Firefox এ আপনার যাত্রা শুরু করুন - প্রধান প্রধান বৈশিষ্টগুলোর বর্ণনা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 62660
  • নির্মিত:
  • রচয়িতা: Safwan Rahman
  • মন্তব্য: doing
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সে নতুন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই নিবন্ধে ফায়ারফক্সের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যা পড়ে আপনি কয়েক মিনিটের মধ্যেই ফায়ারফক্স ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে উঠবেন। এছাড়া এই নিবন্ধে আরও অনেক প্রয়োজনীয় নিবন্ধের লিঙ্ক রয়েছে যেগুলো হয়তো আপনি পরে দেখতে চাইবেন।

নীড় পাতা নির্ধারন অথবা পরিবর্তন করুন

ফায়ারফক্স চালুর সময় যে পাতাটি আসে সেটিতে যান অথবা হোম বাটনে ক্লিক করুন।

  1. নীড় পাতা হিসেবে যে ওয়েবসাইটটি নির্ধারন করতে চান একটি ট্যাবে সেটি খুলুন।
  2. ঐ ট্যাবটি Home Button হোম বাটনে টেনে এনে ছেঁড়ে দিন।
    Home Page 29 - Win8Home Page 29 - MacHome Page 29 - Linux
  3. নীড় পাতা হিসেবে নির্ধারন করতে Yes বাটনে ক্লিক করুন।

নীড় পাতা নির্ধারনের আরও কিছু উপায় নীড় পাতা নিবন্ধে বর্ণনা করা হয়েছে।

ওয়েবে অনুসন্ধান করুন

ফায়ারফক্সে পূর্বে থেকে থাকা অনুসন্ধান বার থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিনটি নির্বাচন করুন।

  • আপনার পছন্দের সার্চ ইঞ্জিনটি নির্বাচন করতে অনুসন্ধান বারের বাম পাশে থাকা অনুসন্ধান চিহ্নে ক্লিক করুন।
    Search2 29 - WinSearch2 29 - MacSearch2 29 - Lin

অনুসন্ধানের আরও কৌশল জানতে অনুসন্ধান বার নিবন্ধটি দেখুন।

ওয়েবসাইটকে বুকমার্ক করা

আপনার পছন্দের সাইটগুলো সংরক্ষণ করুন

  • বুকমার্ক তৈরি করতে টুলবারের তারকা চিহ্নে ক্লিক করুন। তারকা চিহ্নটি নীল হয়ে যাবে এবং Unsorted Bookmarks ফোল্ডারে আপনি যে পাতায় আছেন তার বুকমার্ক তৈরি হবে। এতটুকুই!
    Bookmark 29 WinBookmark 29 MacBookmark 29 Lin
পরামর্শঃ কোন ট্যাবকে সংরক্ষণ করতে সরাসরি বুকমার্ক টুলবারে টেনে আনুন।

আরও জানতে বুকমার্ক নিবন্ধটি দেখুন।

অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন

আমরা ফায়ারফক্সের অ্যাড্রেস বারকে "অসাম বার" বলে ডাকতে পছন্দ করি। কেননা এটি দ্রুততার সঙ্গে আপনার আগে দেখা ঠিকানাগুলো খুঁজে বের করে।

  • অ্যাড্রেস বারে লেখা শুরু করলে আপনি আপনার ব্রাউজিং ইতিহাস ও বুকমার্ক হতে একটি তালিকা দেখতে পাবেন। আপনার কাঙ্ক্ষিত পাতাটি খুঁজে পেলে তার উপর ক্লিক করুন।
    Bookmark3 29 WinBookmark3 29 MacBookmark3 29 Lin
পরামর্শঃ আপনি এখান থেকে ওয়েবেও অনুসন্ধান করতে পারবেন। চেষ্টা করে দেখুন।

আরও কৌশল জানতে অসাম বার নিবন্ধটি দেখুন।

প্রাইভেট ব্রাউজিং

ফায়ারফক্সের প্রাইভেট ব্রাউজিং এর সাহায্যে আপনি আপনার দেখা সাইটগুলোর সম্পর্কে কম্পিউটারে কোন তথ্য সংরক্ষণ করা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

  • New Fx Menu মেনু বাটনে ক্লিক করে New Private Window ক্লিক করুন।
    private browsing - fx29 - winxpprivate browsing - fx29 - win8private browsing - fx29 - macprivate browsing - fx29 - linux

প্রাইভেট ব্রাউজিং কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানুন।

মেনু অথবা টুলবার সম্পাদন করুন

মেনু অথবা টুলবারে থাকা উপাদানঙ্গুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন।

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনে ক্লিক করে Customize নির্বাচন করুন।
    • একটি বিশেষ ট্যাব খুলবে যেখান থেকে আপনি মেনু এবং টুলবারে "টানা ও ছেঁড়ে দেওয়া" পদ্ধতিতে উপাদান যোগ করতে বা বাদ দিতে পারবেন।
    Customize Fx 29 Win8
  2. সম্পাদন করা হয়ে গেলে সবুজ Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

আরও জানতে customizing Firefox নিবন্ধটি দেখুন।

অ্যাড-অন এর সাহায্যে ফায়ারফক্সে নতুন বৈশিষ্ট্য যোগ করুন

অ্যাড-অন হল অ্যাপের মত, যেগুলো ইন্সটল করে আপনি ফায়ারফক্সে আপনার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন।

  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Get Add-ons প্যানেলটি নির্বাচন করুন।
  3. কোন শীর্ষস্থানীয় অ্যাড-অন বা থিম সম্পর্কে বিস্তারিত জানতে এর উপর ক্লিক করুন। এরপর আপনি সবুজ রঙের Add to Firefox বাটনে ক্লিক করার মাধ্যমে এটি ইন্সটল করতে পারবেন।
    • আপনি চাইলে উপরে থাকা অনুসন্ধান বক্সের সাহায্যেও কোন নির্দিষ্ট খুঁজতে পারবেন। এরপর আপনি খুঁজে পাওয়া যে কোন অ্যাড-অনের Install বাটনে ক্লিক করার মাধ্যমে সেটি ইন্সটল করে নিতে পারবেন।
      Addon1 29 WinAddon2 29 WinAddon1 29 MacAddon2 29 MacAddon1 29 LinAddon2 29 Lin
  4. ফায়ারফক্স অনুরোধকৃত অ্যাড-অনটি ডাউনলোড করবে এবং হয়তো জিজ্ঞেস করবে আপনি এটি ইন্সটল করার ব্যাপারে নিশ্চিত কিনা।
  5. যদি Restart Now বাটনটি আসে তবে তাতে ক্লিক করুন। ফায়ারফক্স চালু হওয়ার সময় আপনার খোলা থাকা ট্যাবগুলো সংরক্ষণ করা হবে এবং পুনরায় চালু হওয়ার পর তা পুনরুদ্ধার করা হবে।

অযাড-অন সম্পর্কে আরও জানতে ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।

পরামর্শঃ কিছু অ্যাড-অন ইন্সটল হওয়ার পর টুলবারে বাটন যুক্ত করে। আপনি চাইলে এগুলো মুছে ফেলতে পারেন অথবা মেনুতে প্রতিস্থাপন করতে পারেন। আরও জানতে ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন।

ফায়ারফক্স সিঙ্ক করার পদ্ধতি

যেকোন ডিভাইস থেকে আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড প্রভৃতিতে প্রবেশ করুন।

  1. প্রথমে একটি ফায়ারফক্স একাউন্ট তৈরি করুনঃ
    • New Fx Menu মেনু বাটনে ক্লিক করে Sign in to Sync নির্বাচন করুন এবং একাউন্ট তৈরি করতে নির্দেশনা অনুসরণ করুন।
    Sync 29
  2. এরপর অন্যয় ডিভাইস যুক্ত করার জন্য কেবল সাইন ইন করুন।

বিস্তারিত নির্দেশনার জন্য কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? নিবন্ধটি দেখুন।

সহায়তা পান

আপনার যদি আরও প্রশ্ন থেকে থাকে কিংবা যদি ফায়ারফক্স সংক্রান্ত কোন সাহায্যের প্রয়োজন হয় তবে আপনি ঠিক ওয়েব সাইটেই এসেছেন।

  • এই সাইটে এমন শত শত নিবন্ধ আছে যেখানে ফায়ারফক্স নিয়ে আপনার প্রায় সকল প্রশ্নের সমাধান পাবেন।
Get Help

ওয়েব ব্রাউজ করুন

নীড় পাতা নির্ধারন করুন

ফায়ারফক্সে নীড় পাতা নির্ধারন করা একেবারে সহজ। কেবল সাইটের আইকনটি হোম বাটনে টেনে আনুন। নীড় পাতা এবং ফায়ারফক্স চালুর সময় কোন কোন ট্যাব খুলবে তা নির্ধারন করা সম্পর্কে বিস্তারিত জানতে কিভাবে হোম পেজ নির্ধারন করা যায় নিবন্ধটি দেখুন।
Home page Win1


Home page Mac1

Home page Lin1

এক ক্লিকেই বুকমার্ক করুন

কোন পাতা বুকমার্ক করতে লোকেশন বারের তারকা চিহ্নে ক্লিক করুন ব্যস এতেই ওই পাতাটি বুকমার্ক হয়ে যাবে। বুকমার্ক ট্যাগিং ও তা সাজানোর উপায় সহ বুকমার্ক ব্যবহার সম্বন্ধে আরও জানতে আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার নিবন্ধটি দেখুন।
bookmarks-win1

bookmarks-mac1

অসাম বারের সাহায্যে যেকোন কিছু খুঁজে বের করুন

আমরা ফায়ারফক্সের লোকেশন বারকে "অসাম বার" বলে ডাকতে পছন্দ করি। কেননা আপনি যখন এমন কোন সাইটের নাম বা ঠিকানা লেখা শুরু করেন যেটা আপনি এর আগেও পরিদর্শন করেছেন তখন এটা তাৎক্ষণিকভাবে আপনার জন্য সেটা খুঁজে বের করে। এবং আপনি এটা যত ব্যবহার করবেন এটা তত ভালো কাজ করবে। আপনার খোলা ট্যাব দিয়ে অনুসন্ধান ও একই ট্যাব দিয়ে ওয়েবে অনুসন্ধান এর মতো আরও অসংখ্য আসাম বারের ট্রিক্স জানতে Awesome Bar - এড্রেস বারে কোন কিছু লেখার সময় বুকমার্ক, ইতিহাস এবং ট্যাব থেকে এড্রেস খুজে দিবে নিবন্ধটি দেখুন।
Awesome Bar dropdown1 win

Awesome Bar dropdown1 mac

Awesome Bar dropdown1 lin

ওয়েবে অনুসন্ধান করুন

ফায়ারফক্স বিল্ট-ইন সার্চ বারে থাকা আপনার পছন্দের যেকোন অনুসন্ধান সাইট দিয়ে ওয়েবে অনুসন্ধান করুন। অনসন্ধান ইঞ্জিন পরিবর্তন করতে শুধুমাত্র বাম পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন। অনুসন্ধানের আরও নানা ধরনের ট্রিক্স জানতে Search bar - add, change and manage search engines on Firefox নিবন্ধটি দেখুন।
Search Win

Search Mac

Search Lin

ট্যাব ট্যাব ও ট্যাব!

ট্যাব আপনাকে একই উইন্ডোর ভিতরে একাধিক ওয়েবসাইট খুলতে দেয়, আপনার স্ক্রিন পরিষ্কার রাখে এবং এক সাইটের পেজ হতে অন্য সাইটের পেজে সহজেই যেতে দেয়। একটি নতুন ট্যাব তৈরী করতে হলে, সর্বশেষ খোলা ট্যাবের ডান পাশে থাকা (+) বাটনটিতে ক্লিক করুন। ট্যাব নিয়ে ধরনের কাজ করার জন্য আরও জানতে একটি মাত্র উইন্ডোতে অনেক ওয়েবসাইট সাজানোর জন্য ট্যাব ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
Tabs Win2

Tabs Mac2

পিনড ট্যাব

পিনড ট্যাব ব্যাবহার করে আপনি ফেসবুক, জিমেইল বা টুইটারের মত আপনার পছন্দের ওয়েব অ্যাপ শুধুমাত্র এক ক্লিকেই খুলতে পারেন। একটি পিনড ট্যাব খুলতে, ট্যাবের উপর রাইট ক্লিককন্ট্রোল ক্লিক করুন এবং মেনু হতে Pin Tab নির্বাচন করুন। পিনড ট্যাব কিভাবে কাজ করে, তা সম্বন্ধে আরও জানতে পিনড ট্যাব - আপনার প্রিয় ওয়েবসাইটগুলো এক ক্লিকে খুলুন নিবন্ধটি দেখুন।
Pin App Tab Win

Pin App Tab Mac

Pin App Tab Lin

ব্যাক্তিগত ব্রাউজিং

ফায়ারফক্সের ব্যাক্তিগত ব্রাউজিং সুবিধাটি ব্যাবহারের মাধ্যমে আপনি যে সকল ওয়েবসাইট পরিদর্শন করছেন, তার কোন ধরনের তথ্য আপনার কম্পিউটারে সংরক্ষন না করেই আপনি ব্রাউজ করতে পারবেন।

ব্যাক্তিগত ব্রাউজিং চালু করতে, ফায়ারফক্স উইন্ডর উপরেমেনু বারে যান, click the Firefox buttonTools menu and select Start Private Browsing. Read the ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন article to learn more.
Private Browsing Win1


Private Browsing Mac1

Private Browsing Lin1

To open a Private Browsing window, go to the top of the Firefox window, the menu bar, click the Firefox buttonFile menu and select New Private Window. Read the ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন article to learn more.
fx20 new private window - file menu

New Private Window Fx20 Win7

New Private Window Fx20 Mac

New Private Window Fx20 Lin

Customizing Firefox with Add-ons

Add-ons are like apps that you install to add bells & whistles to Firefox. You can get add-ons that compare prices, check the weather, change the look of Firefox, listen to music, or even update your Facebook profile. To learn more about Add-ons and how to install them, see ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন.

Themes

Easily personalize Firefox's appearance. Try some themes on at Mozilla's add-on website.

Staying in Sync

Firefox Sync lets you securely access your history, bookmarks, tabs and passwords across all of your devices. See কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? to learn more or just go straight to syncing your computers or your Android device.