কিভাবে নলেজ পপ আপ টিউটরিয়াল লোকালাইজ করবেন ?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই স্লাইড ডেকটি ওয়েবমেকার থিম্বলে তৈরি,মুলত এটি আপনি কি দেখেন এবং আপনি কি পান এই ধরনের এডিটর যেটি আপনার দ্বারা অনুবাদকৃত এবং আপনার দ্বারা তৈরি ।আপনাকে নলেজ পপ আপ স্লাইড ডেক অনুবাদ করার জন্যে একটি ওয়েবমেকার একাউন্ট লাগবে ।

  1. আপনার ওয়েবমেকারে একাউন্ট না থাকলে ক্লিক করুন https://binab.makes.org/thimble/knowledge-base-take-8
  1. যদি আপনার একাউন্ট থাকে তবে এই লিংকটি https://binab.makes.org/thimble/knowledge-base-take-8 অপর একটি ব্রাউজার উইন্ডোতে কপি এবং পেস্ট করুন ।
  1. এই লিংকে ক্লিক করে আপনি আপনার নিজস্ব মেক তৈরি করতে পারেন যার মাধ্যমে আপনি অনুবাদ শুরু করতে পারেন ।

এখন আপনি একটি টেক্সট এডিটর সহ উইন্ডো নিবেন যেটি বামপাশে কোড দ্বারা পূর্ণ থাকবে ডানপাশে স্লাইড থাকবে । Thimble Window

স্লাইডের মাঝের বেশিরভাগ বিষয়বস্তু এই সকল নিবন্ধ থেকে পাওয়া: Anatomy of a Knowledge Base Article How To Write Knowledge Base Articles

যেই লাইনটি অনুবাদের প্রয়োজন সেটি কালো প্লেইন টেক্সট দ্বারা দেখানো হয় ।(বোল্ড টেক্সট দ্বারা নয়)। এডিটর উইন্ডোর ১১ নম্বর লাইন অনুবাদের জন্যে প্রয়োজনীয় প্রথম লাইন । এটিকে বলা হয় "নলেজ বেজ"।

তারপরে কনটেন্ট স্লাইডে আপনি চলে যাবেন । প্রতিটি স্লাইডের প্রথমে থাকবে "<-- 'slide description' -->" । যদি স্লাইডে কোন ছবি থাকে তাহলে সেটি অনুবাদ যোগ্য নয় এবং স্লাইডের প্রথম div ট্যাগ থেকে শেষ div ট্যাগ পর্যন্ত ডিলিট করা জটিল কিছু নয় ।

প্রথম স্লাইডটি ২৩ নম্বর লাইনে শুরু হবে। ২৫ এবং ২৯ নম্বর লাইনে কালো যা থাকবে তা অনুবাদ করুন ।

স্লাইড দেখতে থাকুন ,কিছু স্লাইডে ভিডিও থাকবে,যদি ভিডিও না থাকে ,পুরো স্লাইড এবং পূর্ববর্তী স্লাইডে ভিডিওর রেফারেন্স ডিলিট করুন ।

যদি একবার আপনার পুরো স্লাইড অনুবাদ করা হয়ে যায় তবে আপনি আপনার বাটন তৈরির লিংক পাবেন ।

ডানে উপরের কোনায় আপনি আপনার থিম্বলের "Publish" বাটন পাবেন । সেখানে ক্লিক করুন এবং আপনার মেক সেভ করার জন্যে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরন করুন । পরিশেষে আপনাকে একটি লিংক কপি করার জন্যে দেওয়া হবে । লিংকটি কপি করুন ।

আপনার ক্লিপবোর্ডে সেটি নিয়ে যান তারপর ওপেন করুন । ১৬ নম্বর লাইনে থাকা থিম্বলের লিংকটি https://binab.makes.org/thimble/button পেস্ট করুন । আপনি এরপর ডানপাশে থাকা WYSIWYG উইন্ডোতে একটি বাটন ক্লিক করার উপযোগী হবে ।

১৬ নম্বর লাইনে থাকা "Become a Tech Writing Ninja" এডিট করে বাটনের নাম অনুবাদ করুন ।

এখন আপনি ৯ থেকে ৪২ নম্বর লাইনের মাঝে কোড সিলেক্ট করতে পারেন এবং আপনি যেভাবে আপনার বাটন প্রদর্শন করতে চান সেভাবে পেস্ট করুন ।

ধন্যবাদ ।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন