অনুসন্ধান বার - সহজেই আপনার পছন্দের অনুসন্ধান ইঞ্জিন নির্বাচন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 72155
  • নির্মিত:
  • রচয়িতা: orvi
  • মন্তব্য: Need Review
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

অনুসন্ধান বারটি আপনার টুলবারে সুবিধামত জায়গায় অবস্থিত {fx31} একটি নতুন পৃষ্ঠা সহ । এটা আপনাকে তাদের ওয়েবসাইটে লোড ছাড়াই বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করতে দেয়।

Search Bar - Win1Search Bar - Mac1Search Bar - Lin1{for= fx29, =fx30}Search1 29 - WinSearch1 29 - MacSearch1 29 - Linsearch bar 31
  • অনুসন্ধান করতে, অনুসন্ধান বারে আপনার শব্দটি লিখুন, কী-বোর্ডের EnterReturn কী চাপুন এবং ফায়ারফক্স আপনাকে অনুসন্ধানের ফলাফল পেইজে নিয়ে যাবে।

সার্চ ইঞ্জিন পরিবর্তন করা

অনুসন্ধান বারে পাশে প্রদর্শন করা আইকনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি গুগল থাকে, কিন্তু আপনি এটি পরিবর্তন করতে পারবেন।

  • From the toolbar: আইকনের পাশের তীর চিহ্নতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন নির্বাচন করুনঃ
Search Bar - Win3 Fx8Search Bar - Lin3Search2 29 - WinSearch2 29 - MacSearch2 29 - Lin
  • From the new tab page: লোগোতে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার কাঙ্খিত সার্চ ইঞ্জিন নির্বাচন করুনঃ
change search tab 31
দ্রষ্টব্য: আপনার অনুসন্ধান বারের যে কোন পরিবর্তন অন্যগুলোর জন্য ও প্রযোজ্য হবে।

ফায়ারফক্স ডিফল্ট হিসেবে সার্চ ইঞ্জিনে আসবে।

  • Google গুগলের মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
    Note:হ্যাকিং প্রতিরোধে ডিফল্ট গুগল সার্চ এনক্রিপ্ট করা থাকে।
  • Yahoo ইয়াহুর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Bing মাইক্রোসফট বিং এর মাধ্যমে অনুসন্ধান করার জন্য।
  • Amazon.com আমাজন ডট কমে খুচরা ওয়েবসাইট পণ্যের অনুসন্ধান করার জন্য।
  • eBay ই-বে এর আইটেমগুলো অনুসন্ধান করার জন্য।
  • Twitter টুইটারে ইউজার অনুসন্ধান করার জন্য।
  • Wikipedia (en) উইকিপিডিয়া অনলাইন বিশ্বকোষ অনুসন্ধান করার জন্য।
দ্রষ্টব্যঃ আপনি পরিবর্তন না করা পর্যন্ত নির্বাচিত সার্চ ইঞ্জিনটি সচল থাকবে।

একটি ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিন যোগ করুন

কিছু ওয়েবসাইট ফায়ারফক্স সার্চ বারে যোগ করার জন্য সার্চ ইঞ্জিন প্রদান করে থাকে। এই সার্চ ইঞ্জিনগুলো দিয়ে আপনি সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইট অনুসন্ধান করতে পারবেন।

  1. আপনি চাইলে আপনার পছন্দমত সার্চ ইঞ্জিন যুক্ত করতে পারেন যা আপনাকে আপনার কাঙ্খিত সাইটে অনুসন্ধান করতে সাহায্য করবে। (উদাহরণস্বরূপ আমরা এইখানে YouTube.com সাইটকে ব্যবহার করব।)
  2. সার্চ ইঞ্জিন লিস্ট খুলুন এবং Add "YouTube Video Search" নির্বাচন করুন। ফায়ারফক্স তখন এইটি আপনার লিস্টে যুক্ত করবে এবং এইটিকে আপনার সার্চ ইঞ্জিন হিসেবে সক্রিয় রাখবে।
    Search Bar - Win6 Fx8Search Bar - Lin6Search3 29 - WinSearch3 29 - MacSearch3 29 - Lin
Note: Mycroft Project আপনাকে শতাধিক সার্চ ইঞ্জিন পাবার সুবিধা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ, এই পেজটি যেকোন ভাষার গুগল সার্চ ইঞ্জিন যোগ করার সুবিধা দিয়ে থাকে (যেমন- google.ca, google.ch or google.fr).

সার্চ ইঞ্জিন ম্যানেজারের সাহায্যে সার্চ ইঞ্জিন যোগ করুন

সার্চ ইঞ্জিন ম্যানেজারে, ফায়ারফক্সের জন্য উন্মুক্ত হওয়া সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করতে পারেন।

  1. সার্চ ইঞ্জিন আইকনে ক্লিক করুন এবং Manage Search Engines... নির্বাচন করুন।
  2. একটি সার্চ ইঞ্জিন যোগ করতে, Get more search engines... এ ক্লিক করুন। মজিলা এড-অন এর সার্চ টুল পেজ প্রদর্শিত হবে।
  3. প্রদর্শিত সার্চ ইঞ্জিনগুলোর মাঝে একটি যোগ করতে, Add to Firefox বাটনে ক্লিক করুন। সার্চ ইঞ্জিন যোগ করুন ডায়ালগ প্রদর্শিত হবে।
  4. সার্চ ইঞ্জিন যোগ করার সাথে সাথেই তা ব্যবহার করার জন্য, Make this the current search engine এর পরের বক্সে চেক করুন।
  5. নির্বাচিত সার্চ ইঞ্জিনটি যোগ করতে, Add বাটনে ক্লিক করুন।
  6. সার্চ ইঞ্জিনটি এখন অনুসন্ধান বারে প্রদর্শিত হবে।

একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলুন

আপনি সহজেই সার্চ ইঞ্জিন মুছ ফেলতে পারেন।এইজন্য আপনাকে টুলবারের অবস্থিত অনুসন্ধান বারের ধাপগুলি অথবা নতুন পৃষ্ঠা খুলার দরকার পড়বে না।

  1. সার্চ ইঞ্জিন আইকনে ক্লিক করুন এবং সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে, Manage Search Engines... নির্বাচন করুন।
  2. সার্চ ইঞ্জিন মুছতে, সেটি লিস্ট থেকে নির্বাচন করুন, এবং Remove বাটনে ক্লিক করুন।

আপনি যদি দুর্ঘটনাবশত একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলেন তবে, আগের সার্চ ইঞ্জিন ফিরিয়ে আনতে Restore Defaults বাটনে ক্লিক করুন।

  • আপনি যদি দুর্ঘটনাবশত আপনার ইন্সটল করা একটি সার্চ ইঞ্জিন মুছে ফেলেন তবে, তা পুনরায় ইন্সটল করতে হবে।

সার্চ ইঞ্জিনগুলো ক্রমবিন্যাস করুন

  1. সার্চ আইকনে ক্লিক করুন এবং সার্চ ইঞ্জিন ম্যানেজার খুলতে, Manage Search Engines... নির্বাচন করুন।
  2. সার্চ ইঞ্জিন ম্যানেজারে যে ইঞ্জিনগুলো বিন্যাস করতে চান তা উপর-নিচ করুন। উপরে যেতে Move Up বাটনে ক্লিক করুন। নিচে নামাতে Move Down বাটনে ক্লিক করুন।

টিপস ও ট্রিকস