প্রাইভেসি, ব্রাউজিং ইতিহাস ও do-not-track এর সেটিংস

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60608
  • নির্মিত:
  • রচয়িতা: Raiyad Raad
  • মন্তব্য: অনুবাদ করা হয়েছে। রিভিউ প্রয়োজন।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি ফায়ারফক্সের Privacy প্যানেলের সেটিংস সম্পর্কে বিস্তারিত বর্ননা দিবে OptionsPreferences উইন্ডো। প্রাইভেসী সেটিংস আপনাকে যা যা সুবিধা দিবেঃ

  • ফায়ারফক্স কিভাবে আপনার ইতিহাস পরিচালনা করে তা নিয়ন্ত্রন করুন , , আপনি কি কি ফাইল ডাউনলোড করেছেন , আপনি বিভিন্ন ফর্মে কি লিখেছেন , এবং কি ধরনের cookies সাইট থেকে আপনার কাছে এসেছে।
  • নিয়ন্ত্রন করুন কোন সাইটগুলো আপনাকে কুকি পাঠাতে পারবে এবং যেসকল সাইট আপনাকে কুকি পাঠিয়েছে সেগুলো মুছুন।
* নিয়ন্ত্রন করুন কিভাবে লোকেশন বার আপনার ইতিহাস ব্যবহার করে টাইপ করার পর আপনাকে কাংখিত ফলাফলটি এনে দেবে। আরো তথ্য পেতে, দেখুন Awesome Bar - এড্রেস বারে কোন কিছু লেখার সময় বুকমার্ক, ইতিহাস এবং ট্যাব থেকে এড্রেস খুজে দিবে.

Fx5Options - Privacy - Win1Fx5Prefs - Privacy - Mac1Fx5Prefs - Privacy - Lin1

ট্র্যাকিং

Tell web sites I do not want to be tracked: এই বক্সটি নির্বাচন করলে ফায়ারফক্স অন্যান্য ওয়েবসাইট ও ততীয় পক্ষের এপ্লিকেশনকে আপনাকে ট্র্যাক করতে না করার জন্য অনুরোধ পাঠাবে। এই সেটিংসটি আপনার পছন্দের উপর নির্ভরযোগ্য – ব্যক্তিগত ওয়েবসাইটসমূহে এটি ব্যবহার না করলেও চলবে।

Privacy Fx21 Win7Privacy Fx21 MacFirefoxPreferences#21 - Lin3

ট্র্যাকিং

Tell web sites I do not want to be tracked: এই বক্সটি নির্বাচন করলে ফায়ারফক্স অন্যান্য ওয়েবসাইট ও ততীয় পক্ষের এপ্লিকেশনকে আপনাকে ট্র্যাক করতে না করার জন্য অনুরোধ পাঠাবে। এই সেটিংসটি আপনার পছন্দের উপর নির্ভরযোগ্য – ব্যক্তিগত ওয়েবসাইটসমূহে এটি ব্যবহার না করলেও চলবে।

  • Tell sites that I want to be tracked: এই বক্সটি নির্বাচন করলে ফায়ারফক্স অন্যান্য ওয়েবসাইট ও ততীয় পক্ষের এপ্লিকেশনগুলোকে অনুরোধ পাঠাবে আপনাকে ট্র্যাক করার জন্য। আপনার জেনে রাখা ভালো যে অনেক কোম্পানী আপনি যেসকল সাইটে গমন করেন তার প্রোফাইল বানিয়ে রাখে। এই অপশনটি নির্বাচন করার মানে হলো আপনি তা নিয়ে সন্তুষ্ট।
  • Do not tell sites anything about my tracking preferences: এটি হলো পুনর্নির্ধারিত সেটিংস। এই অপশনটি নির্বাচন করলে আপনার পছন্দসমূহ সম্পর্কে কিছু জানাবে না। আপনার জেনে রাখা ভালো যে এতে আপনাকে ট্র্যাক করা হবে না। এমনকি এটি পূর্বেরটির প্রক্রিয়ার মতই, এবং আপনি ট্র্যাকড হবেন।
আরো তথ্যের জন্য Do Not Track সুবিধাটি চালু করার পদ্ধতি দেখুন।

ইতিহাস

Firefox will সেটিংস কিভাবে ফায়ারফক্স আপনার ব্রাউজিংয়ের তথ্যসমূহ সংরক্ষন করে থাকে।

Remember history

যখন Firefox will সেট করা হবে Remember history এ:

ক্লিক করুন:

কখনও ইতিহাস মনে রাখবেন না

যখন Firefox will সেট করা থাকবে Never remember history এ:

  • ফায়ারফক্স আপনার ব্রাউজিং ইতিহাসের কিছুই মনে রাখবে না।
  • আপনার ডাউনলোড করা ফাইলগুলো এই লিস্টে থাকবে নাDownloads windowLibrary window.
  • আপনি ফর্ম ফিল্ডে বা অনুসন্ধান বারে যে লেখাগুলো লিখবেন তা সংরক্ষন করে রাখবে না।
  • ফায়ারফক্স সাইটগুলো থেকে কুকি গ্রহন করবে এবং যখন আপনি বন্ধ করবেন তখন তা মুছে দিবে। কুকি সম্পর্কে আরো তথ্য পেতে, কুকি - এমন তথ্য যা কোনো ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে দেখুন।

Never remember history টি ব্যবহার করা মানে হলো সর্বদা ফায়ারফক্স প্রাইভেট ব্রাউজিং মোডে থাকা। এ সম্পর্কে আরো তথ্য পেতে, ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন দেখুন।

সাম্প্রতিক ইতিহাস উইন্ডো খোলার জন্য clear all current history ক্লিক করুন, যা আপনাকে আপনার কিছু ব্রাউজিং ইতিহাস মুছে ফেলতে সাহায্য করবে। এ সম্পর্কে আরো তথ্য পেতে, সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোডের ইতিহাস মুছে ফেলুন দেখুন।

ইতিহাসের জন্য স্বনির্ধারিত সেটিংস

Options - Privacy - Win2 Fx13Options - Privacy - Win2 Fx7

যখন Firefox will সেট করা থাকবে Use custom settings for history, নিম্নোক্ত সেটিংসগুলো পাওয়া যাবেঃ

  • Remember my browsing history:
    যদি নির্বাচন করা থাকে, ফায়ারফক্স আপনি যেসকল পেইজ ভিসিট করেছেন তা সংরক্ষন করবে।
  • Remember download history:
    যদি নির্বাচন করা থাকে, আপনি যেসকল ফাইল ডাউনলোড করেছেন তা Downloads window এ থাকবে।

Options - Privacy - Win2 Fx22

যখন Firefox will সেট করা থাকবে Use custom settings for history, নিম্নের সেটিংসগুলো দেখা যাবে:

লোকেশন বার

  • When using the location bar, suggest:
    লোকেশন বার হলো একটি সমান্তরাল বার যা ওয়েবসাইটসমূহের ওয়েব এড্রেস (URL) প্রদর্শন করে। যখন আপনি লোকেশন বারে টাইপ করবেন, ফায়ারফক্স আপনি যা টাইপ করবেন তার সাথে অনুসন্ধান ফলাফলের মিল খুজে দিবে।
    • History and Bookmarks: যদি নির্বাচন করা থাকে, তাহলে লোকেশন বার আপনি যেসকল সাইট অথবা পেইজ ভিসিট করেছেন তা প্রদর্শন করবে bookmarked.
    • History: যদি নির্বাচন করা থাকে, তাহলে লোকেশন বার আপনি যেসকল সাইট অথবা পেইজ ভিসিট করেছেন তা প্রদর্শন করবে। যেসকল সাইত আপনি বুকমার্ক করেছেন কিন্তু এখনও ভিসিট করেননি তা প্রদর্শন করবে না।
    • Bookmarks: যদি নির্বাচন করা থাকে, তাহলে লোকেশন বার আপনি যেসকল সাইট অথবা পেইজ ভিসিট করেছেন তা প্রদর্শন করবে bookmarked.
    • Nothing: যদি নির্বাচন করা থাকে, তাহলে লোকেশন বারে আপনি যা লিখবেন তা প্রদর্শন করবে না।