কুকি - এমন তথ্য যা কোনো ওয়েবসাইট আপনার কম্পিউটারে সংরক্ষন করে

"কুকি" কী, কীভাবে তাদের ব্যবহার করা হয় এবং ফায়ারফক্সে তাদেরকে কীভাবে তাদের ব্যবস্থাপনা করতে হয় তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে।

কুকি কী?

কুকি হচ্ছে এমন তথ্য যা আপনার পরিদর্শন করা ওয়েবসাইটগুলো আপনার কম্পিউটারে সংরক্ষণ করে।

কিছু কিছু ব্রাউজারে, প্রত্যেক কুকিই একটি ছোট ফাইল কিন্তু ফায়ারফক্সে, সবগুলো কুকি একটিমাত্র ফাইলে সংরক্ষিত থাকে, যা পাওয়া যাবে ফায়ারফক্সের প্রোফাইল ফোল্ডারে।

কুকি প্রায়ই ওয়েবসাইটের জন্য সেটিংস সংরক্ষণ করে, যেমন আপনার পছন্দের ভাষা কিংবা অবস্থান। যখন আপনি সাইটে ফেরত আসবেন, ফায়ারফক্স এই সাইট সম্পর্কিত কুকি ফেরত পাঠায়। এটি আপনার দেয়া তথ্য অনুযায়ী সাইটটিকে আপনার পছন্দ অনুযায়ী প্রদর্শন করতে অনুমতি প্রদান করে।

কুকি আরো বড় ধরনের তথ্যও সংরক্ষণ করে, সাথে ব্যক্তিগতভাবে চিহ্নিত করা যায় এমন তথ্য (যেমন আপনার নাম, বাড়ির ঠিকানা, ই-মেইল ঠিকানা, টেলিফোন নাম্বার)। যদিও, আপনার দেয়া তথ্য অনুযায়ী তা সংরক্ষিত হবে - আপনার না দেয়া তথ্য কখনোই ওয়েবসাইট নিতে পারবে না, এবং তারা আপনার কম্পিউটারের অন্যকোনো ফাইল ব্যবহার করতে পারবে না।

পূর্বনির্ধারিতভাবে, কুকি সংরক্ষণ এবং পাঠানো আপনার কাছে লুকানো থাকে। যদিও, আপনি আপনার ফায়ারফক্সের সেটিংস এমনভাবে সংরক্ষণ করতে পারবেন যাতে কুকির সংরক্ষণের জন্য আপনার অনুমতির প্রয়োজন হয়, ফায়ারফক্স বন্ধ হবার সময় স্বয়ংক্রিয়ভাবে কুকি মুছে ফেলা হয় এবং আরো অনেক কিছু।

কুকি সেটিংস

ফায়ারফক্সে OptionsPreferences -এ কুকির সেটিংস ব্যবস্থাপনা করা হয়

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy প্যানেল নির্বাচন করুন. আরো তথ্য জানতে প্রাইভেসি, ব্রাউজিং ইতিহাস ও do-not-track এর সেটিংস এখানে দেখুন। Privacy & Security প্যানেলে গিয়ে HistoryCookies and Site Data সেকশন দেখুন।

একটি নির্দিষ্ট কাজের জন্য কীভাবে কুকি সেটিংস ব্যবস্থাপনা করতে হয় তার নির্দেশনা পেতে দেখুনঃ

কুকি সংক্রান্ত সমস্যার সমাধান

ফায়ারফক্সে যদি আপনি কুকি সংক্রান্ত সমস্যায় পড়েন, তাহলে দেখুনঃ

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন