Firefox OS এর Mail অ্যাপ এ ইমেইল অ্যাকাউন্ট সংযুক্ত করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 73947
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: Typo Fixed, update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স ওএস এ ইমেইল নিয়ে কাজ করার সব চাইতে ভাল উপায় হচ্ছে ইমেইল অ্যাপ। এই নিবন্ধটি অ্যাপ এর সাথে কি করে ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করা যায় তা বর্ণনা করবে।

  1. আপনার ডিভাইসে Email অ্যাপটি email চালু করুন।
    • আপনি যদি প্রথমবারের মত ইমেইল অ্যাপ্লিকেশন টি চালু করেন তাহলে নতুন অ্যাকাউন্ট স্ক্রিন আপনার সামনে আসবে।
    • যদি প্রথমবারের মত না হয় তাহলে উপরে বামদিকের কোনায় মেন্যু বাটন Orange FxOS button ট্যাপ করুন, বাম দিকে নিচে অ্যাকাউন্ট সেটিংস গিয়ার Gray FxOS settings gear ট্যাপ করুন এবং পরিশেষে Add Account বাটন ট্যাপ করুন।
  2. নতুন অ্যাকাউন্ট স্ক্রীনে আপনার নাম, ইমেইল ঠিকানা আর পাসওয়ার্ড দিন।
    email_setup
আপনার কি পিওপি থ্রি (POP3) অ্যাকাউন্ট আছে??: আপনার যদি একটি পিওপি থ্রি (POP3) অ্যাকাউন্ট থাকে তবে আপনি Manual setup লিঙ্ক ট্যাপ করুন। Account type, এর নিচে, POP3+SMTP নির্বাচন করুন এবং আপনার পিওপি থ্রী (POP3) ইমেইল সরবরাহকারীর কাছ হতে প্রাপ্ত অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য পূরন করুন।
  1. Next বাটনটি ট্যাপ করুন। আপনার ইমেইল অ্যাকাউন্টটি সেট আপ করা হয়েছে। আপনার সব কাজ শেষ!

ইমেইল সম্পর্কিত আরো তথ্যের জন্য ইমেইল পাঠান এবং পরিচালনা করুন নিবন্ধটি দেখতে পারেন।

দ্রষ্টব্য:
  1. অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোন কে অবশ্যই ওয়াই-ফাই কিংবা সেলুলার নেটওয়ার্কের সাহায্য ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে।
  2. ইমেইল অ্যাপ আপনাকে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবে না। আপনি আপনার চলমান ইমেইল অ্যাকাউন্টটি কে শুধু মাত্র এর সাথে সংযুক্ত করতে পারবেন। আপনার যদি একটা নতুন ইমেইল অ্যাকাউন্ট খোলার দরকার পরে তবে ইমেইল অ্যাপ্লিকেশন এ সংযুক্ত হবার পূর্বে ইমেইল অ্যাকাউন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানে যেয়ে নতুন একটি ইমেইল অ্যাকাউন্ট খুলুন।
  3. বর্তমানে ইমেইল অ্যাপ্লিকেশনটি Hotmail, Yahoo এবং Gmail এই তিনটা ইমেইল সরবরাহকারীকে সমর্থন করে। নতুন অ্যাকাউন্ট স্ক্রিন এ Manual setup ট্যাপ করে আপনি অন্যান্য ইমেইল অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন।