কিভাবে Firefox এর ক্যাশ পরিষ্কার করা যায়

আপনি যখন ব্রাউজ করেন, আপনার ব্রাউজিং অভিজ্ঞতাকে দ্রুততর করার জন্য Firefox ক্যাশে তখন সাময়িকভাবে ওয়েবসাইটের ছবি, স্ক্রিপ্ট এবং অন্যান্য অংশ সংরক্ষণ করে থাকে। কিভাবে সেই ক্যাশে মুছতে হয়।

ক্যাশ পরিষ্কার করুন

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Advanced প্যানেল নির্বাচন করুন।
  3. Network ট্যাবেটিতে ক্লিক করুন।
  4. Cached Web Content সেকশনটিতে, Clear Now তে ক্লিক করুন।
    clear cache incontent
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন।
  3. Cached Web Content সেকশনটিতে, Clear Now তে ক্লিক করুন।
    Fx56CachedWebContent-clearFx59CachedWebContent-ClearNow
  4. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন।
  3. Cookies and Site Data সেকশনটিতে, Clear Data… তে ক্লিক করুন।
    Fx60Cookies&SiteData-ClearCache
  4. Cookies and Site Data সামনে থেকে টিক চিহ্ন অপসারণ করুন।
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

স্বয়ংক্রিয়ভাবে ক্যাশে মুছে ফেলুন

আপনি Firefox কে নির্দেশনা দিতে পারেন যে যখনই Firefox বন্ধ হয় তখনই ক্যাশ স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. PrivacyPrivacy & Security প্যানেল নির্বাচন করুন।
  3. History সেকশনটিতে, Firefox will: পরিবর্তন করে Use custom settings for history প্রদান করুন।
  4. Clear history when Firefox closes চেক বাক্সটি নির্বাচন করুন।
    clearhistorywhenFXclosesfx42Fx56History-custom-clear
  5. Clear history when Firefox closes এর পাশে, Settings… বাটনটি ক্লিক করুন। ইতিহাস মুছার জন্য সেটিং এর উইন্ডো খুলবে।
  6. ইতিহাস মুছার সেটিং এর উইন্ডোতে, Cache এর পাশে থাকা চেক মার্ক দিন।
    SettingsForClearingHistoryFX42bd
  7. ইতিহাস মুছার জন্য সেটিং এর উইন্ডো বন্ধ করতে OK ক্লিক করুন।
  8. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

```পরামর্শ```: সেখানে বেশ কিছু উপলব্ধ অ্যাড-অন আছে যেটি আপনার টুলবারে একটি আইকন ব্যবহার করে cache পরিষ্কার করার অনুমতি দেবে।

Mozilla কমিউনিটি বজায় রাখার এবং তৃতীয় পক্ষ অ্যাড-অন সমর্থন করার জন্য দায়ী নয়। অ্যাড-অন ডেভেলপার সাথে যোগাযোগ করুন সরাসরি যদি আপনার অ্যাড অন এর সাথে সহায়তাকারি প্রয়োজন হয়।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন