Android এর জন্য Firefox এ Do-not-track কিভাবে ব্যবহার করব?

(How do I turn on the Do-not-track feature on mobile? থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

বেশির ভাগ ওয়েবসাইট তাদের পরিদর্শককে ট্র্যাক বা অনুসরণ করে এবং এই সকল তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি অথবা প্রদান করে। এই তথ্যটি বিজ্ঞাপন, পণ্য অথবা সেবা যা আপানকে লক্ষ্য করে বানানো হয়েছে তা দেখাতে ব্যবহার করা হতে পারে। Firefox এ Do-not-track নামক একটি সুবিধা আছে যা আপনি যত ওয়েব সাইট পরিদর্শন করবেন, তাদের বিজ্ঞাপনদাতা, এবং অন্যান্য বিষয় সরবারহকারীদের বলে যে আপনি চান না আপনার ব্রাউজিং আচরন ট্র্যাক করা হোক।

এই সেটিংটি মান্য করা ঐচ্ছিক - সকল ওয়েবসাইট এটি মানতে বাধ্য না। যে সকল ওয়েবসাইট এই সেটিংস মান্য করে তারা অবশ্যই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রাউজিং আচরন ট্রাক করা বন্ধ করে দিবে। এই সুবিধাটি চালু করলে আপনার ওয়েব সাইট লগিন এ কোন সমস্যা হবে না অথবা আপনার ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ হবে না, যেমন শপিং কার্টের কন্টেন্ট, লোকেশনের তথ্য অথবা লগিন তথ্য।

দ্রষ্টব্যঃ Do Not Track সেবা চালু থাকলে আপনি ওয়েব সাইটে তুলনামূলক কম বিজ্ঞাপন দেখতে পাবেন।

How do I turn the Do-not-track feature on?

The Do-not-track feature is turned off by default. To turn it on:

  1. Tap the Menu button (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) and then Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Next tap Tracking and choose Tell sites that I do not want to be tracked.
    • A check mark will appear to show that the feature is enabled.
  1. Tap the menu button (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , followed by Settings.
  2. Tap Privacy.
  3. On the Privacy screen, put a check mark next to Do not track.

Other tracking options

There are two other tracking options:

  • Tell sites that I want to be tracked: Choosing this option will tell websites that you want to be tracked by advertisers and other third-parties. You should be aware that many companies build a profile of sites you visit. Checking this option means that you are okay with that.
  • Do not tell sites anything about my tracking preferences: This is the default setting. Choosing this option will not tell websites anything about your preferences. You should note that this does not mean that you will not be tracked. In fact it's effectively the same as the previous option, and you are likely going to be tracked.

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন