Firefox এ TikTok খুলতে গেলে “Potential Security Issue” আসে
আমি Windows 10 ব্যবহার করি। Firefox দিয়ে www.tiktok.com খুলতে গেলে নিচের এরর মেসেজটি আসে: "Did Not Connect: Potential Security Issue" এখানে বলা হয় Firefox নিরাপদ সংযোগ … (baca lebih lanjut)
আমি Windows 10 ব্যবহার করি। Firefox দিয়ে www.tiktok.com খুলতে গেলে নিচের এরর মেসেজটি আসে:
"Did Not Connect: Potential Security Issue"
এখানে বলা হয় Firefox নিরাপদ সংযোগ করতে পারছে না এবং সাইটটি HSTS ব্যবহার করে। অন্য সব ওয়েবসাইট ঠিকঠাক খুলছে, শুধু TikTok এ সমস্যা হচ্ছে।
আমার কম্পিউটারের সময় ও তারিখ ঠিক আছে। Firefox এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছি।
এই সমস্যার সমাধান কীভাবে করব দয়া করে জানাবেন?
ধন্যবাদ।