Firefox OS এ সংগীত বাজান

(Playing music on Firefox OS থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS Music অ্যাপটি আপনার গান শোনার জন্য আপনাকে একটি নাম্বার দিবে। চলুন প্রথম থেকে শুরু করি।

দ্রষ্টব্য: গানের ফাইল নিয়ে আসতে করতে, দয়া করে Firefox OS ফোনে কিভাবে গান চালাবেন দেখুন।

শুনতে কিছু খুঁজুন

আপনি যখন প্রথম Music অ্যাপ music খুলবেন, আপনি গানের একটি সুন্দর, দৃষ্টি সহায়ক ব্যবস্থা এবং অ্যালবাম কভার দেখতে পাবেন। এখান থেকে, শুধুমাত্র ট্যাপ করুন যা আপনি শুনতে চান।

Music start screenallmusic 1.3music app 2.0

অ্যালবাম, আর্টিস্ট, গান, এবং আরও কিছুর মাধমে ব্রাউজ করুন

আপনার Music অ্যাপ স্ক্রিনের নিচে কন্ট্রোল আছে যা দিয়ে আপনি আপনার আপনার মিউজিকগুলো বিভিন্নভাবে ব্রাউজ করতে পারেন:

  • Allmusic যেখানে আপনার গানগুলো আছে সেখান দিয়ে শুরুর স্ক্রিনে যান।
  • Playlist প্লে লিস্টে আপনার মিউজিক এলোমেলো ভাবে থাকবে, প্লে করুন সর্বোচ্চ হারের, সম্প্রতি যুক্ত করা, সব থেকে বেশি বাজানো এবং কমপক্ষে বাজানো গানগুলো।
  • Artismusic এই স্ক্রিনটি শিল্পীর মাধ্যমে ব্রাউজ করুন।
  • Albummusic এখানে আপনি গানগুলো অ্যালবামের মাধ্যমে খুজে পাবেন।
  • Allsongs একটি নির্দিষ্ট গান খুজছেন? এখানে আপনি টাইটেলের মাধ্যমে ব্রাউজ করুন।
পরামর্শ: মিউজিক অ্যাপ গান এবং কভারের ডিসপ্লে "tags" ফাইলের মাধ্যমে ঠিক করবে। যদি আপনার ফাইলের কন তথ্য মুছে যায়, আপনি এদের নির্দিষ্ট করতে tag editor ব্যবহার করতে পারেন।
  • Allmusic শুরুর স্ক্রিনে যান যেখানে সংগিত চলছে দেখায়।
  • playlist 2.0 Playlist মেনু আপনার সকল সংগীত অদল বদল করতে দেয়, সর্বোচ্চ জনপ্রিয়টি, সাম্প্রতিক যুক্ত হয়েছে, সর্বোচ্চ বাজানো হয়েছে এবং কম বাজানো হয়েছে সংগীতটি বাজাতে দেয়।
  • Artismusic এটি শিল্পী অনুযায়ি বাজাতে দেয়।
  • album 2.0 এখানে অ্যাল্বাম অনুযায়ি সকল সংগীত পাবেন।
  • Allsongs কোন জনপ্রিয় গান খুজছেন? আপনি শিরোনাম দিয়ে খুজতে পারেন।

আপনার মিউজিক এ খুঁজুন

ঠিক মত জানেন আপনাকে কি করতে হবে? তারাতারি খুজে বের করুন।

নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।

  1. সার্চ বারের মাধ্যমে মিউজিক অ্যাপ স্ক্রিনের নিচে নামান।
    Search musicsearch music 2.0
  2. আপনি যখন শিল্পী, গান অথবা অ্যাল্বাম এ টাইপ করবেন, অ্যাপ সেই অনুযায়ি ফলাফল খুজে দিবে।
    type music search
  3. তারপরে আপনি যেটি চান তার উপরে ট্যাপ করুন।

অডিও কন্ট্রোল

যখন আপনি একবারের জন্য কিছু গান প্লে করবেন, প্লে/পজ এবং ফরওয়ার্ড বাটন এর মত আপনি সাধারন জিনিস গুলো স্ক্রিনের নিচে খুঁজে পাবেন।

Audio controls

যদি আপনি আর্টওয়ার্ক ট্যাপ করেন, তাহলে আপনি গান অথবা অ্যালবাম, রেটিং এবং এলমেলভাবে থাকা সব কিছু খুঁজতে পারবেন।

  • একটি গান স্টার ১ – ৫ ট্যাপ করতে পারবেন।
    Rate a song
  • পুরো অ্যালবামটি একবার রিপেট করতে রিপ্লে বাটনটি ট্যাপ করুন।
    Repeat album
  • একটি গান দুইবার চালাতে রিপ্লে বাটনে ট্যাপ করুন। তৃতীয় বারের জন্য ট্যাপ করুন চ্যানেলে।
    Repeat song
  • shuffle বাটনটি ট্যাপ করুন অনবরত ভাবে বর্তমান অ্যালবাম অথবা প্লে লিস্টে এর গান শুনতে।
    Shuffle

যখন আপনি কিছু করছেন তখন আপনি অ্যাপ এর মাধ্যমে অবশ্যই ব্রাউজ করতে পারেন। বর্তমান যে গানটি চলছে এবং অডিও কন্ট্রোলে পুনরায় ফিরে আসতে, ইস্ক্রিনের উপরে ডান পাশে প্লে বাটনটি ট্যাপ করুন:

Currently playing

গান শুনতে চান সাথে Music অ্যাপটি যেন আপনার সম্পূর্ণ স্ক্রিন জুড়ে না থাকে?

  • যখন সংগিত চলতে থাকবে তখন আপনি আপনার ফোন অন্য অ্যাপ ব্রাউজ করতে পারবেন। music controls এ যেতে আপনার স্ক্রিনের উপর থেকে সোয়াইপ করুন, নটিফিকেশন বারে music controls দেখতে পাবেন।
music notif barmusic notification bar 2.0
  • যখন আপনার স্ক্রিন লক করা থাকবে তখনও আপনি মিউজিক কন্ট্রোলে কাজ করতে পারবেন।
music lockscreen lock 2.0 music

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন