আমি কিভাবে Firefox OS এ Hotmail অথবা Outlook এর ইমেইল দেখতে পাবো?

(Why do I not see all my Hotmail or Outlook emails on my Firefox OS device? থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

পূর্বনির্ধারিত ভাবে, Hotmail ও Outlook অ্যাকাউন্ট অল্প ইমেইল দেখাবে। সব ইমেইল দেখার জন্য আপনাকে অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করে সব মেসেজের জন্য সিঙ্ক করা লাগবে:

  1. Email অ্যাপ খুলুন, তার উপরে বাম দিকের কোণায় থাকা মেনু বাটনOrange FxOS button ট্যাপ করুন।
  2. বামদিকে নিচে অ্যাকাউন্ট সেটিংস গিয়ার Gray FxOS settings gear ট্যাপ করুন।
  3. যে Hotmail অথবা Outlook অ্যাকাউন্ট টি পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন।
  4. Synchronize সেকশন এর নিচের মেনু টি ট্যাপ করুন এবং All messagesনির্বাচন করুন।
    Outlook Sync
  5. OK বাটনটিতে চাপ দিন।
  1. Email অ্যাপ খুলুন, তার উপরে বাম দিকের কোণায় থাকা মেনু বাটনOrange FxOS button ট্যাপ করুন।
  2. নিচে অ্যাকাউন্ট সেটিংস গিয়ার Gray FxOS settings gear ট্যাপ করুন।
  3. যে Hotmail অথবা Outlook অ্যাকাউন্ট টি পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন।
  4. Days to sync ট্যাপ করুন এবং All messages নির্বাচন করুন।
  5. OK বাটনটিতে চাপ দিন।
দ্রষ্টব্য: যদি আপনার অধিক সংখ্যক ইমেইল থাকে তবে সব সিনক্রোনাইজ করতে কিছু সময় বেশি নিবে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন