ব্যক্তিগত অ্যাপ আবিষ্কার করতে বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবহার করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ফায়ারফক্স ওএস এ রয়েছে একটি সহজে ব্যবহারযোগ্য, বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবস্থা। সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ পাবার জন্য শুধুমাত্র একটি শব্দ লিখুন, যেমন সুশি"। কিছু কিছু অ্যাপ আপনার অবস্থান ব্যবহার করে তাদের প্রদর্শিত বিষয়বস্তু পরিবর্তন করে থাকে। আপনি এই উপায়ে সবধরনের অ্যাপ পরীক্ষা করতে পারেন। আপনি পছন্দ করেন এমন কিছু খুজে পেয়েছেন? সহজে তা ব্যবহার করতে হোমস্ক্রিন সংরক্ষণ করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক !

অ্যাপ অনুসন্ধান বা ব্রাউজ করুন

  1. হোম পর্দা অ্যাক্সেস করতে ডানে সরান। হোম পর্দায় সার্চ বার ট্যাপ করুন ।
  2. বিদ্যমান কোন অ্যাপ পেতে চাইলে একটি বিভাগ যেমন "social" অথবা "games" (এটিকে ফোল্ডারও বলা হয়ে থাকে) নির্বাচন করুন।
    Browse apps
  3. অথবা অনুসন্ধান বক্সে কোন একটি শব্দ লিখুন। আপনি যেসব অ্যাপ পাবেন তা আপনার অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট হবে। উদাহরনস্বরুপ, ইউটিউব অ্যাপ খুলে যদি "শিরোনামহীন" লিখে অনুসন্ধান করেন তাহলে তা আপনাকে শিরোনামহীন ব্যান্ডের গান ও ভিডিও এর সন্ধান দিবে।

#:Search apps

  1. এখন এর মধ্যে থেকে যেকোন একটি অ্যাপ চালিয়ে দেখুন ডাউনলোড বা ইন্সটল না করেই।

আপনার হোম স্ক্রিন একটি অ্যাপ যুক্ত করুন

প্রয়োজনীয় কিছু পেয়ছেন কি? তাহলে সংরক্ষণ করে ফেলুন !

  1. কোন অ্যাপের নিচের ডান কোনে থাকা তীরচিহ্ন চাপুন যা অাপনি খুলে রেখেছেন তার মেনু অানতে।
    App menu
  2. এখন অ্যাপটি আপনার হোম স্ক্রিন সংরক্ষণ করার জন্য তারকাচিহ্নটি চাপুন ।
    Save app to home screen
  3. আপনি কি সংরক্ষণ করতে চান তা নিশ্চিত করুন।
    • এটি যদি এমন কোন অ্যাপ হয়ে থাকে যা আপনি কোন ফোল্ডার, যেমন "games" থেকে ব্রাউজ করে পেয়েছেন তাহলে শুধু নিশ্চিতকরন স্ক্রিন অ্যাপটির নামে চাপুন এবং এটি সংরক্ষণ হয়ে যাবে।
    • এই অ্যাপটি যদি অনুসন্ধান করে খুজে পান তাহলে আপনার কাছে দুটি উপায় রয়েছে। উদাহরনস্বরুপ, আপনি যদি "শিরোনামহীন" লিখে অনুসন্ধান করে ইউটিউব খুলে থাকেন, তাহলে আপনি শুধুমাত্র অ্যাপটি নির্বাচন করতে পারবেন অথবা আপনার শিরোনামহীন সম্পর্কে অনুসন্ধানের জন্য কাস্টোমাইজ করা অ্যাপটি নির্বাচন করতে পারবেন।
    Two app choices

অনুসন্ধান স্ক্রিন পরিচালনা করুন

চলুন দেখে নিই কিভাবে শুরু করবেন !

  • পেইজগুলো নিচে নামাতে থাকুন আরো ফলাফল পাবার জন্য।
  • আপনার ডিভাইসের হোম বাটনে চেপে অনুসন্ধান ফলাফলে ফিরে যান।
  • পূর্ববর্তী অনুসন্ধানগুলো অনুসন্ধান বারের নিচে বিদ্যমান রয়েছে। এটি টেনে বাম দিকে আনুন আরো দেখার জন্য।
    টিপস: আপনি যদি বেশ কিছু সময়ের জন্য অনুসন্ধান ফলাফল স্ক্রল করেন, তবে একটি Clear history লিংক দেখতে পাবেন যা দিয়ে আপনি অ্যাপ অনুসন্ধান ইতিহাস পরিষ্কার করতে পারবেন।

অনুসন্ধান স্ক্রিন সংগঠিত করুন

আপনার চাহিদা অনুযায়ি অনুসন্ধান স্ক্রিন পরিবর্তন করুন

  • একটি "folder" চাপুন এবং কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখুন (ফোল্ডারটিতে কম্পন শুরু হবে)। তারপর আপনি একটি সাথে অপরটি টেনে এনে পূনরায় সাজাতে পারবেন অথবা লাল X চিহ্ন চেপে তা অপসারণ করতে পারবেন।
  • + বাটনটি চাপুন অনুসন্ধান স্ক্রিন নতুন ফোল্ডার যুক্ত করার জন্য।

Smart Collections এর সাহায্যে অ্যাপ অনুসন্ধান করুন

  1. অনুসন্ধান স্ক্রিন, কোন একটি পূর্বে তৈরীকৃত বিভাগ যেমন "social" অথবা "games" (এগুলোকে Smart Collections ও বলা যেতে পারে) ক্লিক করে বিদ্যমান সকল অ্যাপ ব্রাউজ করুন।
    Browse appssmart collections 2.0
  2. অথবা অনুসন্ধান বক্সে একটি কীওয়ার্ড লিখে তার সাথে সম্পর্কিত সকল অ্যাপ খুজে বের করুন। ডাউনলোড বা ইন্সটল ছাড়াই কোন অ্যাপ চালানোর জন্য সেই এপে ক্লিক করুন।
    search smartadaptive search 2.0
যেকোন অনুসন্ধানকে Smart Collection! এ রুপান্তর করুন শুধুমাত্র আপনার অনুসন্ধানের পাশের তারকা চিহ্নটি চেপে কালেকশনটি হোম স্ক্রিন আনুন (উপরে দেখানো প্রক্রিয়া অনুযায়ী)।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন