ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 71931
  • নির্মিত:
  • রচয়িতা: orvi
  • মন্তব্য: Need Review
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। আপনি আপনার ফায়ারফক্সের প্রিয় সুবিধাগুলো ব্যাবহার করতে দেয়। পুর্বনির্ধারিত বিন্যাসটি পছন্দ করেন না? এটির স্থান পরিবর্তন করা অতি সহজ। সেখানে কি এমন কোন সার্ভিস আছে যেটি আপনি সব সময় ব্যাবহার করেন? তাহলে সেটিকে আপনার প্রধান টুলবারে যোগ করুন। আমরা আপনাকে দেখাবো, কিভাবে আপনি এটি করতে পারবেন।

ফায়ারফক্স টুলবার আপনাকে সাধারণ সুবিধাগুলোতে সহজে প্রবেশ করতে দেয়। এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে আপনি টুলবারকে আপনার ইচ্ছা মত সাজাতে পারেন।

মেনু বা টুলবার কাস্টমাইজ করুন

আপনি মেনু বা আপনার টুলবার প্রদর্শিত আইটেমগুলো পরিবর্তন করতে পারেন।

  1. মেনু বাটনটিতে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন।
  2. * একটি বিশেষ ট্যাব খুলবে যেটি আপনাকে মেনু বা টুলবার হতে যেকোন আইটেম ড্র্যাগ এবং ড্রপ করতে পারবেন এর ফলে আপনি মেনু এবং টুলবারের মধ্যে যেকোন আইটেম আদান প্রদান করে স্থান পরিবর্তন করতে পারবেন। আপনার জন্য কোনটি ভাল তা আপনার ইচ্ছামত করে পরীক্ষা করুন। আপনি যেকোন সময় ঠিক পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে স্ক্রিনের নিচে থাকা Restore Defaults বাটনটি ক্লিক করুন।
#;Customize Fx 29 Win8
#আপনার যখন সবকিছু করা শেষ হবার পরে সবুজ রঙের Exit Customize বাটনটি ক্লিক করুন। এই সম্বন্ধে আরও জানতে হলে, ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।

</div>

টাইটেল বার, মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন

টাইটেল বার চালু করার জন্য:

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর বাম দিকের নিচে অবস্থিত Title Bar বাটনটিতে ক্লিক করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

'মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করার জন্য:'

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর স্ক্রিনের নিচে থাকা Show / Hide Toolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

টাইটেল বার বা বুকমার্ক টুলবার চালু করুন

টাইটেল বার চালু করার জন্য:

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর বাম দিকের নিচে অবস্থিত Title Bar বাটনটিতে ক্লিক করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

বুকমার্ক টুলবার চালু করার জন্য:

  • স্ক্রিনের উপরের দিকে থাকা View মেনুটি ক্লিক করুন এরপর নিচে থাকা Toolbars এ যান এবং Bookmarks Toolbar নির্বাচন করুন।

মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর স্ক্রিনের নিচে থাকা Show / Hide Toolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

সমস্যা হচ্ছে?

মেনু বার, বুকমার্ক টুলবার বা টাইটেল বার পরিবর্তিত অবস্থায় থাকাকালীন আপনি তাদেরকে ঠিক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে, Restore Defaults বাটনটি ক্লিক করুন। যদি পুনরায় পূর্বের ফিরিয়ে আনলেও আপনার সমস্যা সমাধান না হয়, তাহলে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করুন।

*Refresh Firefox - অ্যাড-অন ও সেটিংস রিসেট করুন

আমি কিভাবে ভিন্ন ভিন্ন ধরনের টুলবার প্রদর্শন করব বা তাদেরকে আড়াল করব

বেশিরভাগ টুলবার আপনার প্রয়োজন অনুযায়ী প্রদর্শন করা বা আড়ালে রাখা যেতে পারে। কোন টুলবার প্রদর্শন করতে বা আড়ালে রাখতে হলে, ট্যাবের স্ট্রিপের যেকোন ফাঁকা জায়গায় right-clickcontrol-click করুন এবং পপ আপ মেনুতে আপনি যেটি প্রদর্শন করতে চান তাতে টিক চিহ্ন দিন এবং যেটি আড়ালে রাখতে চান, তা হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।

  • Menu Bar: ফায়ারফক্স উইন্ডোর উপরের দিকে থাকা এই টুলবারটিতে ব্রাউজারের মেনু থাকে। (যেমনঃFile, Edit, Help ইত্যাদি)। উইন্ডোজ ভিস্তা ও উইন্ডোজ 7 এ, পূর্বনির্ধারিতভাবেই মেনু বার লুকানো থাকে। এবং এই মেনু বারের সকল সুবিধা Firefox বাটনে রয়েছে। যদি মেনু বার লুকানো থাকে, তাহলে Alt কী চেপে আপনি সাময়িকভাবে এটিকে দেখাতে পারেন।
    • Menu Bar: ফায়ারফক্স উইন্ডোর উপরের দিকে থাকা এই টুলবারটিতে ব্রাউজারের মেনু থাকে। (যেমনঃFile, Edit, Help ইত্যাদি)। এই মেনু বারকে আড়াল করলে Firefox বাটন চলে আসবে। এই Firefox বাটনে খুব সহজ ও সাধারন মেনু রয়েছে।
  • Tab Strip: এটি হল এমন স্থান যেখানে আপনার ট্যবগুলো দেখানো হয়। আপনি এটাকে আড়াল করে রাখতে পারবেন না।
  • Navigation Toolbar: এই টুলবারে আপনার ওয়েব সাইটের নেভিগেশন বাটন, লোকেশন বার, অনুসন্ধান বার, Home বাটন এবং Bookmarks বাটনটি রয়েছে।
  • Bookmarks Toolbar: এই টুলবারে আপনার বুকমার্ক টুলবার ফোল্ডারের বুকমার্কগুলো রয়েছে। আরও তথ্যের জন্য, বুকমার্ক টুলবার- Firefox উইন্ডোর উপরের অংশে আপনার পছন্দের ওয়েবসাইটে প্রদর্শন নিবন্ধটি দেখুন। ফায়ারফক্সের নতুন সংস্করণগুলোতে, পূর্বনির্ধারিতভাবেই বুকমার্ক টুলবার আড়াল করে রাখা হয়েছে।
  • Add-on Bar: ফায়ারফক্স উইন্ডোর নীচের অংশে থাকা এই টুলবারে এক্সটেনশনের সঙ্গে থাকা বাটনগুলো রয়েছে (শুধুমাত্র যদি সেই অ্যাড-অনের ডেভলপার দ্বারা বাটন দেওয়া থাকে)। আরও তথ্যের জন্য অ্যাড-অন বারটির মাধ্যমে অ্যাড-অনের নানা ধরনের ফিচার সহজেই ব্যবহার করা নিবন্ধটি দেখুন।

Toolbars - win1Toolbars - mac1 Toolbars - lin1

কিভাবে আমি টুলবার আইটেমগুলো পুনর্বিন্যস্ত বা পরিবর্তন করব?

  1. ট্যাব স্ট্রিপের কোন খালি অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন এবং Customize... নির্বাচন করুন।
  2. আপনার প্রয়োজনমত টুলবারের আইটেমগুলো পরিবর্তন করুন। প্রতিটি আইটেম কি কাজ করে তার বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন।
    • কোন আইটেম যোগ করাতে হলে, সেটিকে কাস্টমাইজ টুলবারের উইন্ডো হতে নিয়ে যে টুলবারে আপনি তা দেখতে চান সেই টুলবারে টেনে নিয়ে আসুন।
    • কোন আইটেম অপসারণ করতে হলে, সেটিকে কাস্টমাইজ উইন্ডোতে টেনে আনুন।
    • কোন আইটেম নতুন করে সাজাতে হলে, সেটিকে যেখানে আনতে চান সেখানে সেটিকে টেনে নিয়ে আসুন।
  3. আপনার কাজ শেষ হলে, Done বাটনে ক্লিক করুন।

Toolbars - win2Toolbars - mac2Toolbars - lin2

Try it out: ভিন্ন ভিন্ন বিন্যাস নিয়ে পরীক্ষা করুন। আপনি যেকোন সময় পূর্বনির্ধারিত সেটিং এ ফিরে আসতে পারেন। পূর্বনির্ধারিত সেটিং এ ফিরে আসতে হলে কাস্টমাইজ টুলবার উইন্ডোতে থাকা Restore Default Set বাটনটি ক্লিক করুন।

আইকন দেখতে কেমন হবে তার অপশন

কাস্টমাইজ টুলবার উইন্ডোর নিচের দিকে কিছু অপশন রয়েছে যেগুলো ব্যাবহার করে আপনি আপনার টুলবারের আইকন এর ধরন পরিবর্তন করতে পারেনঃ

* Show: এই ড্রপডাউন মেনুটি থেকে আপনি নির্বাচিত করতে পারেন কি কি টুলবারে দেখানো হবেঃ শুধু আইকন, শুধু লেখা নাকি আইকন ও লেখা উভয়ই একসাথে। পূর্বনির্ধারিতভাবে ফায়ারফক্স শুধুমাত্র আইকন দেখিয়ে থাকে।
  • Use Small Icons: টুলবার ছোট করতে হলে এই অপশনটিতে টিক চিহ্ন দিন।

আমি কিভাবে অতিরিক্ত টুলবার যুক্ত করতে পারি?

  1. ট্যাব স্ট্রিপের কোন খালি অংশে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন এবং Customize... মেনু নির্বাচন করুন। তাহলে কাস্টমাইজ টুলবার উইন্ডোটি খুলবে।
  2. কাস্টমাইজ টুলবার উইন্ডোর নীচের অংশে থাকা, Add New Toolbar বাটনে ক্লিক করুন। তাহলে নতুন টুলবার উইন্ডো খুলবে।
  3. নতুন টুলবার উইন্ডোটিতে, আপনার টুলবারের জন্য একটি নাম লিখুন এবং OK বাটনে ক্লিক করুন.
  4. যখন আপনার সব কাজ করা শেষে Done বাটনে ক্লিক করুন। আপনার নতুন টুলবারটি নেভিগেশন টুলবারের নিচে দেখা যাবে।

Try it out: একটি নতুন টুলবার তৈরী করুন। আপনি যেকোন সময় অতিরিক্ত টুলবারগুলো অপসারন করতে পারেন। অপসারন করতে হলে, কাস্টমাইজ টুলবার উইন্ডোটিতে থাকা Restore Default Set বাটনটিতে ক্লিক করুন।

"অনুপস্থিত টুলবার, অজানা টুলবার বা টুলবার যেগুলো রিসেট করা হয়েছে" এই জাতীয় সমস্যা আমার ফায়ারফক্সে রয়েছে

টুলবার সমস্যা সমাধানের জন্য এই নিবন্ধগুলো দেখুন: