মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা কী?

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: What is the Mozilla Maintenance Service?

ফায়ারফক্স বর্তমানে মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা নামক একটি ঐচ্ছিক পরিষেবা ইনস্টল করে থাকে। এই সার্ভিস টি ফায়ারফক্স কে উইন্ডোজের ব্যবহারকারীর অ্যাকাউন্ট কন্ট্রোলে (UAP) হ্যা ক্লিক ছাড়াই আপডেট করতে দেয় ।

Note: এই নিবন্ধটি কেবলমাত্র উইন্ডোজ এর ক্ষেত্রে প্রযোজ্য
No UAC

মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা কিভাবে কাজ করে?

ফায়ারফক্স একটি আপডেট ডাউনলোড করার পরে মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা ব্যবহারকারীর অ্যাকাউন্ট কন্ট্রোল (UAC) ডায়ালগে, হ্যাঁ ক্লিক ছাড়াই উইন্ডোজের কাছ থেকে আপডেট প্রয়োগ করার অনুমতি নেয়। সেই সময় পর্যন্ত সেবাটি চলে না, তাই এটি কম্পিউটারের কোন তথ্য ব্যবহার করে না । এবং যখন হালনাগাদ প্রক্রিয়া শুরু হয়ে গেলেই সেবাটি বন্ধ হয়ে যায়।
দ্রষ্টব্য: যদিও উইন্ডোজ এক্সপিতে UAP ডায়লগ নেই তবুও মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা ইনস্টল করা হয় ভবিষ্যতের হালনাগাদ প্রক্রিয়ার জন্য ।

আরও প্রযুক্তিগত বিস্তারিত তথ্য চান? মজিলা উইকি দেখুন

মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা বাতিলকরণ

আপনি যদি ফায়ারফক্স আপডেট সেবা অনুমোদন না দিতে চান তাহলে আপনি মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা বাতিল করতে পারেন।

  1. মেনু বাটনে ক্লিক করুন এবং অপশনস এ যান ।
  2. Advanced প্যানেলে ক্লিক করুন।
  3. Update ট্যাবে ক্লিক করুন । এখানে আপডেট অপশন গুলো দেখতে পারবেন ।
  4. Use a background service to install updates বক্স আনচেক করে দিন।
  5. অপশন উইন্ডো বন্ধ করার জন্য OK তে ক্লিক করুন।
দ্রষ্টব্য: এছাড়াও আপনি উইন্ডোজ কন্ট্রোল প্যানেল থেকে মজিলা রক্ষণাবেক্ষণ পরিষেবা আনইনস্টল করতে পারেন:

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন