Firefox Sync আপগ্রেড - সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

নতুন Firefox Sync এর রুপান্তর সম্পূর্ণ করার জন্য সকল পুরাতন Firefox Sync সিস্টেম 2015 সালের শেষের দিকে নিষ্ক্রিয় করা হবে। যদি আপনি পুরাতন Firefox Sync ব্যবহারকারী হন, তাহলে আপনাকে যতটা সম্ভব সহজসাধ্য উপায়ে আপগ্রেড করার নির্দেশাবলী সম্বলিত টিউটোরিয়াল সহ আপগ্রেড করার জন্য অনুরোধ করা হবে।

যদি আপনি টিউটোরিয়াল অনুসরন করতে ব্যর্থ হন, তাহলে কীভাবে নতুন ফায়ারফক্স সিঙ্কে হালনাগাদ করতে পারি এর পদ্ধতিগুলো অনুসরন করে নিজে আপডেট করুন।

Firefox Sync আপনার তথ্য ও সেটিংস আপনার সকল ডিভাইস থেকে পেতে সাহায্য করে। নতুন Firefox Accounts - কেন্দ্রিক Sync এপ্রিল ২০১৪তে প্রকাশ পায়, যা স্থাপন করা আরও সহজতর। আপনার তথ্যগুলো সকল ডিভাইসে সিংক্রোনাইজ করতে দরকার শুধু একটি ইমেইল এড্রেস এবং একটি নিরাপদ পাসওয়ার্ড - কোন ডিভাইস কোড প্রয়োজন নেই।

সূচীপত্র

কখন পুরাতন Sync সার্ভার বন্ধ হবে?

পুরাতন Sync সার্ভার ২০১৫ সালের শেষদিকে বন্ধ করে দেওয়া হবে, তবে কোন তারিখ এখনো দৃঢ় ভাবে নির্ধারিত হয়নি। এই সিদ্ধান্ত নেওয়া হবে চলমান ব্যবহারকারীদের পর্যবেক্ষনের ফল এবং আমাদের নতুন Sync এ রুপান্তর এর কৌশলের সাফল্যের উপর।

আমার তথ্য কী স্বয়ংক্রিয়ভাবে নতুন সার্ভারে স্থানান্তরিত হবে?

না, যেহেতু দুইটি Sync ব্যবস্থাই শক্তিশালী এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে, তাই আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার ডাটা নতুন সার্ভারে স্থানান্তর করতে পারবো না। একবার হালনাগাদ করলে Firefox নতুন পদ্ধতিতে আপনার ডাটা পুনরায় আপলোড করবে (তাই যদি আপনার প্রচুর বুকমার্কস থাকে, তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার নেটওয়ার্ক সংযোগ নির্ভরযোগ্য)।

এক্সটেন্ডেড সাপোর্ট রিলিজ (ESR) এর কী হবে?

ESR চ্যানেলে থাকা ব্যবহারকারীরা Firefox 38 থেকে হালনাগাদ করার জন্য অনুরোধ দেখা শুরু করবে , যেটা মে মাসের শুরুতে ছাড়া হয়েছে। পুরাতন Sync এর অবকাঠামো পূর্ববর্তী ESR ৪ আগস্ট বন্ধ হওয়ার আগ পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হবে।

নতুন Sync এর পদ্ধতি কি Firefox-এর মাস্টার পাসওয়ার্ড সুবিধার জন্য উপযোগী?

হ্যা। আগের সংস্করণে কিছু সীমাবদ্ধতার কারণে মাস্টার পাসওয়ার্ড চালু থাকলে Sync কাজ করত না। কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেছে। Firefox এর সর্বশেষ সংস্করণে নতুন Sync সম্পূর্ণভাবে মাস্টার পাসওয়ার্ড এর জন্য উপযুক্ত।

নতুন পদ্ধতিতে হালনাগাদ করলে নিরাপত্তাজনিত কোন সমস্যা হবে কী?

নতুন পুরাতন উভয় পদ্ধতিই আপনার তথ্যকে সময়ের সেরা নিরাপত্তা প্রদান করে: প্রতি প্রান্তেই আপনার সকল ডাটা একটি কী দিয়ে এনক্রিপ্ট করা হয়, যে কী শুধু আপনি জানেন।

পুরাতন Sync একটি জটিল ধরনের সংযুক্ত করার প্রক্রিয়ায় ডিভাইসে এনক্রিপশন কী আদান প্রদান করত। Firefox Accounts এর সাহায্যে এই পদ্ধতি পরিবর্তন হয়েছে আপনার একাউন্ট এর পাসওয়ার্ড থেকে নিরাপদে পাওয়া একটু কী এর সাথে। কৌতূহলী চোখ এড়াতে একটি শক্তিশালী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনার সিঙ্ক করা তথ্যের নিরাপত্ত নিশ্চিত করুন।

হালনাগাদ করার আগে আমার কি কোন সতর্কতা অবলম্বন করতে হবে? আমি বুকমার্ক সিঙ্ক করতে চাই

হ্যা, নিশ্চিত করুন যে আপনার ইন্টারনেট কানেকশন নির্ভরযোগ্য। বুকমার্ক সিঙ্ক করার ক্ষেত্রে এটা বিশেষ বিবেচ্য। এমনকি বুকমার্ক সিঙ্ক করার সময়ে বুকমার্ক ডুপ্লিকেট বা হারিয়ে যাওয়ার আশংকা আছে। তাই আপগ্রেড করার পূর্বে নিজেই ম্যানুয়ালি বুকমার্ক আপগ্রেড করে রাখতে পারেন। Firefox (ডেস্কটপ ব্রাউজার) এর জন্য চাইলে অনুসরন করতে পারেন: Manual backup of bookmarks

আপনি চাইলে কয়েক সপ্তাহ পরে পরে এই কাজটি করতে পারেন যদি আপনার বুকমার্ক গুলো জরুরী হয় এবং তালিকা প্রায়শই পরিবর্তন হয়। আরও মনে রাখবেন নতুন Sync শুধু বুকমার্ক merge করে - সিঙ্কের পরে সকল ডিভাইসে একই বুকমার্ক থাকবে। আপনি ফোন থেকে ডেস্কটপে একমুখী সিঙ্ক করতে পারবেন না।

যদি আমি একটি কাস্টম বা নিজের হোস্ট করা Sync সার্ভার ব্যবহার করি, তাহলে কী হবে?

এই রুপান্তর প্রক্রিয়া শুধু Mozilla'র হোস্ট করা সার্ভারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি আপনি কাস্টম বা নিজের হোস্ট করা Sync সার্ভার ব্যবহার করেন, Sync আগের মতই কাজ করবে এবং আপনাকে আপগ্রেড করতে অনুরোধমূলক বার্তা দেখাবে না।

যদিও আমাদের আপাতত কোন পরিকল্পনা বা সময়কাল এখনো নেই, তবে হয়ত আমরা পুরাতন Sync প্রটোকল সম্পূর্ণভাবে Firefox থেকে সরিয়ে নিবো। তাই আপনি চাইলে নতুন প্রটোকলে আপনার সার্ভার প্রতিস্থাপন করতে পারেন; নিচে দেখুন:

নতুন Sync পদ্ধতি কী আমি নিজে হোস্ট করতে পারি?

হ্যা, চাইলে শুধু স্টোরেজ সার্ভার কিংবা সম্পূর্ণ Firefox Accounts কে হোস্ট করতে পারেন। আপনার মতামত ও অবদান এই প্রক্রিয়া আরও সহজ করতে পারে্ (বর্তমান প্রযুক্তিগত নির্দেশনা: আপনার নিজের Sync-1.5 Server চালান)

যদি আমি অন্য ব্রাউজার ব্যবহার করি সেক্ষেত্রে কী হবে (যেমন, SeaMonkey, PaleMoon, ...)?

Sync এর কার্যকারিতা অব্যাহত রাখার জন্য আপনার নিজস্ব সার্ভারে হোস্টিং করার কথা বিবেচনা করা উচিত।

আমি নতুন Firefox Sync এ রুপান্তর করতে রাজি আছি কিন্তু কীভাবে নোটিফিকেশন বন্ধ রাখবো?

নতুন Sync এ হালনাগাদ না করা পর্যন্ত Firefox Sync কে ডিভাইস থেকে বিচ্ছিন্ন করে দিন। একবার বিচ্ছিন্ন করলেই আপনি আর পুরাতন Firefox Sync (সংস্করণ ১.১) ব্যবহার করতে পারবেন না। যদি আপনি পরবর্তীতে Firefox Sync ব্যবহার করতে চান, অবশ্যই sign up for an account এটা দেখবেন এবং নতুন সিঙ্ক ব্যবহার করবেন।

  1. মেন্যু বাটনে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন, তারপরে OptionsPreferences
  2. এবার Sync প্যানেলে ক্লিক করুন, তারপরে Unlink Sync এ ক্লিক করুন।
Mozilla blog এ প্রকাশিত Transitioning Legacy Sync users to Firefox Accounts তথ্যের উপরে ভিত্তি করে লেখা

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন