অনুসন্ধান বার - সহজেই আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিন নির্বাচন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 97226
  • নির্মিত:
  • রচয়িতা: Akash
  • মন্তব্য: Need review
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox এর বিল্ড-ইন সার্চ ইঞ্জিন ব্যবহার করে সুবিধামত পছদের সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন। সার্চ বার সহজেই customize করা যায় ,তাই কিছু click করেই যুক্ত,অপসারন এবং পুনর্বিন্যাস করতে পারেন সার্চ ইঞ্জিনগুলো।

Firefox এর বিল্ড-ইন সার্চ ইঞ্জিন ব্যবহার করে সুবিধামত পছদের সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন। সার্চ বার সহজেই কাস্টমাইজ করা যায় ,তাই কিছু ক্লিক করেই যুক্ত এবং অপসারন করতে পারেন সার্চ ইঞ্জিনগুলো।

"দ্রষ্টব্য:যদি আপনি Firefox এর লোকালাইজড ভার্সন ব্যাবহার করেন,সার্চ বারটি এবং OptionsPreferences নীচে বর্ণিত আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।এই পরিবর্তনগুলো পাওয়া যাবে Firefox এর ভবিষ্যত সংস্করণে।"

সার্চ বারের ব্যবহার

ব্রাউজারের উপরে সার্চ বারের মধ্যেঅথবা নতুন ট্যাব পৃষ্ঠাতে আপনি যা সার্চ কর্তে চান তা লিখুন।Firefox আপনাকে সার্চ ইঞ্জিনের নির্বাচিত সার্চের ফলাফলের পৃষ্ঠাতে নিয়ে যাবে।

Search Bar - Win1Search Bar - Mac1Search Bar - Lin1Search1 29 - WinSearch1 29 - MacSearch1 29 - Linsearch bar 31

সার্চ ইঞ্জিন পরিবর্তন করা

অনুসন্ধান বারের পাশে প্রদর্শন করা আইকনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। আপনি ডিফল্ট প্রদানকারী ব্যাতিরেখে সার্চ ইঞ্জিন যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।

  • From the toolbar: আইকনের পাশের তীর চিহ্নতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন নির্বাচন করুনঃ
Search Bar - Win3 Fx8Search Bar - Lin3Search2 29 - WinSearch2 29 - MacSearch2 29 - Linswitch search 33
  • From the new tab page: লোগোতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার কাঙ্খিত সার্চ ইঞ্জিন নির্বাচন করুনঃ
change search tab 31search new page 33
দ্রষ্টব্য: আপনার অনুসন্ধান বারের যে কোন পরিবর্তন অন্য অনুসন্ধান বারের জন্য ও প্রযোজ্য হবে।

ফায়ারফক্স ডিফল্ট হিসেবে সার্চ ইঞ্জিনে আসবেঃ

  • Yahoo Yahoo মাধ্যমে অনুসন্ধান করার জন্য
  • Google Google এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
    দ্রষ্টব্য:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট Google সার্চ এনক্রিপ্ট করা থাকে।
  • Bing Microsoft Bing এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Amazon.com Amazon.com ওয়েবসাইটে খুচরা পণ্যের অনুসন্ধান করার জন্য।
  • DuckDuckGo এইটি সেসব ব্যবহারকারীদের যারা সার্চ করার সময় ট্র্যাক হতে চান না।
  • eBay eBay এর আইটেম অনুসন্ধান করার জন্য।
  • Twitter Twitter ইউজার অনুসন্ধান করার জন্য।
  • Wikipedia (en) ইংলিশ Wikipedia অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।
দ্রষ্টব্যঃ আপনি পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচিত সার্চ ইঞ্জিনটি সচল থাকবে।

একটি ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিন যোগ করুন

কিছু ওয়েবসাইট Firefox সার্চ বারে যোগ করার জন্য সার্চ ইঞ্জিন প্রদান করে থাকে। এই সার্চ ইঞ্জিন দিয়ে আপনি সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইট অনুসন্ধান করতে পারবেন।

  1. আপনি চাইলে আপনার পছন্দমত সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারেন যা আপনাকে আপনার কাঙ্খিত সাইটে অনুসন্ধান করতে সাহায্য করবে। (উদাহরণস্বরূপ আমরা এইখানে YouTube.com সাইটকে ব্যবহার করব।)
  2. সার্চ ইঞ্জিন লিস্ট খুলুন এবং Add "YouTube Video Search" নির্বাচন করুন।Firefox তখন এইটি আপনার লিস্টে যুক্ত করবে এবং এইটিকে আপনার সার্চ ইঞ্জিন হিসেবে সক্রিয় রাখবে।
    Search Bar - Win6 Fx8Search Bar - Lin6Search3 29 - WinSearch3 29 - MacSearch3 29 - Linadd search engine 33
দ্রষ্টব্য: Mycroft Project আপনাকে শতাধিক সার্চ ইঞ্জিন পাবার সুবিধা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, এই পেজটি যেকোন ভাষার google সার্চ ইঞ্জিন যোগ করার সুবিধা দিয়ে থাকে (যেমন- google.ca, google.ch or google.fr).

সার্চ ইঞ্জিন ম্যানেজারের সাহায্যে সার্চ ইঞ্জিন যোগ করুন

সার্চ ইঞ্জিন ম্যানেজারে, Firefox এর জন্য উন্মুক্ত হওয়া সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন। সার্চ বারে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন টুলবারের বা নতুন ট্যাব পৃষ্ঠাতে .

  1. সার্চ ইঞ্জিন আইকনে ক্লিক করুন এবং Manage Search Engines... নির্বাচন করুন।
  2. একটি সার্চ ইঞ্জিন যোগ করতে, Get more search engines... এ ক্লিক করুন।

মজিলা এড-অন এর সার্চ টুল পেজ লঞ্চ হবে।

  1. প্রদর্শিত সার্চ ইঞ্জিনসমূহের মাঝে একটি যোগ করতে, Add to Firefox বাটনে ক্লিক করুন। সার্চ ইঞ্জিন যোগ করুন ডায়ালগ প্রদর্শিত হবে।
  2. সার্চ ইঞ্জিন যোগ করার সাথে সাথেই তা ব্যবহার করার জন্য, Make this the current search engine এর পরের বক্সে মার্ক করুন।
  3. নির্বাচিত সার্চ ইঞ্জিনটি যোগ করতে, Add বাটনে ক্লিক করুন।
  4. সার্চ ইঞ্জিনটি এখন অনুসন্ধান বারে প্রদর্শিত হবে।

একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলুন

আপনি সহজেই সার্চ ইঞ্জিন মুছে ফেলতে পারেন। এই জন্য আপনাকে টুলবারের অবস্থিত অনুসন্ধান বারের ধাপসমূহ অথবা নতুন পৃষ্ঠা খুলার দরকার পড়বে না।

  1. সার্চ ইঞ্জিন আইকনে ক্লিক করুন এবং সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে Manage Search Engines... নির্বাচন করুন।
  2. সার্চ ইঞ্জিন মুছতে, সেটি লিস্ট থেকে নির্বাচন করুন, এবং Remove বাটনে ক্লিক করুন।

আপনি যদি দুর্ঘটনাবশত একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলেন তবে, আগের সার্চ ইঞ্জিন ফিরিয়ে আনতে Restore Defaults বাটনে ক্লিক করুন।

  • আপনি যদি দুর্ঘটনাবশত আপনার ইন্সটল করা একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলেন তবে, তা পুনরায় ইন্সটল করতে হবে।

সার্চ ইঞ্জিন ক্রমবিন্যাস করুন

  1. সার্চ আইকনে ক্লিক করুন এবং সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে Manage Search Engines... নির্বাচন করুন।
  2. সার্চ ইঞ্জিন ম্যানেজারে যে ইঞ্জিন বিন্যাস করতে চান তা উপর-নিচ করুন। উপরে যেতে Move Up বাটনে ক্লিক করুন। নিচে নামাতে Move Down বাটনে ক্লিক করুন।

টিপস ও ট্রিকস

সার্চ বার এর ব্যাবহার

খালি আপনার টুলবারে বা নতুন ট্যাব পৃষ্ঠাতে অনুসন্ধান বারের মধ্যে টাইপ করুন।

new search 34
  • যখনি আপনি টুলবার অনুসন্ধান এ টাইপ করবেন, আপনার ডিফল্ট প্রদানকারী সার্চ ইঞ্জিন আপনার অনুসন্ধান এর সুবিধার জন্য পরামর্শ দিবে।এই পরামর্শ জনপ্রিয় অনুসন্ধান বা আপনার পূর্ববর্তী অনুসন্ধানের উপর ভিত্তি করে হয়{if enabled}।
search suggestions 34
  • চাপুন returnEnter আপনার ডিফল্ট প্রদানকারী ইঞ্জিন এ সার্চ করার জন্য,অথবা ইহার লোগোতে ক্লিক করে আরেকটি সার্চ ইঞ্জিন নির্বাচন করুন।

যদি এই সেটিংসগুলো আপনার জন্য উপযুক্ত না হই,তাদের পরিবর্তন করা সহজ।আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিভাগে জাম্প করুন,এবং আপনি কিছুক্ষণ এর মধ্যে আপনার পছন্দের সার্চ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

Firefox এ ডিফল্ট হিসেবে সার্চ ইঞ্জিনে আসবেঃ

  • Yahoo Yahoo মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Google Google এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
    দ্রষ্টব্য:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট Google সার্চ এনক্রিপ্ট করা থাকে।
  • Bing Microsoft Bing এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Amazon.com Amazon.com ওয়েবসাইটে খুচরা পণ্যের অনুসন্ধান করার জন্য।
  • DuckDuckGo এইটি সেসব ব্যবহারকারীদের যারা সার্চ করার সময় ট্র্যাক হতে চান না।
  • eBay eBay এর আইটেম অনুসন্ধান করার জন্য।
  • Twitter Twitter ইউজার অনুসন্ধান করার জন্য।
  • Wikipedia (en) ইংলিশ Wikipedia অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।

একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন সেট করুন

ডিফল্ট হিসেবে আপনার প্রিয় সার্চ ইঞ্জিন সেট করতে নিম্নোক্ত সহজ ধাপগুলি অনুসরণ করুনঃ

  1. টুলবারের অনুসন্ধান বারে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে Change Search Settings ক্লিক করুন।
    search prefs 34

পছন্দের অনুসন্ধান উইন্ডোতে , ড্রপ - ডাউন মেনু থেকে একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন নির্বাচন করুন।

  1. search default 34choose default search 38
  2. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

অনুসন্ধানের পরামর্শগুলি চালু বা বন্ধ করুন

  1. টুলবারের অনুসন্ধান বারে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে Change Search Settings ক্লিক করুন।
    search prefs 34
  2. পছন্দের অনুসন্ধান উইন্ডোতে,Provide search suggestions এর পাশে যে টিক মার্ক আছে তা যুক্ত বা অপসারন করুন তাদের খোলা বা বন্ধ করার জন্য।
    turn on search suggestions fx34search suggestions 38
  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

একটি সার্চ ইঞ্জিন যোগ করুন

অনেক ওয়েবসাইট সার্চ ইঞ্জিন প্রদান করে যা আপনি আপনার ফায়ারফক্স সার্চ বার এ যুক্ত করতে পারেন।ইহা আপনাকে সরাসরি আপনার সার্চ বার থেকে নির্দিষ্ট ওয়েবসাইটটি অনুসন্ধান করতে সাহায্য করে।

  1. সাইট-নির্দিষ্ট ইঞ্জিন যুক্ত করতে, আপনার পছন্দসই সার্চ ইঞ্জিন জন্য ওয়েবসাইট ভিসিট করুন।(We'll use youtube.com as an example.)
  2. আপনার টুলবারে সার্চ বারে বিবর্ধক কাচ ক্লিক করুন, তারপর ক্লিক করুনAdd "YouTube Video Search".
    add search 34
  3. সার্চ ইঞ্জিন আপনার বিল্ট-ইন সার্চ অপশন প্রদর্শিত হবে।
    youtube search 34

সার্চ ইঞ্জিন এড-ওয়ান্স

অনেক প্রদানকারীরা আবার এড-ওয়ান্স প্রদান করে যা আপনাকে আরো অনেক সার্চ ইঞ্জিন যুক্ত করতে দেয়ঃ

  1. টুলবারের অনুসন্ধান বারে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে Change Search Settings ক্লিক করুন।
  2. ক্লিক Add more search engines
  3. আপনি যে এড-ওয়ান্স যোগ করতে চান তার উপর কার্সার রেখে ক্লিক করুন Add to Firefox

সার্চ ইঞ্জিন লুকানো

আপনি অনুসন্ধান বারে যে বিকল্প সার্চ ইঞ্জিন ব্যবহার করতে চান না তা মুছে ফেলার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন ।

  1. টুলবারের অনুসন্ধান বারে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে Change Search Settings ক্লিক করুন।
    search prefs 34
  2. আপনি চাননা এমন প্রতিটি সার্চ ইঞ্জিন পরবর্তী চেক মার্ক সরান।
    remove searches 34searchengines36

সার্চ ইঞ্জিন মুছে ফেলুন

একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলতে,নিচের ধাপগুল অনুসরন করুনঃ

  1. টুলবারের অনুসন্ধান বারে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করে Change Search Settings ক্লিক করুন।
    search prefs 34
  2. যে সার্চ ইঞ্জিন আপনি চান না সেটাতে ক্লিক করুন।
  3. বাটনটি Remove ক্লিক করুন আপনার তালিকায় এটি বন্ধ করার জন্য।
    remove search engine 35remove36

যদি আপনি এমন একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলেন যা আপনি নিজেই যুক্ত করেছিলেন এবং এখন আপনি আপনার মন পরিবর্তন করেছেন,আপনার থেকে তা পুনরাই যুক্ত করতে হবে (see above)।যদি আপনি Firefox এর ডিফল্ট প্রদানকারী সার্চ ইঞ্জিন এর যেকোনো একটি মুছে ফেলেন,তাদের ফিরিয়ে আনতে Restore Default Search Engines ক্লিক করুন।