Firefox OS এ রেডিও শোনা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এফএম রেডিও আপ্লিকেসনের মাধ্যমে আপনার প্রিয় রেডিও স্টেশন আপনার Firefox OS ফোনে শুনুন !

রেডিও স্টেশন খুঁজুন

আপনি আপনার প্রিয় স্টেশনটি Back Radio back (small)বাটনটি এবং Radio forward (small) Fwd বাটনটি চেপে খুঁজে পেতে পারেন। এছাড়াও আপনি স্ক্রিনের উপরে স্কেল বরাবর ডানে-বামে সরিয়ে আপনার প্রিয় স্টেশনটি খুঁজে পেতে পারেন।

Radio change station

আপনার প্রিয় রেডিও স্টেশনটি সংরক্ষণ করুন

পাশের তারকা চিহ্নতে ক্লিক করে আপনি আপনার পছন্দের স্টেশনটি সংরক্ষণ করতে পারেন।তারকা চিহ্নতে আবার ট্যাপ করে আপনি সংরক্ষিত স্টেশনটি মুছে ফেলতে পারেন।

Radio FM save radio

স্পিকার মোডে শুনুন

আপনি কি হেডসেট ছাড়াই রেডিও শুনতে চান? তাহলে স্পিকার আইকনে ক্লিক করে স্পিকার মোড চালু করুন। radio speaker

দ্রষ্টব্য: রেডিও সিগন্যাল পাবার জন্য আপনার ডিভাইসের সাথে অবশ্যই হেডসেটটি সংযুক্ত থাকতে হবে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন