অাপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন

(Create a Wi-FI Hotspot on Firefox OS থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS এ আপনি ওয়াই-ফাই হটস্পট তৈরি বা ইউএসবি টেথারিং এর মাধ্যমে আপনার ডাটা সংযোগ অন্যান্য ডিভাইসের সাথে শেয়ার করতে পারবেন। কিভাবে এটি করবেন তা এই নিবন্ধে দেখানো হয়েছে।

ওয়াই-ফাই এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ শেয়ার করা

ওয়াইফাই হটস্পট তৈরি করা

"এই ধাপের কাজগুলো শুধুমাত্র একবারই করতে হবে।"

  1. Settings অ্যাপ চালু করে স্ক্রল করে, নিচে নামুন এবং Internet sharing ট্যাপ করুন।
  2. Hotspot Settings ট্যাপ করুন।
    • এখান থেকে আপনি আপনার হটস্পটের নাম (SSID নেটওয়ার্কের নাম) ও নিরাপত্তার ধরন পরিবর্তন করতে পারবেন।
      • Open: পাসওয়ার্ড ছাড়াই যে কেউ আপনার নেটওয়ার্কটি ব্যবহার করতে পারবে।
        সতর্কবার্তা: পাবলিক প্লেসে আপনার নেটওয়ার্ক এভাবে অনিরাপদ করে রাখলে যে কেউই সীমাহীনভাবে আপনার ডাটা সংযোগ ব্যবহার করতে পারবে।
      • WPA Secured: এই সেটিংস ব্যবহার করলে আপনাকে একটি পাসওয়ার্ড নির্ধারন করতে হবে। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে অন্যান্যরা আপনার নেটওয়ার্কে সংযুক্ত হবে পারবে। এছাড়া ট্রান্সফার করা ডাটা এনক্রিপ্টও করা হবে।
      • WPA2 Secured: এটি সবচেয়ে নিরাপদ অপশন। তবে কিছু পুরনো ডিভাইসে এটি সমর্থন নাও করতে পারে। এটির জন্য আপনাকে একটি পাসওয়ার্ড নির্ধারন করতে হবে। এই পাসওয়ার্ডটি ব্যবহার করে অন্যান্যরা আপনার নেটওয়ার্কে সংযুক্ত হবে পারবে। এছাড়া ট্রান্সফার করা ডাটা এনক্রিপ্টও করা হবে।
  3. হটস্পট সেটিংস সংরক্ষণ করতে OK প্রেস করুন।


ওয়াই-ফাই হটস্পট চালু করা

  1. Settings অ্যাপ চালু করে স্ক্রল করে, নিচে নামুন এবং Internet sharing ট্যাপ করুন।
  2. ওয়াই-ফাই হটস্পট চালু করুন।
    Wi-Fi hotspot on

এখন অন্যান্য ডিভাইস আপনার হটস্পটটি এর নাম অনু্যায়ী খুজেঁ পাবে (পূর্বনির্ধারিত নাম হচ্ছে "FirefoxHotspot")।

USB এর মাধ্যমে সংযোগ শেয়ার করা

আপনি চাইলে আপনার ডিভাইসটিকে কম্পিউটার এর সাথে সংযোগ করেও এর ডাটা সংযোগ শেয়ার করতে পারবেন। এটাকে "tethering" বলা হয়।

  1. আপনার Firefox OS ডিভাইসটিকে USB Cable এর মাধ্যমে কম্পিউটারে সংযোগ করুন।
  2. Settings অ্যাপ চালু করে স্ক্রল করে, নিচে নামুন এবং Internet sharing ট্যাপ করুন।
  3. ইউএসবি টেথারিং চালু করুন।
    USB tethering

আপনার কম্পিউটার যদি ইন্টারনেটে সংযুক্ত না থাকে, তাহলে ইউএসবি টেথারিং চালু করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে সংযুক্ত হয়ে যাবে। যদি না হয়, তবে আপনার কম্পিউটারের নেটওয়ার্ক সেটিংস থেকে "USB" অথবা "Local Area Network" বাছাই করে নিন।

সমস্যা হচ্ছে?

নিশ্চিত হোন, আপনার Firefox OS ডিভাইসে ডাটা সংযোগ চালু আছে কিনা এবং নেটওয়ার্ক ঠিকমত পাচ্ছে কিনা।

  1. ডাটা সংযোগ চালু করার জন্য, Settings অ্যাপ চালু করে স্ক্রল করে নিচে নামুন এবং Cellular & Data ট্যাপ করুন।
  2. এরপর ডাটা সংযোগ চালু করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন