ওয়েবে কীভাবে নিরাপদ থাকা যায়

এসব ক্ষেত্রে বিভিন্ন ধরণের স্ক্যাম, ভাইরাস এবং আরো অনেক ধরণের বিপজ্জনক বিষয় আছে। আপনার কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণে আপনার করণীয় সহজ কিছু উপায় এখানে আছে।

আপনার সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম হালনাগাদ করে রাখুন

সফটওয়্যার হালনাগাদ করলে বিভিন্ন ধরণের দুর্বলতা দূরকরণ প্যাচ থাকে যা আপনার কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে।

  • Firefox হালনাগাদ করা: 'Firefox হালনাগাদ নিরীক্ষার জন্য, Firefox উইন্ডোর উপরে যান, Help মেনু ক্লিক করুন এবং About Firefox নির্বাচন করুন ।Firefox হালনাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে যান, Firefox বাটনে ক্লিক করুন , Help মেনু এ যান এবং About Firefox নির্বাচন করুন।Firefox হালনাগাদ নিরীক্ষার জন্য, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে যান, Firefox মেনু ক্লিক করুন এবং About Firefox নির্বাচন করুন ।মেনু বাটনে New Fx Menu ক্লিক করুন , Help Help-29 ক্লিক করুন এবং About Firefox নির্বাচন করুন ।মেনু বারে, Firefox মেনু ক্লিক করুন এবং About Firefox নির্বাচন করুন । বিস্তারিত জানতে Update Firefox to the latest version দেখুন।
  • প্লাগইন হালনাগাদ করা আমাদের Plugin Check পেজে যান এবং যেকোন পুরোনো প্লাগইন হালনাগাদ করতে লিঙ্ক অনুসরণ করুন।
  • Windows হালনাগাদ করাঃOS X হালনাগাদ করুন আপনার সিস্টেম হালনাগাদ করা: আপনার সকল নিরাপত্তা এর সর্বশেষ সংস্করণ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন। Start মেনু তে যান এবং All Programs নির্বাচন করুন এবং এরপর Windows Update Apple মেনুতে যান এবং Software Update... নির্বাচন করুন।System মেনু এ নিচের দিকে যান, Administration এবং Update Manager নির্বাচন করুন ।

Firefox সেটিং নিরীক্ষা করা

Firefox এ অনেকগুলো উপায় আছে আপনাকে সাহায্য করার জন্য যাতে আপনি ওয়েবে নিরাপদ থাকতে পারেন।

তথ্য সংরক্ষণে সবচেয়ে ভাল পথটি অনুসরণ করুন

আপনার নিরাপত্তার জন্য কিছু সহজ পরামর্শ এখানে আছে।

  • মনে রাখবেন, নিজের সম্পর্কে কোন তথ্য, কখন, কেন, কার কাছে প্রকাশিত হয় তা নিজেরই সিদ্ধান্ত নিতে হয়: ব্যক্তিগত সনাক্তক্ষম তথ্য সহজে দেয়া থেকে বিরত থাকুন; আপনার সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং নির্ধারণ করুন; যেসব সাইট কোন ধরণের পুরস্কার বা উপহার দিয়ে থাকে, সেসবের ব্যাপারে সতর্ক থাকুন।
  • ওয়েব নিরাপত্তার ব্যাপারে সচেতন হন: আপনার ইন্টারনেট সংযোগ যথেষ্ট নিরাপদ কিনা তা নিশ্চিত না হয়ে ক্রেডিট কার্ড নাম্বার অথবা অন্য কোন নিতান্ত ব্যক্তিগত তথ্য কখনোই প্রকাশ করবেন না যতক্ষণ না আপনি নিশ্চিৎ হচ্ছেন আপনার সংযোগটি নিরাপদ; "স্পাইওয়্যার" থেকে সাবধান; নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার এবং মাস্টার পাসওয়ার্ড দিয়ে তা সুরক্ষিত
  • একটি "পরিস্কার" ই-মেইল অ্যাড্রেস রাখুন: কোন বানানো বা বিকল্প ঠিকানা ব্যবহার করুন এবং আপনার প্রধান অথবা ব্যবহৃত অ্যাড্রেস শুধুমাত্র বিশ্বস্ত, পরিচিত এবং সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ রাখুন।
  • যেকোন কারণেই হোক, কখনোই স্প্যামারদের প্রত্যুত্তর দিবেন না
  • খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনি নজরবন্দী হতে পারেন: নিতান্ত ব্যক্তিগত ই-মেইল মেইলিং লিস্টে পাঠানো থেকে বিরত থাকুন, এবং আপনার সংবেদনশীল ফাইল বাড়ির কম্পিউটারে রাখুন।
  • বাড়ির কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারে সচেতন হন: যখন আপনি ইন্টারনেট সংযোগ ব্যবহার করছেন না তখন কম্পিউটার বন্ধ রাখুন; একটি শক্তিশালী এনক্রিপশন এর সাহায্যে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখুন (WPA অথবা WPA2) ; ফায়ারওয়াল ব্যবহার করুন ।
  • নিরাপত্তা বিধান এবং সীলসমূহ নিরীক্ষা করা: সাইটটি কি অফলাইনে যোগাযোগের তথ্য দেয়? তাদের কি সুস্পষ্ট গোপনীয়তা নীতি প্রকাশিত আছে? যদি থেকে থাকে, তবে তাতে কী বলা আছে? এটি কী বিশ্বাসযোগ্য? এই কোম্পানির নাম কী আপনি আগে কখনও শুনেছেন? তাদের সুনাম কেমন? আর তারা কী তাদের নিরাপত্তা-বিবরণ কোন সীল প্রোগ্রামের সাহায্যে অন্য জায়গায় সংরক্ষণ করছে? যদি আপনি কোন সীল দেখতেও পান, এটি কি আসল?

অন্যান্য উৎস

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন