কিভাবে Babylon টুলবার, নীড় পাতা ও অনুসন্ধান ইঞ্জিন অপসারণ করবেন

Babylon অনুবাদ সফটওয়্যারটি ব্রাউজারে একটি টুলবার সহ অন্যান্য অ্যাড-অন যুক্ত করে। এছাড়া এটি Firefox এর পছন্দ যেমন নীড় পাতা, অনুসন্ধান ইঞ্জিন ইত্যাদি পরিবর্তন করে দেয়। এই কাজ এমনভাবে করা হয় যেন সহজেই এদের খুঁজে বের করে পরিবর্তন করা না যায়। এই নিবন্ধে কিভাবে সম্পূর্ণরূপে Babylon অপসারণ করে Firefox কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তা দেখানো হয়েছে।

দ্রষ্টব্য: এই নিবন্ধটি শুধু Windows ও Mac OS X এর ক্ষেত্রে প্রযোজ্য। নির্দেশনা দেখার জন্য উপরের ড্রপডাউন মেনু হতে Windows অথবা Mac OS X নির্বাচন করুন।
গুরুত্বপূর্ণ:এই নিবন্ধের ধাপগুলোর মধ্যে Firefox রিসেট ও রয়েছে যা কেবল Firefox এর সর্বশেষ সংস্করণে বিদ্যমান। তাই আমরা সুপারিশ করব, আপনি যেন mozilla.org/firefox থেকে Firefox এর সর্বশেষ সংস্করণ ডাউনলোড করে ইনস্টল করে নেন (বিস্তারিত জানার জন্য Windows এ Firefox ডাউনলোড এবং ইনস্টল করা দেখুন)(বিস্তারিত জানার জন্য ম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা দেখুন)

১. Babylon সফটওয়্যারটি আনইনস্টল করা

  1. Start Menu ক্লিক করে Control Panel নির্বাচন করুন। Control Panel উইন্ডো খুলবে।
    Control Panel - WinXP
  2. Control Panel উইন্ডোতে Add or Remove Programs এ ক্লিক করুন। Add or Remove Programs উইন্ডো খুলবে।
  3. ইনস্টল থাকা প্রোগ্রামের তালিকা থেকে Babylon নির্বাচন করুন।
  4. আনইনস্টল শুরু করতে Babylon এর ডানে থাকা Remove বাটনে ক্লিক করুন।

    Remove Babylon - WinXP
  5. Babylon Uninstall Wizard টি আসলে Uninstall বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আসা নির্দেশনাগুলো অনুসরণ করুন।

    Uninstall Babylon
  6. Babylon এর সাথে সম্পর্কিত অন্যান্য সফটওয়্যারগুলো যেমন: Babylon Toolbar, Browser Manager অথবা Browser Protection অপসারণ করতে এই ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
  1. Start Menu ক্লিক করে Control Panel নির্বাচন করুন। Control Panel উইন্ডো খুলবে।
    Control Panel - Win7
  2. Control Panel উইন্ডোর প্রোগ্রাম অংশের নিচে থাকা Uninstall a program লিঙ্কে ক্লিক করুন।

    Uninstall a program - Win7
  3. ইনস্টল থাকা প্রোগ্রামের তালিকা থেকে Babylon নির্বাচন করুন।
  4. আনইনস্টল শুরু করতে তালিকার উপরে থাকা Uninstall বাটনে ক্লিক করুন।

    Remove Babylon - Win7
  5. Babylon Uninstall Wizard টি আসলে Uninstall বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আসা নির্দেশনাগুলো অনুসরণ করুন।

    Uninstall Babylon
  6. Babylon এর সাথে সম্পর্কিত অন্যান্য সফটওয়্যারগুলো যেমন: Babylon Toolbar, Browser Manager অথবা Browser Protection অপসারণ করতে এই ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
  1. Start Screen এর Desktop টাইলে ক্লিক করুন। Desktop চলে আসবে।
  2. Desktop এর নিচের দিকে ডান কোণায় মাউস টেনে নিলে চার্মগুলো দেখা যাবে।
  3. Settings চার্ম হতে Control Panel নির্বাচন করুন। Control Panel উইন্ডো খুলবে।

    Control Panel - Win8
  4. Control Panel উইন্ডোর প্রোগ্রাম অংশের নিচে থাকা Uninstall a program লিঙ্কে ক্লিক করুন।

    Uninstall a program - Win7
  5. ইনস্টল থাকা প্রোগ্রামের তালিকা থেকে Babylon নির্বাচন করুন।
  6. আনইনস্টল শুরু করতে তালিকার উপরে থাকা Uninstall বাটনে ক্লিক করুন।

    Remove Babylon - Win7
  7. Babylon Uninstall Wizard টি আসলে Uninstall বাটনে ক্লিক করুন। এরপর স্ক্রিনে আসা নির্দেশনাগুলো অনুসরণ করুন।

    Uninstall Babylon
  8. Babylon এর সাথে সম্পর্কিত অন্যান্য সফটওয়্যারগুলো যেমন: Babylon Toolbar, Browser Manager অথবা Browser Protection অপসারণ করতে এই ধাপসমূহের পুনরাবৃত্তি করুন।
  1. ডর্কে থাকা Finder আইকনে ক্লিক করুন। হোম ফোল্ডারটি খুলবে (এটি সাধারনত আপনার Mac ব্যবহারকারী নামে থাকে)। উইন্ডোরটির বামে থাকা Applications ফোল্ডারটি খুলুন।
  2. Applications ফোল্ডার হতে Babylon খুঁজে বের করে, এটিকে টেনে Trash এ নিয়ে যান।
  3. Trash আইকনটি ক্লিক করে ধরে রাখুন। মেনু থেকে Empty Trash নির্বাচন করে Babylon মুছে ফেলুন।

অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে গিয়েছে। এবার চলুন ব্রাউজার থেকে অ্যাড-অন ও অন্যান্য জিনিসগুলো অপসারণ করার পাশাপাশি পরিবর্তিত সেটিংস ঠিক করে ফেলি।

2. Firefox রিসেট করার মাধ্যমে অ্যাড-অন অপসারণ এবং নীড় পাতা ও অনুসন্ধান ইঞ্জিন ঠিক করা

Firefox রিসেট বৈশিষ্ট্যটি Babylon টুলবারটি অপসারণ করে দেবে। সেই সাথে যে পছন্দগুলো পরিবর্তন করা হয়েছে তাও রিসেট হয়ে যাবে। এটি আপনার ব্যক্তিগত তথ্যগুলো সংরক্ষণ করলেও বাকি সব কিছু পূর্বনির্ধারিত সেটিংসে ফিরিয়ে নিয় যাবে।

রিসেট বৈশিষ্ট্যটি সম্পর্কে আরও জানতে Refresh Firefox - অ্যাড-অন ও সেটিংস রিসেট করুন নিবন্ধটি দেখুন।

দ্রষ্টব্য: আপনি Firefox এর যে সংস্করণটি চালাচ্ছেন তাতে রিসেট বৈশিষ্ট্যটি নেই। আপনি যদি Firefox এর সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে নাই পারেন, তবে Firefox এর সার্চ এবং হোম পেজে প্রদর্শিত টুলবার মুছে ফেলা এর ধাপগুলো অনুসরণ করুন।

  1. যদি আপনি Firefox এ এই পেজ দেখেন তাহলে সরাসরি Firefox রিফ্রেশ করুন বাটনে ক্লিক করুন।
    যদি আপনি অন্য ব্রাউজারে থাকেন অথবা মোবাইল ডিভাইসে থাকেন তাহলে এটা কাজ করবে না।
    • আপনি Firefox এর about:support Troubleshooting Information পাতার উপরের ডান কোণে Refresh টি বাটন পাবেন।
  2. চালিয়ে যেতে, কনফার্মেশন উইন্ডোর Refresh Firefox বাটনে ক্লিক করুন।
  3. Firefox বন্ধ হয়ে যাবে এবং রিফ্রেশ হবে। শেষ হওয়ার পর, একটি উইন্ডোতে নিয়ে আসা তথ্যগুলোর তালিকা দেখা যাবে। Finish বাটনে ক্লিক করুন। Firefox চালু হবে।

লক্ষ্য করুন: যদি স্বাভাবিকভাবে Firefox চালু করতে না পারেন, তবে Firefox Safe Mode উইন্ডোতেও Refresh Firefox বাটন রয়েছে।creating a new profile and transferring your important data to the new profile আপনি এটার সাহায্যে ম্যানুয়াল রিফ্রেশও করতে পারেন
আপনার Firefox থেকে Babylon সম্পূর্ণ ভাবে মুছে যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার কম্পিউটার থেকে এর অবশিষ্ট অংশ মুছে ফেলতে পারবেন।

3. অন্যান্য ব্রাউজার হতে অ্যাড-অন অপসারণ

আপনি যদি অন্যান্য ব্রাউজার ব্যবহার করে থাকেন, তবে হয়তো সেগুলোও রিসেট করতে অথবা Babylon সম্পর্কিত অ্যাড-অনগুলো অপসারণ করতে চাইবেন। এই লিঙ্কগুলো আপনাকে সেসব ব্রাউজারের সহায়তা ওয়েবসাইটে নিয়ে যাবে:

4. কম্পিউটারে ম্যালওয়্যার অনুসন্ধান করা

উপরের ধাপগুলোর কাজ শেষ করার পর, আপনার কম্পিউটারে ম্যালওয়্যার আছে কিনা খুঁজে দেখুন। কিভাবে ম্যালওয়্যার থেকে মুক্তি পাব? নিবন্ধে কিছু ম্যালওয়্যার দূরীকরণ প্রোগ্রাম সম্পর্কে সুপারিশ করা হয়েছে।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন