Firefox OS এ সিম পিন সেট করা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনি আপনার সিম কার্ডের প্রবেশাধিকার সিমিত করতে সিম পিন যুক্ত করতে পারেন। এটি যখন চালু থাকবে, সিম কার্ড যুক্ত কোন ডিভাইস আপনাকে শুরুর সময় পিনের জন্য অনুরোধ করবে।

সিম পিন সেট করা

সিম পিন সেট করার কাজটি ফোনের সেটিংস বিভাগে গিয়ে করতে হবে।

  1. settings icon চেপে সেটিংস খুলুন।
  2. স্ক্রল করে Privacy & Security তে যান, এরপর SIM security চাপুন।
    SIM Security List Item.sim lock
  3. সিম পিন চালু করার জন্য, সুইচটি চেপে চালু করুন।
    SIM PIN Switch
    নীল রঙ মানে হলো bt icon পিনটি চালু রয়েছে।
  4. আপনাকে ৪-৮ সংখ্যার সিম পিন তৈরী করতে বলা হবে।
  1. সিম পিন সেট করতে, Settings- 2.0 (small) সেটিংসে ট্যাপ করুন।
  2. SIM manager এ ট্যাপ করুন, তারপরে SIM security তে ট্যাপ করুন।
  3. আপনার পছন্দের সিমের পাশে থাকা সুইচে ট্যাপ করুনfos enabled(নীল রঙের মানে হলো এটি সক্রিয় আছে।)
  4. এরপরের স্ক্রীনে আপনার পছন্দমত ৪-৮ সংখ্যার পিন প্রবেশ করান, এরপর Done বাটনে ট্যাপ করুন।
আপনার পিনটি কাগজে লিখে কোথাও লুকিয়ে রাখুন। কেননা, এই পিনটি ছাড়া আপনি আপনার সিম কার্ড দিয়ে কল করা বা বার্তা আদান-প্রদান করতে পারবেন না

পিন পরিবর্তন করা

সিম পিন পরিবর্তন করার জন্য, আপনার পুনরায় সেটিংস এর পূর্বের জায়গায় যেতে হবে কিন্তু নিম্নোক্ত কাজগুলো করতে হবেঃ

  1. Change PIN বাটনটি চাপুন।
    Change PIN button
  2. নতুন একটি সিম পিন লিখুন।

সিম পিন পরিবর্তন করার জন্য, আপনার পুনরায় সেটিংস এর পূর্বের জায়গায় যেতে হবে কিন্তু নিম্নোক্ত কাজগুলো করতে হবেঃ:

  1. সক্রিয় সিমের নিচে থাকা Change PIN বাটনটিতে ট্যাপ করুন।
  2. নতুন একটি সিম পিন লিখুন।
সিম পিনটি আপনার ডিভাইস আনলক করার পাসকোডের অনুরূপ নয়। বিস্তারিত তথ্যের জন্য Firefox OS এ স্ক্রিনলক সেট করা দেখুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন