নতুন থান্ডারবার্ড ৪৫.০

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই নিবন্ধটি Thunderbird সংস্করণ 45.0 এর প্রধান পরিবর্তনগুলো বর্ণনা করে যা কিনা ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান। Thunderbird 45 এর সব পরিবর্তনের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে release notes.

মেইল কম্পোজিশন

মেইল কম্পোজিশনে বিভিন্ন উন্নতি করা হয়েছে।

  • প্ররকের নাম (ফর্ম) edited per message এখন থেকে ওয়ান-অফ সমন্বয় করতে পারবে।
    নোট: সব মেইল প্রভাইডাররা এই ফাংশনালিটি প্রদান করবে না।
editable from address
  • একাধিক বানান পরীক্ষার অভিধান ব্যবহার করার সময়, মেসেজ সাবজেক্ট দেওয়ার সময় অভিধানটি নির্বাচন করা যেতে পারে। নির্বাচিত অভিধান দেখানোর জন্য language indicator আছে।
dictionary TB45
  • ফন্ট সাইজ নির্বাচন পরিবর্তিত হয়েছে, এখন এডিটিং টুলবারে button for size selection আছে এবং "Smaller/Larger font size" বাটন আছে ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য।
font size TB45
  • Thunderbird composition window এখন অনেকটা ওয়ার্ড প্রসেসরের মত কাজ করে যেমন "Enter" দিলে নতুন প্যারগ্রাফ যোগ হয়, "Shift+Enter" দিলে নতুন লাইন যোগ হয়। এটা এখান থেকে বন্ধ করা যায় Thunderbird > PreferencesTools > OptionsEdit > Preferences > Composition > General
  • মেসেজ গ্রহণ করার সময় যদি কোন ফন্ট ইন্সটল করা না থাকে তাহলে তা ফন্ট ইনডিকেটরে দেখাবে।
Font indicator TB45

মেইল ডেলিভারে ফরম্যাট

  • পূর্বে, Thunderbird প্লেইন টেক্সটে মেইল পাঠাত যদি মেসেজে কোন "rich text" না থাকে এবং এড্রেস বুকে গ্রাহক যদি পছন্দ হিসাবে HTML ইমেইল মার্ক না করে। এখানে অটোমেটিক "downgrade" করা যাবে Thunderbird > PreferencesTools > OptionsEdit > Preferences > Composition > General tab > Send Options…

চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ান মেইল

  • চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ান ভাষায় লেখা মেইল পাঠালে বাড়তি ফাঁকা জায়গা যোগ হত। এটা এখন ঠিক করা হয়েছে এবং এটা যেভাবে পাঠানো হয় সেভাবেই গৃহীত হবে।
  • জাপানিজ মেইল এখন পুরোপুরি RFC 1468 এবং RFC 3676 তে কম্পাইল হয়।

রিমোট কনটেন্ট বর্জন

  • ডিফল্টভাবে, HTML মেসেজে যুক্ত ছবি Thunderbird দেখায় না যেগুলো মেসেজের সাথে যুক্ত থাকে না কিন্তু অন্য কোন ওয়েব সাইট থেকে লোড হয়। এটা ব্যবহারকারীদের ট্রাকিং থেকে বাঁচায়। যে সাইটগুলো থেকে রিমোট কনটেন্ট লোড হবে তার মেনুর উন্নতি করা হয়েছে।(নোট: ভিতরের কিছু পরিবর্তনের জন্য, প্ররকের ইমেইল ঠিকানার উপর নির্ভরশীল রিমোট কনটেন্ট এক্সসেপশনগুলো Thunderbird 38 থেকে স্থানান্তর করা হয়নি।)
remote exceptions TB45

এড্রেস বুক এক্সপোর্ট

Address book export TB45
  • All address books একই সময়ে এক্সপোর্ট করা যাবে।

মেসেজ লিস্ট এবং মেসেজ হেডার

  • "From" এবং "Recipient" কলামের পরিবর্তে মেসেজ প্যানের হেডিং এখন "Correspondents" column কলামে দেখাবে।
correspondents TB45

45.0 ভার্সনে, বিদ্যমান ফোল্ডারগুলো নতুন কলামে আপগ্রড হবে যদি না "config editor" থেকে mailnews.ui.upgrade.correspondents preference to false না করা হয়ে থাকে। ভার্সন 45.1 থেকে, এটা অটো আপগ্রড হবে না, ডিফল্টভাবে ব্যবহারকারীকে "Correspondents" কলাম ব্যবহার করে mail.threadpane.use_correspondents preference to true চালু করতে হবে।
কনফিগ এডিটরে যেতে, Thunderbird > PreferencesTools > OptionsEdit > Preferences, Advanced নির্বাচন করুন, General ট্যাব নির্বাচন করুন এবং Config Editor… এ ক্লিক করুন। যে সর্তকতামূলক পেজ খুলবে, সেখানে কনফিগ এডিটর খুলতে I'll be careful, I promise! এ ক্লিক করুন। বিস্তারিত তথ্যের জন্য দেখুন Config Editor
  • মেসেজ দেখার সময়, মেনু ব্যবহার করে মেসেজের হেডার থেকে প্ররকের নাম এবং ইমেইল অথবা গ্রাহকেরটা new option কপি করা যাবে।
copy name and email TB45

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন