Firefox OS এর সাথে পথ চলার শুরু

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS এ স্বাগতম! এই নিবন্ধ হতে আপনি ফায়ারফক্স ওএস এর কিছু মূল বিষয় সম্পর্কে ধারনা পাবেন যেন আপন সঠিকভাবে এটি পরিচালনা করতে পারেন। এছাড়া এখানে আরও কিছু অসাধারন নিবন্ধের লিঙ্ক রয়েছে যা আপনি পরে দেখতে পারবেন।

ইন্টারনেট এ সংযুক্ত হওয়া

অাপনার ফায়ারফক্স ওএস ডিভাইসে ডাটা সংযোগের মাধ্যমে আপনি সর্বক্ষণ অনলাইনে থাকতে পারবেন। এছাড়া আপনি এতে ওয়াই-ফাই নেটওয়ার্কও ব্যবহার করতে পারবেন যা সাধারনত দ্রুততর এবং এর মাধ্যমে ব্যবহৃত ডাটা আপনার ডাটা প্ল্যান থেকে কাটবে না।

ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হতে:

  1. সেটিংস অ্যাপ চালু করে Wi-Fi মেনু নির্বাচন করুন।
  2. ওয়াই-ফাই চালু করে প্রাপ্ত নেটওয়ার্কের নামগুলোর একটিতে ট্যাপ করে সংযোগ করুন।

আরও জানতে সংযুক্ত হন - ওয়াই-ফাই ও সেলুলার সংযোগে যুক্ত হন নিবন্ধটি দেখুন।

অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া

স্মার্টফোন ব্যবহার করার অনেকগুলো সুবিধার একটি বিষয় হল আপনি এমন অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন যা আপনার জীবনকে আরও সহজ করে তুলবে। ফায়ারফক্স ওএস এ অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়ার দুটি পদ্ধতি রয়েছে।

মার্কেটপ্লেস থেকে অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা

মার্কেটপ্লেসে আপনার জন্য প্রায় সকল ধরনের অ্যাপ রয়েছে। আপনি দ্রুত জনপ্রিয়, নতুন ও নির্বাচিত অ্যাপ ব্রাউজ করতে পারবেন।

Marketplace Home

মার্কেটপ্লেস সংক্রান্ত আরও তথ্য জানতে কিভাবে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করবেন নিবন্ধটি দেখুন।

Adaptive Search ব্যবহার করে পছন্দের অ্যাপ খুঁজে বের করা

ফায়ারফক্স ওএস এ সহজে ব্যবহারযোগ্য বুদ্ধিদীপ্ত অনুসন্ধান যুক্ত করা হয়েছে। শুধু একটি শব্দ টাইপ করুন, যেমন "ঢাকা" এবং সাথেসাথেই এর সাথে সম্পর্কিত মোবাইল অ্যাপগুলো পেয়ে যাবেন। এমনকি কিছু অ্যাপ্লিকেশন আপনার অবস্থান নির্নয় করে সে অনুযায়ী পরিবর্তিত বিষয়বস্তু দেখাতে পারে।

  1. সার্চ বক্সে কি-ওয়ার্ড টাইপ করুন।
  2. এরপর যেকোন অ্যাপে ট্যাপ করুন এবং ডাউনলোড বা ইন্সটল করা ছাড়াই এটি ব্যবহার করুন।

    Search appsadaptive search 2.0

বুদ্ধিদীপ্ত অনুসন্ধানের মাধ্যমে আপনি কি কি করতে পারবেন তা জানতে ব্যক্তিগত অ্যাপ আবিষ্কার করতে বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।

পরিচিতি ইমপোর্ট ও ব্যবস্থাপনা

Contacts অ্যাপ আপনার পছন্দের মানুষের সাথে কথা বলা ও বার্তা পাঠানো সহজ করে দেয়।

  • সিম কার্ড, ফেসবুক, জিমেইল, অাউটলুক (এবং হটমেইল) অথবা এসডি কার্ড থেকে পরিচিতি নিয়ে আসতে Contacts অ্যাপের উপরের ডান কোনার চাকা চিহ্নিত বাটনটি চাপুন।

    Import contacts introfirefox os contacts 2.0

এছাড়াও আপনি আরও অনেক কিছুই করতে পারবেন; Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায় নিবন্ধটি দেখুন।

সবার সংস্পর্শে থাকুন বার্তার মাধ্যমে

Messages অ্যাপের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের ক্ষুদেবার্তা, ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। বার্তা পাঠাতে:

  1. Messages অ্যাপ চালু করুন sms appmessages 2.0.
  2. শুরু করতে নতুন বার্তা এর Editmessagesnew email 2.0ges]] ট্যাপ করুন।
  3. To: ফিল্ডে আপনি যাকে বার্তা পাঠাবেন তার নাম্বার লিখতে পারেন অথবা পরিচিতি বাটন contact buttonadd contact 2.0]] ট্যাপ করে পরিচিতি অ্যাপ থেকে পরিচিতি যুক্ত করতে পারেন।
  4. এরপর বার্তার ফিল্ডে বার্তা লিখতে হবে এবং ট্যাপ করতে Send বাটন চাপুন। send message 2.0 to send. ব্যাস, হয়ে গেল।

অারও বিস্তারিত জানতে কিভাবে Message অ্যাপ ব্যবহার করবেন নিবন্ধটি দেখুন।

ইমেইল সেটাপ করুন

Firefox OS জিমেইল, ইয়াহু, অাউটলুক (এবং হটমেইল) সমর্থন করে কোন অতিরিক্ত পরিবর্তন ছাড়াই।

  • E-Mail অ্যাপ চালু করে অাপনার নাম, ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে Next বাটন ট্যাপ করুন। বাকিটা স্বয়ংক্রিয়ভাবেই হবে।

    email_setupemail_setup 2.0

ইমেইল সম্পর্কে আরও জানতে চান? ইমেইল পাঠান এবং পরিচালনা করুন নিবন্ধটি দেখুন।

ফোনে গান রাখা

আপনার গান আপনার সাথেই রাখুন!

  1. ইউএসবি স্টৌরেজ চালু করুন:
    • সেটিংস অ্যাপ চালু করুন এবং নিচের দিকে স্ক্রল করে Device অংশের Media storage মেনুতে ট্যাপ করুন। এরপর মিডিয়া সংরক্ষণ সেটিংস হতে USB mass storage সচল করুন। সেটিংস অ্যাপ চালু করে নিচের দিকে স্ক্রল করে Storage অংশে যেয়ে USB storage সচল করুন।
      USB 1.1usb storage 2.0
  2. ইউএসবি ক্যাবলের সাহায্যে আপনার ডিভাইসটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
  3. পছন্দের গানের ফাইলগুলোকে আপনার এসডি কার্ডে টেনে আনুন।
    Drag music Win7Drag music Mac

এছাড়া আপনি ব্রাউজার ব্যবহার করে গান ডাউনলোড করতে পারবেন অথবা ব্লুটুথ দিয়েও আনতে পারবেন। কিভাবে করতে হবে তা জানতে Firefox OS ফোনে কিভাবে গান চালাবেন নিবন্ধটি দেখুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন