Firefox OS এ ডুয়াল SIM ব্যবস্থাপনা করা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই নিবন্ধটি শুধুমাত্র Firefox OS 1.3 সংস্করন বা পরবর্তী সংস্করনগুলোর জন্য প্রযোজ্য। অাপনার সংস্করন কি তা জানতে আমি Firefox OS এর কোন সংস্করণ ব্যবহার করছি কিভাবে খুঁজে পাব? নিবন্ধটি দেখুন।

Firefox OS এর সর্বশেষ সংস্করনে একটি ডিভাইসে দুটি SIM ব্যবহারের সুবিধা রয়েছে - এটি একের মধ্যে দুটি ফোন চালানোর মত। এই নিবন্ধ অাপনাকে দেখাবে কিভাবে ডুয়াল সিম কার্ডের সেটিংস ব্যবস্থাপনা করতে হয়।

অাপনার SIM কার্ডের নেটওয়ার্ক অবস্থা জানুন

অাপনি অাপনার হোমস্ক্রিনের উপর থেকে প্রতিটি SIM এর নেটওয়ার্কের অবস্থা জানতে পারবেন:

dual sim home

অাউটগোয়িং কল, বার্তা ও ডাটা এর জন্যে SIM বাছাই করুন

পরামর্শ: আপনি যেকোন সময় মেসেজ প্রদানের সময় কোন SIM কার্ডটি ব্যবহার করবেন তা নির্ণয় করতে পারেন Send বাটনটি send msg 2.0 চাপ দিয়ে ধরে রাখার মাধ্যমে, অতঃপর SIM কার্ড নির্বাচন করার মাধ্যমে।

SIM manager অাপনাকে সুবিধা দেয় যে অাপনি কোন সিম এর মাধ্যমে অাউটগোয়িং কল ও বার্তা পাঠাবেন:

  1. হোমস্ক্রিনের Settings এর গিয়ার অাইকনে Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) ট্যাপ করুন।
  2. Settings মেনু থেকে SIM manager নির্বাচন করুন।
    sim mgr
  3. SIM manager স্ক্রিন অাপনাকে প্রতি অপশনের SIM 1 and SIM 2 নামের একটি মেনু দেখাবে।
    sim list
  4. SIM manager স্ক্রল করে নামুন এবং নিম্নের অপশন এর জন্য অাপনার পছন্দের SIM বাছাই করুন:
    choose sim
    • Outgoing calls: কল করার জন্য অাপনার SIM বাছাই করুন।
    • Outgoing messages: বার্তা পাঠানোর জন্য অাপনার SIM বাছাই করুন।
    • Data: ইন্টারনেট, জিপিএস, মাল্টিমিডিয়া বার্তা অথবা মার্কেটপ্লেসে মূল্য পরিশোধের জন্য SIM বাছাই করুন।

প্রতি SIM এর জন্য কল সেটিংস ব্যবস্থাপনা করুন

Call Settings মেনু থেকে প্রতিটি সিমের জন্য কল সেটিংস পরিবর্তন করতে পারবেন:

  1. হোমস্ক্রিন থেকে Settings এর গিয়ার অাইকন Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) ট্যাপ করুন।
  2. Call Settings ট্যাপ করুন, এবং পছন্দের সিম নির্বাচন করুন: SIM 1 অথবা SIM 2
  3. যেই সেটিং পরিবর্তন করবেন তা বাছাই করুন:
    call settings
  • Call waiting: এর মাধ্যমে অাপনি কল করা অবস্থায় ইনকামিং করল দেখতে পারবেন।
  • Fixed dialing numbers: এটি পিন ছাড়াই কিছু কল সীমাবদ্ধ রাখে। ফিচারটি চালু করতে:
    1. Fixed dialing numbers এর পাশের বাটনে ট্যাপ করুন এবং SIM পিন প্রবেশ করান।
    2. Authorized numbers এ ট্যাপ ,স্ক্রিনের উপরের ডান কোণা থেকে + বাটনে ট্যাপ করুন।
    3. যে কলটি সীমাবদ্ধ করতে চান তার নাম এবং নাম্বার দিন, শেষ করতে Done এ ট্যাপ করুন।
  • Call forwarding: এটা কলে অন্য নাম্বারে রিডাইরেক্ট করবে। শুধু পছন্দের সেটিংসে ট্যাপ করুন এবং Firefox OS যেই নাম্বার ফরোয়ার্ড করবে তার নাম্বার দিন।
    1. Always forward: এটি সকল কল রিডাইরেক্ট করবে অাপনার লাইন পাওয়া গেলেও।
    2. Forward when busy: এটি চালু করলে লাইন ব্যাস্ত থাকলে কল রিডাইরেক্ট করবে।
    3. Forward when unanswered: এটি চালু করলে কলের উত্তর না দিলে তা অন্য নাম্বারে যাবে।
    4. Forward when unreachable: অাপনি এটি চালু করে লাইন কভারেজ এরিয়াতে না থাকলে ফরোয়ার্ড করবে।

পরিবর্তন হয়ে গেলে অ্যাপ বন্ধ করে দিন। স্বয়ংক্রিয়ভাবে তা সংরক্ষিত হয়ে যাবে।

কল করার জন্য প্রস্তুত? Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন দেখুন। দুটি SIM কার্ড থেকে পরিচিতি নিয়ে আসতে দেখুন Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়.

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন