변경사항 비교

ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন

변경 사항 75301:

변경 사항 75301 제공자: rashik.i.nahian 수정일:

변경 사항 200789:

변경 사항 200789 제공자: user2600441 수정일:

키워드:

ব্যাকআপ তথ্য উপাত্ত
ফাইলের তথ্য ব্যাকআপ করা

검색 결과 요약

ফায়ারফক্স আপনার ব্যক্তিগত তথ্য এবং সেটিংস একটি প্রোফাইলে সংরক্ষণ করে রাখে। এই নিবন্ধটি কিভাবে এই জরুরী তথ্যগুলো ব্যাকআপ ও পুনঃস্থাপন করতে হয় তা বর্ণনা করবে।
ফায়ারফক্স আপনার ব্যক্তিগত তথ্য এবং সেটিংস একটি প্রোফাইল ফোল্ডারে সংরক্ষণ করে রাখে। কিভাবে এই জরুরী তথ্যগুলো ব্যাকআপ ও পুনঃস্থাপন করতে হয় তা এই নিবন্ধটির মাধ্যমে আপনি জানতে পারবেন।

내용:

মজিলা ফায়ারফক্স আপনার সকল ব্যক্তিগত সেটিংস, যেমন বুকমার্ক, পাসওয়ার্ড এবং এক্সটেনশন, একটি '''[[Profiles - Where Firefox stores your bookmarks, passwords and other user data|প্রোফাইল ফোল্ডার]]'''-এ জমা রাখে। যা আপনার কম্পিউটারে অবস্থিত ফায়ারফক্স প্রোগ্রাম ফোল্ডার থেকে আলাদা। এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে তথ্য ব্যাকআপ করতে হয়, পুনঃসংরক্ষন করতে হয়, অথবা আপনার প্রোফাইল কিভাবে কম্পিউটারের অন্য কোন স্থানে সংরক্ষণ করতে হয়। *সমগ্র প্রোফাইলের পরিবর্তে বাছাই করা কিছু তথ্য সংরক্ষন করতে চাইলে, এটি দেখুন [[Recovering important data from an old profile]]. * '''শুধু বুকমার্কই ব্যাকআপ করবেন?''' ব্যাকআপ করতে, পুনঃস্থাপন করতে, অথবা বুকমার্কের স্থান পরিবর্তন করতে (অন্যান্য তথ্য নয়), [[Restore bookmarks from backup or move them to another computer]] দেখুন। __TOC__ = আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন = [[T:OpenProfileFolder]] = আপনার প্রোফাইল ব্যাকআপ করা = আপনার প্রোফাইল ব্যাকআপ করতে, প্রথমে ফায়ারফক্স খোলা থাকলে বন্ধ করুন এবং প্রোফাইল ফোল্ডারটি অন্য কোন স্থানে কপি করে রাখুন। # [[T:closeFirefox]] # উপরে বর্ণিত উপায় অনুসরণ করে আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন। # আপনার প্রোফাইল ফোল্ডারের এক লেভেল উপরে যান, উদাঃ {filepath {for win}%APPDATA%\Mozilla\Firefox\Profiles\{/for}{for mac}~/Library/Application Support/Firefox/Profiles/{/for}{for linux}~/.mozilla/firefox/{/for}} এ যান। # {for win,linux}আপনার প্রোফাইল ফোল্ডারে ডান ক্লিক করুন (e.g. {filepath xxxxxxxx.default}), এবং {menu Copy} বাছাই করুন ।{/for}{for mac} {key Ctrl} চেপে রাখুন যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোফাইলে ক্লিক করেন (e.g. {filepath xxxxxxxx.default}), এবং {menu Copy} বাছাই করুন ।{/for} # {for win,linux}ব্যাকআপ এর অবস্থান (যেমন- USB-stick বা খালি CD-RW ডিস্ক) বাছাই করে তাতে ডান ক্লিক করুন , এবং এরপর {menu Paste} বাছাই করুন{/for}{for mac} {key Ctrl} চেপে রাখুন যখন আপনি ব্যাকআপ এর অবস্থান (যেমন USB-stick বা খালি CD-RW ডিস্ক) বাছাই করছেন, এবং এরপর {menu Paste item} বাছাই করুন{/for}। = একটি প্রোফাইল ব্যাকআপ পুনঃস্থাপন করুন = # [[T:closeFirefox]] # যদি আপনার বর্তমান প্রোফাইল ফোল্ডার এবং ব্যাকআপ ফোল্ডারের নাম একই হয়ে থাকে, তাহলে শুধুমাত্র প্রোফাইল ফোল্ডারটি আপনার প্রোফাইল ব্যাকআপ দিয়ে স্থানান্তর করুন, এরপর ফায়ারফক্স চালু করুন। {note}'''জরুরী:''' প্রোফাইল ফোল্ডারের নাম হুবহু মিলে যেতে হবে এই কাজের জন্য, এমনকি ৮ অক্ষরের স্ট্রিং বা শব্দটি সহ। যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের নির্দেশনাগুলো লক্ষ্য করুন। {/note} == ভিন্ন কোন স্থানে পুনঃস্থাপন করতে চাইলে == যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের কাজগুলো করুন: # আগের নির্দেশনা অনুযায়ী ফায়ারফক্স সম্পুর্নরুপে বন্ধ করুন। # আপনার পছন্দের স্থানে [[Use the Profile Manager to create and remove Firefox profiles|নতুন প্রোফাইল তৈরি করতে প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন]], এরপর প্রোফাইল ম্যানেজার বন্ধ করুন। {note}'''দ্রষ্টব্যঃ''' আপনি যদি নতুন কম্পিউটারে ফায়ারফক্স ইনস্টল করে থাকেন, তাহলে আপনি নতুন প্রোফাইল খোলার পরিবর্তে, ডিফল্ট প্রোফাইলটি ব্যবহার করতে পারেন যা স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে থাকে। {/note} #আপনার হার্ড ড্রাইভে বা পেনড্রাইভে থাকা ব্যাকআপ করা প্রোফাইলটি সনাক্ত করুন। (যেমন-, আপনার USB-stick) । # প্রোফাইল ফোল্ডার ব্যাকআপটি খুলুন (e.g., the {filepath xxxxxxxx.default} backup)। #প্রোফাইল ফোল্ডার ব্যাকআপের সব ফাইল কপি করুন, যেমন {filepath mimeTypes.rdf} ফাইল, {filepath prefs.js} ফাইল, {filepath bookmarkbackups} ফোল্ডার, ইত্যাদী। #উপরে বর্নিত নিয়ম অনুযায়ী নতুন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স বন্ধ করুন (যদি খোলা থাকে)। #একই নামের নামের ফাইলগুলোকে ওভাররাইট করেই, প্রোফাইল ফোল্ডারের ব্যাকএন্ডের সকল তথ্য নতুন ফোল্ডারে কপি করুন। #ফায়ারফক্স চালু করুন।
মজিলা ফায়ারফক্স আপনার সকল ব্যক্তিগত সেটিংস, যেমন বুকমার্ক, পাসওয়ার্ড এবং এক্সটেনশন, একটি '''[[Profiles - Where Firefox stores your bookmarks, passwords and other user data|প্রোফাইল ফোল্ডার]]'''-এ জমা রাখে। যা আপনার কম্পিউটারে অবস্থিত ফায়ারফক্স প্রোগ্রাম ফোল্ডার থেকে আলাদা। এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে তথ্য ব্যাকআপ করতে হয়, পুনঃসংরক্ষন করতে হয়, অথবা আপনার প্রোফাইল কিভাবে কম্পিউটারের অন্য কোন স্থানে সংরক্ষণ করতে হয়। *সমগ্র প্রোফাইলের পরিবর্তে বাছাই করা কিছু তথ্য সংরক্ষন করতে চাইলে, এটি দেখুন [[Recovering important data from an old profile]]. * '''শুধু বুকমার্কই ব্যাকআপ করবেন?''' ব্যাকআপ করতে, পুনঃস্থাপন করতে, অথবা বুকমার্কের স্থান পরিবর্তন করতে (অন্যান্য তথ্য নয়), [[Restore bookmarks from backup or move them to another computer]] দেখুন। __TOC__ = আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন = [[T:OpenProfileFolder]] = আপনার প্রোফাইল ব্যাকআপ করা = আপনার প্রোফাইল ব্যাকআপ করতে, প্রথমে ফায়ারফক্স খোলা থাকলে বন্ধ করুন এবং প্রোফাইল ফোল্ডারটি অন্য কোন স্থানে কপি করে রাখুন। # [[T:closeFirefox]] # উপরে বর্ণিত উপায় অনুসরণ করে আপনার প্রোফাইল ফোল্ডারটি সনাক্ত করুন। # আপনার প্রোফাইল ফোল্ডারের এক লেভেল উপরে যান, উদাঃ {filepath {for win}%APPDATA%\Mozilla\Firefox\Profiles\{/for}{for mac}~/Library/Application Support/Firefox/Profiles/{/for}{for linux}~/.mozilla/firefox/{/for}} এ যান। # {for win,linux}আপনার প্রোফাইল ফোল্ডারে ডান ক্লিক করুন (e.g. {filepath xxxxxxxx.default}), এবং {menu Copy} বাছাই করুন ।{/for}{for mac} {key Ctrl} চেপে রাখুন যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোফাইলে ক্লিক করেন (e.g. {filepath xxxxxxxx.default}), এবং {menu Copy} বাছাই করুন ।{/for} # {for win,linux}ব্যাকআপ এর অবস্থান (যেমন- USB-stick বা খালি CD-RW ডিস্ক) বাছাই করে তাতে ডান ক্লিক করুন , এবং এরপর {menu Paste} বাছাই করুন{/for}{for mac} {key Ctrl} চেপে রাখুন যখন আপনি ব্যাকআপ এর অবস্থান (যেমন USB-stick বা খালি CD-RW ডিস্ক) বাছাই করছেন, এবং এরপর {menu Paste item} বাছাই করুন{/for}। = একটি প্রোফাইল ব্যাকআপ পুনঃস্থাপন করুন = # [[T:closeFirefox]] # যদি আপনার বর্তমান প্রোফাইল ফোল্ডার এবং ব্যাকআপ ফোল্ডারের নাম একই হয়ে থাকে, তাহলে শুধুমাত্র প্রোফাইল ফোল্ডারটি আপনার প্রোফাইল ব্যাকআপ দিয়ে স্থানান্তর করুন, এরপর ফায়ারফক্স চালু করুন। {note}'''জরুরী:''' প্রোফাইল ফোল্ডারের নাম হুবহু মিলে যেতে হবে এই কাজের জন্য, এমনকি ৮ অক্ষরের স্ট্রিং বা শব্দটি সহ। যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের নির্দেশনাগুলো লক্ষ্য করুন। {/note} == ভিন্ন কোন স্থানে পুনঃস্থাপন করতে চাইলে == যদি প্রোফাইল ফোল্ডারে নাম না মিলে এবং যদি আপনি ভিন্ন কোন স্থানে নিতে চান তাহলে, নিচের কাজগুলো করুন: # আগের নির্দেশনা অনুযায়ী ফায়ারফক্স সম্পুর্নরুপে বন্ধ করুন। # আপনার পছন্দের স্থানে [[Use the Profile Manager to create and remove Firefox profiles|নতুন প্রোফাইল তৈরি করতে প্রোফাইল ম্যানেজার ব্যবহার করুন]], এরপর প্রোফাইল ম্যানেজার বন্ধ করুন। {note}'''দ্রষ্টব্যঃ''' আপনি যদি নতুন কম্পিউটারে ফায়ারফক্স ইনস্টল করে থাকেন, তাহলে আপনি নতুন প্রোফাইল খোলার পরিবর্তে, ডিফল্ট প্রোফাইলটি ব্যবহার করতে পারেন যা স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়ে থাকে। {/note} #আপনার হার্ড ড্রাইভে বা পেনড্রাইভে থাকা ব্যাকআপ করা প্রোফাইলটি সনাক্ত করুন। (যেমন-, আপনার USB-stick) । # প্রোফাইল ফোল্ডার ব্যাকআপটি খুলুন (e.g., the {filepath xxxxxxxx.default} backup)। #প্রোফাইল ফোল্ডার ব্যাকআপের সব ফাইল কপি করুন, যেমন {filepath mimeTypes.rdf} ফাইল, {filepath prefs.js} ফাইল, {filepath bookmarkbackups} ফোল্ডার, ইত্যাদী। #উপরে বর্নিত নিয়ম অনুযায়ী নতুন ফোল্ডার খুলুন এবং ফায়ারফক্স বন্ধ করুন (যদি খোলা থাকে)। #একই নামের নামের ফাইলগুলোকে ওভাররাইট করেই, প্রোফাইল ফোল্ডারের ব্যাকএন্ডের সকল তথ্য নতুন ফোল্ডারে কপি করুন। #ফায়ারফক্স চালু করুন।

뒤로 가기