অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার

(Use Master Password to protect passwords in Firefox for Android থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ব্যাংকিং বা ইমেইলের মতো বিভিন্ন অনলাইন সার্ভিস ব্যবহারের সময় ফায়ারফক্স আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে পারে । আপনার ডিভাইসটি হাতে নিয়ে যেন কেউ আপনার এসব একাউন্টে প্রবেশ করতে না পারে, এজন্য আপনি মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার করতে পারেন । এই নিবন্ধের মাধ্যমে আপনি মাস্টার পাসওয়ার্ডের ব্যাবহার জানবেন ।

master_password0-ics

মাস্টার পাসওয়ার্ড কীভাবে কাজ করে?

একবার মাস্টার পাসওয়ার্ড উল্লেখ করা হয়ে গেলে যখনই ফায়ারফক্সের আপনার সংরক্ষিত পাসওয়ার্ড লাগবে, তখনই আপনার কাছে মাস্টার পাসওয়ার্ডটি চাইবে । এটি আপনার সকল সংরক্ষিত ইউজারনেম ও পাসওয়ার্ড "আনলক" করবে এবং আপনার ব্রাউজিংয়ের সময় ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে এগুলো.পূরণ করে দিবে । ওয়েব ব্যবহার শেষ হয়ে গেলে ফায়ারফক্স থেকে বের হয়ে আসা মাত্র আপনার ইউজারনেম ও পাসওয়ার্ডগুলো আবার "লকড আপ" হয়ে যায় ।

দ্রষ্টব্য : অন্য অ্যাপ ব্যবহারের সময় আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমটি মেমোরি বাঁচাতে ফায়ারফক্স বন্ধ করে দিতে পারে । এটা ঘটে থাকলে ফায়ারফক্স পুনরায় ব্যবহার করার সময় আপনাকে আবারও মাস্টার পাসওয়ার্ডটি প্রবেশ করাতে বলা হবে ।

কীভাবে মাস্টার পাসওয়ার্ডটি সেট করবেন ?

আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ফায়ারফক্স শুরু থেকেই কোন মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেনা । এটি সেট করতে :

  1. Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. Use master password চেক বক্সে টিক দিন ।
    master_passwords-ics
  3. এন্ট্রি ফিল্ডে একটি পাসওয়ার্ড লিখুন ।
    পরামর্শ : পাসওয়ার্ডটি এমনভাবে দিন, যেন তা আপনার জন্য মনে রাখা সহজ, অথচ অন্যদের জন্য ধারণা করা কঠিন হয় । কীভাবে, জানতে আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন নিবন্ধটি দেখুন ।
    master_password2-ics
  4. পাসওয়ার্ডটি সেট করতে OK বাটনটি ট্যাপ করুন ।
  1. Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. এরপর Privacy ট্যাপ করুন এবং Use master password নির্ধারণ করুন ।
    master_passwords-ics
  3. এন্ট্রি ফিল্ডে একটি পাসওয়ার্ড লিখুন ।
    পরামর্শ : পাসওয়ার্ডটি এমনভাবে দিন, যেন তা আপনার জন্য মনে রাখা সহজ, অথচ অন্যদের জন্য ধারণা করা কঠিন হয় । কীভাবে, জানতে আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন নিবন্ধনটি দেখুন ।
    master_password2-ics
  4. পাসওয়ার্ডটি সেট করতে OK বাটনটি ট্যাপ করুন ।
মাস্টার পাসওয়ার্ড চালু থাকা অবস্থায় অ্যান্ড্রয়েডের ফায়ারফক্স পাসওয়ার্ড সিঙ্ক্রোনাইজ করা বন্ধ করে দিবে ।

কীভাবে মাস্টার পাসওয়ার্ডটি মুছে ফেলবেন ?

আপনি যদি আর মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করতে না চান, তাহলে খুব সহজেই তা মুছে ফেলতে পারেন :

  1. প্রথমে Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. Use master password চেক বক্সে টিক তুলে দিন ।
  3. এন্ট্রি ফিল্ডে পাসওয়ার্ডটি লিখুন ।
  4. OK বাটনটিতে ট্যাপ করে পাসওয়ার্ডটি মুছে ফেলুন ।
  1. প্রথমে Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. Privacy বাটনটি ট্যাপ করুন ।
  3. Use master password চেক বক্সে টিক তুলে দিন ।
  4. এন্ট্রি ফিল্ডে পাসওয়ার্ডটি লিখুন ।
  5. OK বাটনটিতে ট্যাপ করে পাসওয়ার্ডটি মুছে ফেলুন ।
মাস্টার পাসওয়ার্ড বন্ধ করে দেয়ার পর পাসওয়ার্ডগুলো পুনরায় সিঙ্ক্রোনাইজ হওয়া শুরু করবে ।

মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে

আপনি যদি মাস্টার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনাকে এটি রিসেট করতে হবে :

সতর্কতা : মাস্টার পাসওয়ার্ড রিসেট করা হলে আপনার সংরক্ষিত সকল ইউজারনেম ও পাসওয়ার্ড মুছে যাবে ।
  1. গুগল সেটিংস থেকে "ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড" ডাটা মুছে দিন ।
  2. মাস্টার পাসওয়ার্ডটি মুছে যাবে এবং আপনি এটি রিসেট করতে পারবেন ।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন