ওয়েবসাইট সমূহ আপনার কম্পিউটারে যে সকল তথ্য সংরক্ষণ করেছে তা পরিষ্কার করতে কুকি মুছুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 173906
  • নির্মিত:
  • রচয়িতা: Kamrul Hasan
  • মন্তব্য: updated
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আপনি যে সকল ওয়েবসাইট পরিদর্শন করে থাকেন সেসকল ওয়েবসাইট দ্বারা আপনার কম্পিউটারে কুকি সংরক্ষণ করা হয়ে থাকে। সাধারণত সাইট অনুযায়ী পছন্দ বা লগইন অবস্থা এর মত তথ্যগুলো এই কুকিজের মধ্যে থাকে। এই নিবন্ধটিতে বর্ণনা করা হয়েছে কিভাবে Firefox এ কুকি মুছতে হয়।

একটি নির্দিষ্ট সাইটের কুকি মুছুন

একটি ওয়েবসাইটের কুকি মুছতে হলে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন এবং History সেকশনে যান।

  3. Firefox will, এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে Use custom settings for history সেট করুন।
    Fx60HistorySettings-UseCustomFx63CustomHistory
  4. Show Cookies... এ ক্লিক করুন। এরপর কুকিগুলোর উইন্ডোটি খুলবে
    Privacy - show cookies - firefox 38Fx56CustomHistory-ShowCookiesFx57CustomHistory-ShowCookies
  5. Search: বক্সে আপনি যে সাইটের কুকি মুছতে চান তার নাম টাইপ করুন। আপনার অনুসন্ধানের সাথে যে কুকি মিলে যাবে তা প্রদর্শিত হবে।
    Privacy - show cookies - remove selected - firefox 38
    Tip: Select the first cookie and press Shift + End to select all the cookies in the list.
    • তালিকা থেকে অপসারণ কুকি(স) নির্বাচন করুন এবং Remove Selected চাপুন।
  6. উইন্ডোটি বন্ধ করার জন্য Close ক্লিক করুন কুকিগুলো উইন্ডোটি বন্ধ করুন about:preferences পাতাটি বন্ধ করুণ।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy & Security প্যানেলটি নির্বাচন করুন এবং Cookies and Site Data সেকশনে যান।
    Fx60Settings-CookiesAndSiteDataFx61settings-CookiesAndSiteDataFx63settings-AcceptCookies
  1. Manage Data… বাটুনটি চাপুন। কুকিগুলো পরিচালনা করুন এবং সাইট ডাটা ডায়াল

প্রদর্শিত হবে।

  1. Search websites বক্সে আপনি যে সাইটের কুকি মুছতে চান তার নাম টাইপ করুন

আপনার অনুসন্ধানের সাথে যে কুকি মিলে যাবে তা প্রদর্শিত হবে।

  1. Fx60ManageCookiesAndSiteData-RemoveSelected
    • সব কুকি মুছে ফেলার জন্য এবং storage data ওয়েবসাইটের জন্য Remove All Shown চাপুন।
    • নির্বাচিত আইটেম মুছে ফেলার জন্য এবং একটি এন্ট্রি নির্বাচন করুন এবং Remove Selected চাপুন।
  2. Save Changes চাপুন।
  3. Removing Cookies and Site Data কনফার্মেশন ডায়ালগ যেটা ওপেন হয়েছে RemoveOK চাপুন।
  4. about:preferences পেইজটি বন্ধ করুন।
  5. Firefox এ সাইটের ডাটা ম্যানেজ কারা সর্স্পকে আরো জানতে Manage local site storage settings দেখুন।
নোট: আপনি পৃথক ওয়েবসাইট কুকি মুছে ফেলতে পারেন Firefox version ৬০ এং তার নিচে Page Info window Security ট্যাব View Cookies বাটুন ব্যবহার করুন। আপনি ব্যবহার করতে পারেন also Storage Inspector একটি নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য পৃথক কুকিজ অপসারণ করতে, রাইট ক্লিক কনটেক্স মেনু। স্টোরেজ ইন্সপেক্টর খুলতে, মেনু বাটুনে যান Fx57Menu Web Developer সাবমেনু অথবা চাপুন Shift + F9 কিবোর্ড এর।

সব কুকি ডিলিট করতে

আপনার কম্পিউটারের সব কুকি ডিলিট করতে অন্যথায় খুলুন কুকি উইন্ডো যেভাবে উপরে বলা হয়েছে। Remove All Cookies বাটুন চাপুন, অন্যভাবে Cookies and Site Data সেটিংস যান যেভাবে উপরে বলা হয়েছে। Clear Data… চাপুন এবং তারপর Clear সব কুকি অপসারণ করতে এং সাইট ডাটা অথবা নিম্নলিখিত কাজ করুনঃ

  1. Fx57Menu বাটুন চাপুন এবং Library চাপুন (অথবা 57 library icon লাইব্রেরী বাটুন টুলবার থেকে চাপুন )
  2. History চাপুন এবং তারপর Clear Recent History… চাপুন
  3. সেট করুন Time range to clear থেকে Everything
  4. নেক্স টু আরো কি চাপুন Details হিসটোরি আইটেম তালিকা প্রসারিত হবে।
  5. 'Cookies সিলেক্ট করুন এবং আপনি যা রাখতে চান তা বাদে অন্যান্য আইটেম নির্বাচন করা হইেছে কিনা তা নিশ্চিত করুন।
    Fx52ClearRecentHistory-Cookies
  6. সব কুকি অপসারণ করতে Clear Now চাপুন এবং সাম্প্রতিক ইতিহাস উইন্ডো বন্ধ করুন।
  1. New Fx Menu বাটুনটি চাপুন এবং History বন্ধ করুন এবং তারপর Clear Recent History…
  1. Time range to clearEverything সেট করুন।
  2. ইতিহাস আইটেমের তালিকা খুলতে Details এর পাশে থাকা টিক চিহ্নতে ক্লিক করুন ।
  3. Cookiesনির্বাচন করুন এবং নিশ্চিত করুন যে অন্যান্য আইটেমগুলো যেগুলো আপনি রাখতে চান সেগুলো নির্বাচন করা হয়নি।
    Fx52ClearRecentHistory-Cookies
  4. কুকি মুছতে এবং সকল নতুন ইতিহাসের উইন্ডো বন্ধ করতে Clear Now বাটনে ক্লিক করুন ।