ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন

মেনু বাটন "new fx menu" ছবি বিদ্যমান নয়। আপনি আপনার Firefox এর প্রিয় সুবিধাগুলো ব্যাবহার করতে দেয়। পুর্বনির্ধারিত বিন্যাসটি পছন্দ করেন না? এটির স্থান পরিবর্তন করা অতি সহজ। সেখানে কি এমন কোন সার্ভিস আছে যেটি আপনি সব সময় ব্যাবহার করেন? তাহলে সেটিকে আপনার প্রধান টুলবারে যোগ করুন। আমরা আপনাকে দেখাবো, কিভাবে আপনি এটি করতে পারবেন।

Firefox টুলবার আপনাকে সাধারণ সুবিধাগুলোতে সহজে প্রবেশ করতে দেয়। আপনি যা প্রচুর পরিমানে ব্যবহার করেন তা নিয়ে কিছু মিস করতে চান? টুলবার অনেক সহজে কাস্টমাইজ করা যায়। সেখানে এমন কিছু কি আছে যা আপনি কখনই ব্যবহার করেনি? মেনু অভারফ্লো হয়েছে কিছু যোগ করার সময়। আমরা আপনাকে দেখাবো, কিভাবে আপনি এটি করতে পারবেন।

মেনু বা টুলবার কাস্টমাইজ করুন

আপনি ওভারফ্লো মেনু বা আপনার টুলবার প্রদর্শিত আইটেমগুলো পরিবর্তন করতে পারেন।

  1. মেনু বাটনটিতে Fx57Menu ক্লিক করুন এবং 57customize-icon.png Customize… নির্বাচন করুন।
    • একটি বিশেষ ট্যাব খুলবে যেটি আপনাকে মেনু বা টুলবার হতে যেকোন আইটেম ড্র্যাগ এবং ড্রপ করতে পারবেন এর ফলে আপনি মেনু এবং টুলবারের মধ্যে যেকোন আইটেম আদান প্রদান করে স্থান পরিবর্তন করতে পারবেন। আপনার জন্য কোনটি ভাল তা আপনার ইচ্ছামত করে পরীক্ষা করুন। আপনি যেকোন সময় ঠিক পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে স্ক্রিনের নিচে থাকা Restore Defaults বাটনটি ক্লিক করুন।
    Fx57Customizecustomize-fx57-linux
  2. আপনার যখন সবকিছু করা শেষ হবার পরে Done বাটনটি ক্লিক করুন।

টাইটেল বার, মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন

  1. Fx57Menu মেনু বাটনটি ক্লিক করুন এবং 57customize-icon.png Customize… বাটনটি নির্বাচন করুন।
    • টাইটেল বার চালু করার জন্য: বাম দিকের নিচে অবস্থিত চেকবক্সে Title Bar টিক চিহ্ন দিন।
    • মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন : স্ক্রিনের নিচে থাকা Hide Toolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
      Fx57Customize-Toolbars
  2. Done বাটনটিতে ক্লিক করুন।.

মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করার জন্য

  1. Fx57Menu মেনু বাটনটি ক্লিক করুন এবং 57customize-icon.png Customize… বাটনটি নির্বাচন করুন।
    • টাইটেল বার চালু করার জন্য: বাম দিকের নিচে অবস্থিত চেকবক্সে Title Bar টিক চিহ্ন দিন।
    • মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন : স্ক্রিনের নিচে থাকা Hide Toolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
  2. Done বাটনটিতে ক্লিক করুন।.
নোট: স্ক্রিনের উপরে মেনু বার থেকে আপনি বুকমার্ক টুলবার চালু অথবা বন্ধ করতে পারেন: View তে ক্লিক করুন, Toolbars এর নিচে যান এবং Bookmarks Toolbar নির্বাচন করুন।

মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করার জন্য

  1. Fx57Menu মেনু বাটনটি ক্লিক করুন এবং 57customize-icon.png Customize… বাটনটি নির্বাচন করুন।
    • টাইটেল বার চালু করার জন্য: বাম দিকের নিচে অবস্থিত চেকবক্সে Title Bar টিক চিহ্ন দিন।
    • মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন : স্ক্রিনের নিচে থাকা Hide Toolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
customize-fx57-linux-toolbars
  1. Done বাটনটিতে ক্লিক করুন।.

মেনু বা টুলবার কাস্টমাইজ করুন

আপনি মেনু বা আপনার টুলবার প্রদর্শিত আইটেমগুলো পরিবর্তন করতে পারেন।

  1. মেনু বাটনটিতে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন।
  2. * একটি বিশেষ ট্যাব খুলবে যেটি আপনাকে মেনু বা টুলবার হতে যেকোন আইটেম ড্র্যাগ এবং ড্রপ করতে পারবেন এর ফলে আপনি মেনু এবং টুলবারের মধ্যে যেকোন আইটেম আদান প্রদান করে স্থান পরিবর্তন করতে পারবেন। আপনার জন্য কোনটি ভাল তা আপনার ইচ্ছামত করে পরীক্ষা করুন। আপনি যেকোন সময় ঠিক পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে স্ক্রিনের নিচে থাকা Restore Defaults বাটনটি ক্লিক করুন।
    Customize Fx 29 Win8Customize_fx55-win
  3. আপনার যখন সবকিছু করা শেষ হবার পরে সবুজ রঙের Exit Customize বাটনটি ক্লিক করুন।
    নোট: বাটনের সাথে সাথে অনেক এড-অন আসবে যা আপনি মেনু অথবা টুলবারে যোগ করতে পারেন। এই সম্বন্ধে আরও জানতে হলে, ফায়ারফক্সে বৈশিষ্ট্য যোগ করার জন্য অ্যাড-অন খুঁজুন এবং ইনস্টল করুন নিবন্ধটি দেখুন।

টাইটেল বার, মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন

toolbars-dropdown-menu_fx55

টাইটেল বার চালু করার জন্য:

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর বাম দিকের নিচে অবস্থিত Title Bar বাটনটিতে ক্লিক করুনচেকবক্সে Title Bar টিক চিহ্ন দিন
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করার জন্য:

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর স্ক্রিনের নিচে থাকা Show / Hide ToolbarsToolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

টাইটেল বার বা বুকমার্ক টুলবার চালু করুন

টাইটেল বার চালু করার জন্য:

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর বাম দিকের নিচে অবস্থিত Title Bar বাটনটিতে ক্লিক করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

বুকমার্ক টুলবার চালু করার জন্য:

  • স্ক্রিনের উপরের দিকে থাকা View মেনুটি ক্লিক করুন এরপর নিচে থাকা Toolbars এ যান এবং Bookmarks Toolbar নির্বাচন করুন।

মেনু বার বা বুকমার্ক টুলবার চালু করুন

  1. "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনটি ক্লিক করুন এবং Customize বাটনটি নির্বাচন করুন।
  2. এরপর স্ক্রিনের নিচে থাকা Show / Hide Toolbars ড্রপডাউন মেনুটিতে ক্লিক করুন এবং যে সকল আইটেম আপনি দেখতে চান, সেগুলো নির্বাচন করুন।
  3. সর্বশেষ সবুজ রঙের Exit Customize বাটনটিতে ক্লিক করুন।

সমস্যা হচ্ছে?

মেনু বার, বুকমার্ক টুলবার বা টাইটেল বার পরিবর্তিত অবস্থায় থাকাকালীন আপনি তাদেরকে ঠিক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে, Restore Defaults বাটনটি ক্লিক করুন। যদি পুনরায় পূর্বের ফিরিয়ে আনলেও আপনার সমস্যা সমাধান না হয়, তাহলে নিচের পদ্ধতিগুলো অবলম্বন করুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন