ফায়ারফক্সে কি ধরণের তথ্য সিঙ্ক করবে তা কিভাবে নির্বাচন করব ?

(How do I choose what types of information to sync on Firefox? থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: How do I choose what information to sync on Firefox?

গুরুত্বপূর্ণ: Sync এর জন্য সর্বশেষ ফায়ারফক্স সংস্করণ প্রয়োজন। নিশ্চিত করুন আপনার যে কোনো কম্পিউটারে অথবা এন্ড্রয়েডে ফায়ারফক্স আপডেটেড কিনা। তারপর, যদি প্রয়োজন হয়, সিঙ্ক হালনাগাদ করুন।
ফায়ারফক্স বুকমার্ক, অ্যাড-অন, ব্রাউজিং ইতিহাস এবং অন্যান্য সাইটের তথ্য সকল যন্ত্রে সিনক্রোনাইজ করতে দেয় । কিভাবে এই সেটিংস নির্বাচন করতে হবে তা এই নিবন্ধটি বলে দেবে । সিঙ্ক অ্যাকাউন্ট শুরু এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে আরো তথ্য জানতে, কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? দেখুন।

আমার ডিভাইস থেকে আমি কী ধরনের তথ্য শেয়ার করতে পারি ?

আপনি আপনার ডিভাইসে নিম্নোক্ত ধরনের তথ্য সিঙ্ক করতে নির্বাচন করতে পারেন :

  • ট্যাব: অন্য যন্ত্রে আপনার খোলা ট্যাবগুলো সংরক্ষিত হবে কম্পিউটারের History মেনুতে, এবং অ্যান্ড্রয়েডের সিঙ্ক ট্যাবে ।
  • বুকমার্ক: এটি আপনার সকল সিনক্রোনাইজ করা যন্ত্রে আপনার সকল প্রিয় সাইটে প্রবেশ করতে দেয়।
  • পাসওয়ার্ড: এটি আপনার লগইনের তথ্য সিনক্রোনাইজ করে। এটি নিষ্ক্রিয় থাকবে যদি আপনি [[Use a Master Password to protect stored logins and passwords|মাস্টার পাসওয়ার্ড]ব্যবহার করেন।
  • ইতিহাস:এটি আপনাকে , আপনার সকল যন্ত্রে , আপনার অতীতে প্রদর্শন করা সকল সাইটে প্রবেশ করতে দেয় ।
  • অ্যাড-অন: আপনি আপনার ডিভাইস থেকে আপনার অ্যাড-অন সমূহ সিনক্রোনাইজ করতে চাইলে বক্সে টিক দিন । ফায়ারফক্সের ডেস্কটপ ভার্সনের অ্যাড-অনের সাথে মোবাইল ভার্সনের অ্যাড-অন সিনক্রোনাইজ করা যাবে না।
  • পছন্দসমূহ: এটি আপনার যন্ত্রে ডাউনলোডের সিদ্ধান্ত এবং পপ-আপ ব্লকারের সেটিংসের মত সিদ্ধান্তের মাধ্যমে ফায়ারফক্সের ব্যবহার সিনক্রোনাইজ করে।

কম্পিউটারে সিঙ্ক তথ্য নিয়ন্ত্রন করুন

দ্রষ্টব্য: নিরাপত্তার কারনে, মাস্টার পাসয়ার্ড সিঙ্ক করা হয় না এমনকি যদিও পাসওয়ার্ড এবং পছন্দসমূহ নির্বাচন করা হয় ।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. সিঙ্ক প্যানেলে, যে ধরনের তথ্য সিঙ্ক করতে হবে তা নির্বাচন করুন ।
    oldsyncprefsSync Pref 29 - WinSync Pref 29 - MacSync Pref 29 - Lin
  3. আপনার পরিবর্তন সংরক্ষণের জন্য OK ক্লিক করুন। আপনার কাজ শেষ হয়ে গেলে উইন্ডোটি বন্ধ করে দিন । আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনি বের হয়ে যাওয়ার সাথে সাথেই সংরক্ষিত হয়ে যাবে ।

আন্ড্রয়েড ডিভাইসে সিঙ্ক তথ্য ব্যবস্থাপনা

  1. Menu বাটন আলতো স্পর্শ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং Settings নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Syncআলতো স্পর্শ করুন এবং যেসব উপাদান সিনক্রোনাইজ করতে চান না , সেখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন । আপনার পরিবর্তনগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনি বের হয়ে যাওয়ার সাথে সাথেই সংরক্ষিত হয়ে যাবে ।

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন