং Password দিন তারপর বাটনে ট্যাপ করুন।
-
- এখান থেকে পরিচিত অনুসন্ধান করা হবে।
বাটন ট্যাপ করুন।
- বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- উপরের ডান দিকে থাকা
- যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
আরেকটি অ্যাপ থেকে পরিচিতি যুক্ত করুন
সহজেই ফোন কল, বার্তা অথবা ইমেইল থেকে পরিচিতি যুক্ত করুন।
- Messages অ্যাপে, নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, স্ক্রিনের শুরুতে কমলা রংয়ের বারে থাকা নাম্বারে ট্যাপ করুন।
- Email অ্যাপে, নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, বার্তায় থাকা ইমেইল এড্রেসে ট্যাপ করুন।
- Phone অ্যাপে, নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, কল লগে থাকা ফোন নাম্বারে ট্যাপ করুন।
নিজে পরিচিতি যুক্ত করুন
আপনি অবশ্যই পুরাতন পদ্ধতিতে পরিচিতি যুক্ত করতে পারবেন।
- + বাটনে ট্যাপ করুন, তারপর add contact স্ক্রিনে যাবে।
- নাম, নাম্বার এবং ছবি দিন।
- আপনার পরিচিতি যুক্ত করতে, ডান দিকে থাকা বাটন ট্যাপ করুন।
একটি পরিচিতি Facebook এ যুক্ত করুন
আপনার যদি এমন একটি পরিচিতি থাকে যে আপনার Facebook এও বন্ধু, আপনি তাদের পরিচিতিতে Facebook তথ্য যুক্ত করতে পারেন।
- আপনি যে পরিচিতি যুক্ত করতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- বাটন ট্যাপ করুন।
- Facebook এর সাথে মিলে যায় এমন কিছু বন্ধুর তালিকা দেখাবে। সঠিকটিতে ট্যাপ করুন তাহলে পরিচিতি লিংক হয়ে যাবে।
অন্য ডিভাইস থেকে পরিচিতি নিয়ে আসা
SIM কার্ড, মেমোরি কার্ড অথবা ব্লুটুথ দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পরিচিতি নিয়ে আসুন।
- Contacts অ্যাপ চালু করুন, Settings দেখার জন্য উপরের ডান দিকের কোণায় থাকা Settings গিয়ার আইকন ট্যাপ করুন।
- আপনি SIM কার্ড, মেমোরি কার্ড অথবা ব্লুটুথের মাধ্যমে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন কিনা তা নির্বাচন করুন। আপনি যদি ব্লুটুথ নির্বাচন করেন, পরবর্তি স্ক্রিনে আপনাকে ডিভাইস নির্বাচন করতে হবে যেখান থেকে আপনি পরিচিতি আনতে চাচ্ছেন।
- বর্তমানে আপনার ফোনে যে সকল পরিচিতি আছে তা স্ক্রিনে দেখাবে। আপনি যে সকল পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তার পাশের বক্সে ট্যাপ করুন, অথবা সকল পরিচিতি নিয়ে আসতে ট্যাপ করুন।
- আপনার পরিচিতি নির্বাচন হয়ে গেলে স্ক্রিনের শুরুর ডান দিকের কোণায় থাকা Export বাটন ট্যাপ করুন।
একটি বার্তায় আপনাকে অগ্রগতি দেখাবে। যখন পরিচিতি নিয়ে আসা শেষ হয়ে যাবে, আপনি অ্যাপটি বন্ধ করে দিতে পারন।
একটি পরিচিতি মুছে ফেলা
- আপনি যে পরিচিত মুছে ফেলতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
- উপরের ডান দিকের কোণায় থাকা edit contact বাটন ট্যাপ করুন।
- স্ক্রিনের নিচে ক্রল করে আসুন, ট্যাপ করুন এবং তারপর ট্যাপ করুন।
আপনি এখন পরিচিতি যুক্ত করতে, তাদের ফোন করতে অথবা বার্তা পাঠাতে পারেন। আরও তথ্যের জন্য Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন দেখুন।